কিভাবে Google আমার গোপণীয়তা রক্ষা করে এবং আমার তথ্য সুরক্ষিত রাখে?
আমরা জানি নিরাপত্তা ও গোপনীয়তা আপনার কাছে গুরুত্বপূর্ণ – এবং সেগুলি আমাদের কাছেও সমান গুরুত্বপূর্ণ৷ আপনাকে শক্তিশালী নিরাপত্তা প্রদান করতে এবং আপনার তথ্য সুরক্ষিত ও প্রয়োজনে অ্যাক্সেসযোগ্যতার ভরসা দিতে আমরা এটিকে আমাদের অগ্রাধিকারে নিয়ে আসি৷
শক্তিশালী সুরক্ষা নিশ্চিত করতে, আপনার গোপনীয়তা রক্ষা করতে এবং এমনকি আপনার জন্য Google-কে আরও কার্যকর ও দক্ষ করে তুলতে আমরা প্রতিনিয়ত কাজ করে থাকি। প্রতি বছর নিরাপত্তার জন্য শত শত মিলিয়ন ডলার খরচ করা হয় এবং আপনার তথ্য নিরাপদ রাখতে আমরা তথ্য নিরাপত্তায় বিশ্ব বিখ্যাত বিশেষজ্ঞদের নিয়োগ করি। এছাড়াও আমরা সহজে ব্যবহার করা যায় এমন গোপনীয়তা এবং নিরাপত্তা টুল তৈরি করেছি, যেমন Google ড্যাশবোর্ড, ২-ধাপে যাচাইকরণ এবং আমার বিজ্ঞাপন কেন্দ্রে থাকা পছন্দমতো বিজ্ঞাপন সেটিংস। সুতরাং Google-এর সাথে আপনার যে তথ্য শেয়ার করা হয়, তাতে আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে।
Google সুরক্ষা কেন্দ্রে অনলাইনে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখার বিষয়গুলির সঙ্গে অনলাইনে নিরাপত্তা এবং সুরক্ষার বিষয় সম্বন্ধে আপনি আরো জানতে পারবেন।
আমরা কীভাবে আপনার ব্যক্তিগত তথ্য গোপন ও নিরাপদ রাখি - এবং আপনাকে নিয়ন্ত্রণে রাখি সেই সম্বন্ধে আরো জানুন৷
কেন আমার অ্যাকাউন্ট কোনও অঞ্চলের সাথে যুক্ত করা হয়েছে?
আপনার অ্যাকাউন্ট একটি অঞ্চল (বা এলাকার) পরিষেবার শর্তাবলীর সাথে যুক্ত করা হয়েছে যাতে আমরা একাধিক বিষয় নির্ধারণ করতে পারি:
- এমন একটি Google অ্যাফিলিয়েট, যেটি পরিষেবা প্রদান করা, আপনার তথ্য প্রসেস করা ও প্রযোজ্য গোপনীয়তা সংক্রান্ত আইন মেনে চলার জন্য দায়বদ্ধ থাকবে। সাধারণত, Google নিম্নলিখিত দুটি কোম্পানির যেকোনও একটির মাধ্যমে এর উপভোক্তা পরিষেবা প্রদান করে:
- Google Ireland Limited, যদি আপনি ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (আইসল্যান্ড, লিখটেনস্টাইন ও নরওয়ে সহ ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহ) বা সুইজারল্যান্ডে থাকেন
- বিশ্বের বাকি অঞ্চলের জন্য, Google LLC, যা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত
- যেসব শর্তাবলীর মাধ্যমে আমাদের সম্পর্ক পরিচালিত হয়, তার ভার্সন স্থানীয় আইন অনুসারে আলাদা আলাদা ধরনের হতে পারে
- আপনি যেখানে থাকেন, Google পরিষেবা পেতে সেই দেশের জন্য নির্দিষ্ট প্রয়োজন সংক্রান্ত প্রয়োগ
আপনার অ্যাকাউন্ট কোন দেশের সাথে যুক্ত তা নির্ধারণ করা
নতুন অ্যাকাউন্ট তৈরি করা হলে, আমরা আপনার অ্যাকাউন্ট সেই দেশের সাথে যুক্ত করি যেখানে আপনার Google অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। অন্তত এক বছরের পুরনো অ্যাকাউন্টের ক্ষেত্রে, আমরা সেই অঞ্চলকে যুক্ত করার জন্য ব্যবহার করি যেখান থেকে আপনি সাধারণভাবে Google পরিষেবা অ্যাক্সেস করে থাকেন — বিশেষ করে যে অঞ্চলে আপনি বিগত বছরের বেশির ভাগ সময় কাটিয়েছেন।
অন্য কোথাও ঘন ঘন ভ্রমণের কারণে আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত অঞ্চলের উপর কোনও প্রভাব পড়ে না। নতুন কোনও অঞ্চলে চলে গেলে, আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত অঞ্চল আপডেট করতে প্রায় এক বছর সময় লাগতে পারে।
আপনার কর্মস্থল ও বাসস্থান আলাদা আলাদা অঞ্চলে হওয়ার ফলে আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত অঞ্চল আপনার বসবাসকারী অঞ্চল অনুযায়ী নাও হতে পারে। এর কারণ হল, আপনি আপনার IP অ্যাড্রেস গোপন করার জন্য ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ইনস্টল করেছেন অথবা আপনি আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি কোনও জায়গায় রয়েছেন। আপনার অ্যাকাউন্ট যে অঞ্চলের সাথে যুক্ত সেই ব্যাপারে আপনি সহমত না হলে, আপনার অঞ্চল পরিবর্তন করার অনুরোধ জমা করুন।
কীভাবে আমি Google এর অনুসন্ধান ফলাফল থেকে আমার সম্পর্কে তথ্য সরাতে পারি?
Google অনুসন্ধান ফলাফলগুলি হল একটি ওয়েবে সর্বজনীনভাবে উপলব্ধ সামগ্রীর প্রতিফলন৷ অনুসন্ধান ইঞ্জিনগুলি সরাসরিভাবে ওয়েবসাইট থেকে সামগ্রী সরাতে পারে না, তাই Google থেকে অনুসন্ধান ফলাফলগুলি সরানো হলেও তা ওয়েব থেকে সামগ্রী সরাতে পারে না৷ যদি আপনি ওয়েব থেকে কোনো কিছু সরাতে চান, তাহলে আপনাকে যে সাইটে সামগ্রী পোস্ট করা হয়েছে সেটির ওয়েবমাস্টারের সাথে যোগাযোগ করতে হবে এবং ওনাকে একটি পরিবর্তনের জন্য বলতে হবে৷ একবার সামগ্রীটি সরানো এবং Google এর দ্বারা চিহ্নিত হয়ে যাওয়ার পর, তথ্যটি আর Google এর অনুসন্ধান ফলাফলগুলিতে প্রদর্শিত হবে না৷ যদি আপনার কোনো জরুরী সরানোর অনুরোধ থাকে, তাহলে আপনি আরো তথ্যের জন্য আমাদের সহায়তা পৃষ্ঠাতেও যেতে পারেন৷
আমি যখন Google অনুসন্ধান ফলাফলে ক্লিক করি তখন কি আমার অনুসন্ধান ক্যোয়ারীগুলি ওয়েবসাইটগুলিতে পাঠানো হয়?
সাধারণত পাঠানো হয় না। আপনি Google Search-এর সার্চ ফলাফলে ক্লিক করলে, ডেস্টিনেশন ওয়েবপেজে আপনার ওয়েব ব্রাউজার নির্দিষ্ট তথ্য পাঠায়। আপনার সার্চ করা শব্দ, সার্চ ফলাফল পৃষ্ঠার ইন্টারনেট অ্যাড্রেস অথবা URL-এ দেখানো হতে পারে তবে Google Search-এর উদ্দেশ্য হল, রেফারার URL হিসেবে ওই URL-কে ডেস্টিনেশন পেজে পাঠানোর ব্যাপারে ব্রাউজারকে বাধা দেওয়া। আমরা Google Trends ও Google Search Console-এর মাধ্যমে সার্চ কোয়েরির ব্যাপারে ডেটা দিই, তবে এই কাজ করার সময় আমরা সব কোয়েরি একত্রিত করি যাতে শুধুমাত্র একাধিক ব্যবহারকারীর পাঠানো কোয়েরি আমরা শেয়ার করতে পারি।