ডেটা অ্যাক্সেস ও মুছে ফেলার বিষয়ে স্বচ্ছতা সংক্রান্ত রিপোর্ট

Google-এর গোপনীয়তা নীতি এবং গোপনীয়তা সহায়তা কেন্দ্রে যেভাবে বর্ণনা করা হয়েছে, সেই অনুযায়ী বিভিন্ন Google পরিষেবা জুড়ে ব্যবহারকারীরা যাতে নিজেদের তথ্য আপডেট, ম্যানেজ, অ্যাক্সেস, এক্সপোর্ট, ঠিক করতে ও মুছে ফেলতে এবং গোপনীয়তা নিয়ন্ত্রণ করতে পারেন সেই জন্য আমরা অনেক ধরনের টুল ব্যবহার করে থাকি। বিশেষ করে প্রতি বছর, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী লক্ষ লক্ষ ব্যবহারকারী Google-এর আপনার ডেটা ডাউনলোড করুন ফিচার ব্যবহার করেন অথবা Google-এর আমার অ্যাক্টিভিটি ফিচার ব্যবহার করে নিজেদের কিছু ডেটা মুছে ফেলেন। ব্যবহারকারীরা যেসব ডেটা পর্যালোচনা, ডাউনলোড করতে অথবা মুছে ফেলতে চান, এইসব টুল তাদের বিভিন্ন Google পরিষেবা জুড়ে নির্দিষ্ট ধরনের সেইসব ডেটা বেছে নিতে দেয়। একই সাথে এই কাজের জন্য অনুরোধ অটোমেটিক প্রসেস করা হয়। এছাড়া, ক্যালিফোর্নিয়া কনজিউমার প্রাইভেসি অ্যাক্টের (“CCPA”) মতো নির্দিষ্ট কিছু গোপনীয়তা আইন অনুযায়ী ব্যবহারকারী নিজেদের অধিকার প্রয়োগ করার জন্য, Google-এর সাথে যোগাযোগ করতে পারেন

নিচে দেওয়া টেবিলে, 2023-এ এইসব টুলের ব্যবহার ও যোগাযোগের পদ্ধতি সংক্রান্ত তথ্য উল্লেখ করা আছে:

আবেদনের ধরনআবেদনের সংখ্যাঅনুরোধ সম্পূর্ণ বা আংশিক ভাবে গ্রহণ করার সংখ্যাঅনুরোধ বাতিল হওয়ার সংখ্যা***উপযুক্তভাবে উত্তর দেওয়ার গড় সময়
আপনার ডেটা ডাউনলোড করুন সুবিধার ব্যবহার*আনুমানিক ৮.৮ মিলিয়নআনুমানিক ৮.৮ মিলিয়নপ্রযোজ্য নয় (অনুরোধ অটোমেটিক প্রসেস হয়েছে)১ দিনের থেকে কম (অনুরোধ অটোমেটিক প্রসেস হয়েছে)
ডেটা মুছে ফেলার জন্য আমার অ্যাক্টিভিটির ব্যবহার*আনুমানিক ৬০.৬ মিলিয়নআনুমানিক ৬০.৬ মিলিয়নপ্রযোজ্য নয় (অনুরোধ অটোমেটিক প্রসেস হয়েছে)১ দিনের থেকে কম (অনুরোধ অটোমেটিক প্রসেস হয়েছে)
তথ্য দেখার জন্য করা অনুরোধ (Google-এর সাথে যোগাযোগ করুন)**৪২৪৪২২6 দিন
তথ্য মুছে ফেলার জন্য করা অনুরোধ (Google-এর সাথে যোগাযোগ করুন)**৩২৩২7 দিন
ডেটা ঠিক করার অনুরোধ (Google-এর সাথে যোগাযোগ করার মাধ্যমে)**প্রযোজ্য নয়

আমাদের গোপনীয়তা নীতিতে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, Google আমাদের ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বিক্রি করে না এবং CCPA অনুযায়ী সংবেদনশীল হিসেবে বিবেচিত ব্যক্তিগত তথ্য শুধুমাত্র সেইসব উদ্দেশ্যেই ব্যবহার করা হয় যা CCPA দ্বারা অনুমোদিত। সেই অনুযায়ী, কোনও ব্যবহারকারী ব্যক্তিগত তথ্য বিক্রি বন্ধ করা অথবা তার সংবেদনশীল ব্যক্তিগত তথ্যের ব্যবহার সীমিত করার অনুরোধ জানালে, আমাদের কাজের পদ্ধতি ও দায়বদ্ধতা সম্পর্কে ব্যাখ্যা করে আমরা এইসব অনুরোধের উত্তর দিয়ে থাকি। এছাড়া, কোন কোন সীমিত পরিস্থিতিতে ব্যবহারকারীর তথ্য Google-এর বাইরে শেয়ার করা হতে পারে এবং এই তথ্য শেয়ার করার বিষয়টি তারা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারেন সেই বিষয়ে আমরা ব্যবহারকারীদের জানাই। পাশাপাশি, সংবেদনশীল তথ্য সংগ্রহ এবং ব্যবহারের উপর অতিরিক্ত নিয়ন্ত্রণ ব্যবহারকারীদের প্রদান করা হয়, তারা কোন কোন Google পরিষেবা ব্যবহার করছেন তার ভিত্তিতে এটি উপলভ্য হতে পারে।

* মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের ডেটা

** নিজেদের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা বলে পরিচয় দেওয়া ব্যবহারকারীদের ডেটা

*** 2023 সালে যেকটি অনুরোধ বাতিল করা হয়েছে তার কারণ হল হয় সেগুলি যাচাই করা যায়নি অথবা ব্যবহারকারী অনুরোধ প্রত্যাহার করেছেন

Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু