ভূমিকা

Google-এর অন্যতম উদ্দেশ্য হল পৃথিবীর সব তথ্য এক জায়গায় একত্রিত করা ও তা বিশ্বের সকলের জন্য উপলভ্য ও উপযোগী করে তোলা। লোকেশন সংক্রান্ত তথ্য এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাড়ি চালানোর দিকনির্দেশ থেকে শুরু করে আপনার সার্চ ফলাফলে আশেপাশের জিনিসগুলি দেখানো, কোনও রেস্তোরাঁয় ভিড় থাকলে তা দেখানোর মাধ্যমে লোকেশন সংক্রান্ত তথ্য Google-এর সমস্ত পরিষেবায় আপনার অভিজ্ঞতাকে আরও প্রাসঙ্গিক এবং উপযোগী করে তোলে।

এছাড়াও লোকেশন সংক্রান্ত তথ্য প্রোডাক্টের কিছু মূল সুবিধা প্রদান করতে সাহায্য করে যেমন, কোনও ওয়েবসাইটকে সঠিক ভাষায় দেখানো বা Google-এর পরিষেবাগুলিকে নিরাপদ রাখতে সাহায্য করা।

আপনি যখন Google-এর প্রোডাক্ট এবং পরিষেবা ব্যবহার করেন তখন Google লোকেশন সংক্রান্ত তথ্য সহ ডেটা কীভাবে ব্যবহার করে তার বিবরণ Google-এর গোপনীয়তা নীতিতে দেওয়া আছে। Google লোকেশনের যেসব তথ্য ব্যবহার করে তার বিষয়ে অতিরিক্ত তথ্য এবং লোকেশন তথ্য যেভাবে ব্যবহার করে তা আপনি কীভাবে নিয়ন্ত্রণ করবেন সেই বিষয়ে অতিরিক্ত তথ্য এই পৃষ্ঠায় দেওয়া হয়েছে। ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য কিছু ডেটা ব্যবহার ও ম্যানেজ করার বিষয়টি পরিবর্তিত হতে পারে। Google এর Google অ্যাকাউন্ট এর জন্য গোপনীয়তা বিজ্ঞপ্তি এবং বাচ্চাদের জন্য প্রোফাইল Family Link ব্যবহার করে ম্যানেজ করা এবং Google-এর কিশোরদের জন্য গোপনীয়তা সম্পর্কিত গাইড-এ আরও জানুন।

Google কীভাবে লোকেশন সম্পর্কিত তথ্য পাঠায়?

Google নানাভাবে লোকেশন সম্পর্কিত তথ্য ব্যবহার করে, এটি নির্ভর করে পরিষেবা ও ফিচার কীভাবে ব্যবহার করা হচ্ছে এবং লোকজনের ডিভাইস ও অ্যাকাউন্ট সেটিংসের উরে। Google মূলত কোন কোন উপায়ে লোকেশন সম্পর্কিত তথ্য ব্যবহার করতে পারে, এখানে তার কয়েকটি বিবরণ দেওয়া হল।

অভিজ্ঞতা কার্যকরী করতে

Google প্রোডাক্ট ও পরিষেবার সাথে ইন্টার‌্যাক্ট করার সময় ব্যবহারকারীদের প্রয়োজনীয় পরিষেবা প্রদান করতে, Google লোকেশন সংক্রান্ত তথ্য ব্যবহার করতে বা সেভ করতে পারে। যেমন, প্রাসঙ্গিক স্থানীয় ও দ্রুত সার্চ ফলাফল দেখানো, লোকজনের দৈনন্দিন যাতায়াতের জন্য ট্রাফিকের পূর্বাভাষ দেওয়া এবং ব্যক্তিগত প্রয়োজনীয়তা অনুসারে সাজেশন দেওয়ার মতো কাজগুলি করতে। যেমন, কখন সিনেমার শো রয়েছে তা সার্চ করছেন এমন কেউ অবশ্যই তার আশেপাশের সিনেমা হলেই যেতে চাইবেন, অন্য শহরে নয়। Google Maps-এ, লোকেশন সংক্রান্ত তথ্য, লোকজনকে ম্যাপে তাদের লোকেশন খুঁজে নিতে সহায়তা করে এবং তারা যে জায়গায় যেতে চান সেখানে পৌঁছাতে সাহায্য করে।

লোকজন যেসব জায়গায় গিয়েছিলেন তা তাদের মনে রাখতে সাহায্য করতে

টাইমলাইন ব্যবহার করে লোকজন নিজেদের ডিভাইস নিয়ে যেসব জায়গায় যান সেগুলি মনে রাখার বিকল্প বেছে নিতে পারেন। টাইমলাইন ব্যবহার করার জন্য লোকেশন ইতিহাস চালু করতে পারেন, এটি একটি Google অ্যাকাউন্ট সেটিং যা আপনি যেসব জায়গায় গিয়েছেন এবং যেসব রাস্তা দিয়ে গিয়েছেন সেগুলির ব্যক্তিগত ম্যাপ তৈরি করে। আপনি লোকেশন ইতিহাস ব্যবহার করতে চাইলে আপনার Google অ্যাপ খোলা না থাকলেও আপনার ডিভাইসের সুনির্দিষ্ট লোকেশন একটি ব্যক্তিগত ম্যাপে সেভ করা হয়ে থাকে। এই তথ্য টাইমলাইনে দেখা বা এটি থেকে মুছে ফেলা যেতে পারে।

লোকজনকে দ্রুত জিনিস খুঁজে পেতে এবং আরও সুবিধাজনক ফলাফল পেতে সাহায্য করতে

যেমন, ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি এমন একটি Google অ্যাকাউন্ট সেটিংস যা ব্যবহার করে লোকজন তাদের অ্যাক্টিভিটি সংক্রান্ত ডেটা ও অ্যাসোসিয়েট তথ্য সেভ করতে পারেন, যেমন লোকেশন। এর ফলে Google পরিষেবা জুড়ে সাইন-ইন করে থাকলে লোকজন আরও পছন্দসই অভিজ্ঞতা পেতে পারেন। যেমন, Search হয়ত এমন ফলাফল দেখায় যা অতীতে আপনার সার্চ করা সাধারণ এলাকার সাথে প্রাসঙ্গিক।

আরও প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাতে

আরও প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানোর ব্যাপারে আপনার লোকেশন সম্পর্কিত তথ্য Google-কে সাহায্য করতে পারবে। আপনি যখন কোনও কিছু সার্চ করেন, যেমন, “আমার কাছাকাছি জুতোর দোকান,” তখন আপনার কাছাকাছি জুতোর দোকানের বিজ্ঞাপন দেখানোর জন্য লোকেশন সম্পর্কিত তথ্য ব্যবহার করা হতে পারে। অথবা মনে করুন যে আপনি পোষ্যর বিমা সংক্রান্ত সার্চ করছেন, আলাদা এলাকার বিজ্ঞাপনদাতারা আলাদা সুবিধা দেখাতে পারে। বিজ্ঞাপন দেখাতে কীভাবে লোকেশন সম্পর্কিত তথ্য ব্যবহার করা হয় সেই সম্পর্কে আরও জানুন

অভিজ্ঞতা আরও নিরাপদ করতে

Google, কিছু প্রাথমিক পরিষেবা প্রদান করার জন্য আপনার লোকেশন সম্পর্কিত তথ্য ব্যবহার করে যেমন, সন্দেহজনক অ্যাক্টিভিটি শনাক্ত করার মাধ্যমে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে বা নতুন কোনও শহর থেকে সাইন-ইন করার ক্ষেত্রে।

পরিচয় গোপন করে কমিউনিটি সংক্রান্ত জনপ্রিয় ভিডিও ও অনুমান দেখানো এবং রিসার্চ করার জন্য

এছাড়াও Google গবেষণা এবং কমিউনিটি ট্রেন্ড দেখাতে এগ্রিগেট করা ও পরিচয় গোপন করা লোকেশন সংক্রান্ত তথ্য ব্যবহার করে।

আরও কোন কোন উপায়ে লোকেশন সম্পর্কিত তথ্য ব্যবহার করা হয় তা দেখতে, Google-এর গোপনীয়তা নীতি দেখুন।

আমার Android ডিভাইস ও অ্যাপে কীভাবে লোকেশন কাজ করে?

আপনার ডিভাইসের লোকেশন থেকে স্থানীয় সার্চ ফলাফল, যাতায়াতের পূর্বাভাষ ও কাছাকাছি রেস্তোরাঁ পেতে পারেন। লোকেশন পরিষেবা আপনার ডিভাইসের লোকেশন অনুমান করতে পারবে কিনা, সেটি আপনার মোবাইল ফোন অথবা ট্যাবলেটের Android ডিভাইস সেটিংস থেকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও, আপনার ডিভাইসের নির্দিষ্ট অ্যাপ ও পরিষেবা, ডিভাইসের লোকেশন ব্যবহার করতে পারবে কিনা তাও কন্ট্রোল করতে পারবেন।

কীভাবে ডিভাইসের লোকেশন ব্যবহার হয় তা আপনি অ্যাপে কন্ট্রোল করতে পারবেন

ডিভাইসের লোকেশন ব্যবহার করার অনুমতি কোন কোন অ্যাপের থাকে, আপনার Android ডিভাইস সেটিংস থেকে তা কন্ট্রোল করতে পারবেন। কোনও অ্যাপ সুনির্দিষ্ট বা আনুমানিক লোকেশন অ্যাক্সেস করতে পারবে কিনা, সেটিংস থেকে তা বেছে নেওয়ার নিয়ন্ত্রণ আপনার আছে। আমরা কন্ট্রোল করার সু্বিধা যোগ করেছি, যার ফলে আপনি অ্যাপের লোকেশন অ্যাক্সেস করা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারবেন। অ্যাপ আপনাকে জিজ্ঞাসা করবে, কোনও অ্যাপ যেকোনও সময়, শুধুমাত্র অ্যাপ ব্যবহার করাকালীন, প্রত্যেক বার অথবা আদৌ কখনও ডিভাইসের লোকেশন অ্যাক্সেস করতে পারবে কিনা। আপনার ডিভাইসে Android-এর কোন ভার্সন চলছে তার উপরে এইসব সেটিংস ও কন্ট্রোলের উপলভ্যতা নির্ভর করে। আরও জানুন

আপনার ডিভাইস লোকেশন কীভাবে কাজ করে

জিপিএস, সেন্সর (যেমন অ্যাকসিলরোমিটার, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার ও ব্যারোমিটার), মোবাইল নেটওয়ার্ক সিগন্যাল ও ওয়াই-ফাই সিগন্যাল সহ আলাদা আলাদা ইনপুট ব্যবহার করে, Android ডিভাইস লোকেশন অনুমান করে, যা নির্ভর করে আপনার ডিভাইস সেটিংসের উপরে। যথাসম্ভব নিখুঁত লোকেশন অনুমান করার জন্য, যেসব ডিভাইসে প্রয়োজনীয় অনুমতি রয়েছে সেগুলির অ্যাপ ও পরিষেবায় এইসব ইনপুট ব্যবহার করা হতে পারে। Android ডিভাইসের লোকেশন সেটিংস সম্পর্কে আরও জানুন

ডিভাইসের লোকেশন অনুমান করার জন্য মোবাইল ও ওয়াই-ফাই নেটওয়ার্ক সিগন্যাল, Android-কে সাহায্য করতে পারে। বিশেষ করে এমন পরিবেশে যেখানে জিপিএস সিগন্যাল উপলভ্য নেই বা ঠিকমতো কাজ করছে না, এর মধ্যে ঘনবসতিপূর্ণ শহরাঞ্চল অথবা ইন্ডোর অন্তর্ভুক্ত। Google লোকেশন অ্যাকুরেসি (GLA, যা Google লোকেশন সার্ভিস নামেও পরিচিত) হল এমন একটি Google পরিষেবা যা ডিভাইসের লোকেশন অনুমান করতে এইসব সিগন্যাল ব্যবহার করে।

চালু থাকা অবস্থায় এটিতে আরও নিখুঁত লোকেশনের সুবিধা দিতে, কোনও নির্দিষ্ট ব্যক্তির সাথে সম্পর্কিত নয় এমন সাময়িক রোটেটিং ডিভাইস আইডেন্টিফায়ার ব্যবহার করে আপনার Android ডিভাইস থেকে GLA, পর্যায়ক্রমে লোকেশন সম্পর্কিত তথ্য সংগ্রহ করে—এর মধ্যে রয়েছে জিপিএস এবং ওয়াই-ফাই অ্যাক্সেস পয়েন্ট সংক্রান্ত তথ্য, মোবাইল নেটওয়ার্ক ও ডিভাইস সেন্সর। লোকেশন অ্যাকুরেসি উন্নত করতে ও লোকেশন ভিত্তিক পরিষেবা দিতে GLA এই তথ্য ব্যবহার করে, এর মধ্যে ওয়াই-ফাই অ্যাক্সেস পয়েন্ট ও মোবাইল নেটওয়ার্ক টাওয়ার দিয়ে Crowdsource করা ম্যাপ বিল্ডিং অন্তর্ভুক্ত।

আপনার Android ডিভাইসের লোকেশন সেটিংস থেকে যে কোনও সময় GLA বন্ধ করতে পারবেন। এমনকি GLA বন্ধ করা থাকলেও আপনার Android ডিভাইসের লোকেশন কাজ করা চালিয়ে যাবে এবং ডিভাইসের লোকেশন অনুমান করার জন্য শুধুমাত্র জিপিএস ও ডিভাইস সেন্সরে উত্তর দেবে।

Google কীভাবে আমার লোকেশন জানতে পারে?

আপনার ব্যবহার করা কিছু পরিষেবা ও প্রোডাক্ট আরও সহায়ক করে তোলার ব্যাপারে সাহায্য করতে, Google আপনার ব্যবহার করা প্রোডাক্ট ও বেছে নেওয়া সেটিংসের উপরে নির্ভর করে লোকেশন সংক্রান্ত বিভিন্ন তথ্য ব্যবহার করতে পারে।

রিয়েল-টাইম সিগন্যাল থেকে লোকেশন সংক্রান্ত এই তথ্য আসতে পারে, যেমন আপনার IP অ্যাড্রেস অথবা আপনার ডিভাইস এবং এছাড়াও Google Sites ও পরিষেবায় আপনার সেভ করা অ্যাক্টিভিটি। এইসব Google মুখ্য পন্থা অবলম্বন করে তথ্য পেতে পারে।

আপনার IP অ্যাড্রেস থেকে

IP অ্যাড্রেসকে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বলা হয়, একটি নম্বর যা আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার দ্বারা আপনার ডিভাইস বা আপনার কম্পিউটারের জন্য অ্যাসাইন করা হয়। আপনার ব্যবহার করা ওয়েবসাইট ও পরিষেবা এবং আপনার ডিভাইসের মধ্যে কানেকশন তৈরি করতে IP অ্যাড্রেস ব্যবহার হয়।

অন্যান্য অনেক ইন্টারনেট পরিষেবার মতো, আপনি যে এলাকায় রয়েছেন সেখানের কিছু প্রাথমিক পরিষেবা—প্রাসঙ্গিক তথ্য, যেমন এখন কটা বাজে অথবা সন্দেহজনক অ্যাক্টিভিটি মুছে দিয়ে আপনার অ্যাকাউন্ট নিরাপদ রেখে দেওয়া, যেমন নতুন কোনও শহর থেকে সাইন-ইন করা—দিতে Google, সাধারণ এলাকা সম্পর্কে তথ্য ব্যবহার করতে পারে।

মনে রাখবেন: ইন্টারনেট ট্রাফিক পাঠানোর ও পাওয়ার জন্য ডিভাইসের একটি IP অ্যাড্রেস প্রয়োজন হয়। IP অ্যাড্রেস মোটামুটিভাবে ভৌগোলিক লোকেশনের ভিত্তিতে হয়। এর মানে হল, google.com সহ আপনার ব্যবহার করা যেকোনও অ্যাপ, পরিষেবা অথবা ওয়েবসাইট, হয়ত আপনার IP অ্যাড্রেস থেকে পাওয়া সাধারণ এলাকা সম্পর্কে কিছু তথ্য অনুমান ও ব্যবহার করতে পারবে।

আপনার সেভ করা অ্যাক্টিভিটি থেকে

আপনি যদি আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করে থাকেন এবং 'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি' চালু করা থাকে, Google Sites, অ্যাপ এবং পরিষেবায় আপনার অ্যাক্টিভিটি ডেটা আপনার অ্যাকাউন্টের 'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটিতে' সেভ করা হতে পারে। Google পরিষেবা ব্যবহারের সময় যে সাধারণ এলাকায় আপনি ছিলেন সেগুলো সম্পর্কে কিছু অ্যাক্টিভিটি অন্তর্ভুক্ত হতে পারে। আপনি সাধারণ এলাকা সম্পর্কে কিছু সার্চ করলে, আপনার সার্চ কমপক্ষে ৩ বর্গ কিমি জুড়ে হবে বা অন্ততপক্ষে ১,০০০ মানুষ বসবাস করে এরকম স্থান পর্যন্ত আপনার সার্চ বাড়িয়ে নিতে পারেন। আপনার গোপনীয়তা সুরক্ষিত রাখতে সহায়তা করে।

কিছু ক্ষেত্রে, আপনার সার্চ করা একটি প্রাসঙ্গিক স্থানের জন্য আপনার আগের সার্চ করা কোনও লোকেশনের তথ্য ব্যবহার করা হতে পারে। যেমন, চেলসিতে থাকাকালীন আপনি যদি কোনও কফি শপ সার্চ করে থাকেন ভবিষ্যতে কোনও সার্চ করা হলে Google চেলসির জন্য ফলাফল দেখাতে পারে।

আমার অ্যাক্টিভিটি বিকল্প থেকে আপনি 'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি' দেখতে এবং কন্ট্রোল করতে পারবেন।

আপনি Google অ্যাকাউন্টে সাইন-ইন না করে থাকলে, আরও প্রাসঙ্গিক ফলাফল ও সাজেশন দেওয়ার ব্যাপারে সাহায্য করতে, আপনি যে ডিভাইস ব্যবহার করছেন সেখানে আগে করা সার্চ থেকে Google কিছু লোকেশন সম্পর্কিত তথ্য স্টোর করতে পারে। আপনি Search কাস্টমাইজ করা বন্ধ করে রাখলে, আপনার লোকেশন অনুমান করার জন্য Google আগে করা সার্চ অ্যাক্টিভিটি ব্যবহার করবে না। কীভাবে সার্চ ও গোপনে ব্রাউজ করতে হয় সেই সম্পর্কে আরও জানুন।

আপনার সেভ করা বাড়ি অথবা অফিসের ঠিকানা থেকে

আপনার Google অ্যাকাউন্টে, আপনার বাড়ি বা অফিসের মতো গুরুত্বপূর্ণ ঠিকানা সেভ করে রাখার জন্য বেছে নিতে পারেন। আপনার বাড়ি বা অফিসের ঠিকানা সেট করে রাখলে, দিকনির্দেশ পাওয়া অথবা আপনার বাড়ি বা অফিসের কাছাকাছি সার্চ ফলাফল এবং আরও উপযুক্ত বিজ্ঞাপন দেখানোর মতো কাজ আরও সহজে করার ক্ষেত্রে সাহায্য করতে পারবে।

আপনার Google অ্যাকাউন্ট থেকে যেকোনও সময় আপনার বাড়ি অথবা অফিসের ঠিকানা এডিট করতে মুছতে পারবেন।

আপনার ডিভাইস থেকে

আপনার ডিভাইস থেকে Google অ্যাপ কীভাবে লোকেশন ব্যবহার করে

ডিভাইসে এমন সেটিংস অথবা অনুমতি রয়েছে যা ব্যবহার করে অ্যাপে আপনার সুনির্দিষ্ট লোকেশন উপলভ্য হবে কিনা তা আপনি কন্ট্রোল করতে পারবেন, এর মধ্যে SearchMaps-এর মতো Google-এর অ্যাপ অন্তর্ভুক্ত। Google Maps-এর মতো অ্যাপে নির্দেশিকা দিতে অথবা কাছাকাছি সার্চ ফলাফলের কার্যকরী সহায়তা পেতে এই ধরনের সুনির্দিষ্ট লোকেশন খুবই কার্যকরী। যেমন, সুনির্দিষ্ট লোকেশন সেটিংস অথবা অনুমতি চালু করা থাকলে, স্থানীয় জায়গা ও আবহাওয়া সংক্রান্ত তথ্যের ব্যাপারে আপনি আরও প্রাসঙ্গিক সার্চ ফলাফল পাবেন।

iOS এবং Android দুটিতেই অ্যাপ লোকেশনের অনুমতি চালু বা বন্ধ করার সেটিংস থাকে। লোকেশন অনুসারে সুবিধা ও পরিষেবা দিতে অ্যাপকে আপনার লোকেশনের তথ্য ব্যবহারের অনুমতি দেওয়া যেতে পারে। মনে রাখবেন, কখনও কখনও আপনার সুনির্দিষ্ট লোকেশন সম্পর্কিত তথ্য অস্থায়ীভাবে যাতে সেভ করা যায়, তা অ্যাপের জন্য মাঝে মাঝে জরুরি হয়ে পড়ে। এর ফলে অ্যাপ আপনাকে সাহায্যকারী ফলাফল দ্রুত দিতে পারে। একই সাথে লোকেশন আপডেট না করে ব্যাটারি সাশ্রয় করতে পারে।

কিছু অ্যাপের ব্যাকগ্রাউন্ডে আপনার ডিভাইসের লোকেশন অ্যাক্সেসের প্রয়োজন হয়, যেমন Find My Device অ্যাপ, বা 'লোকেশন শেয়ারিং'-এর মতো নির্দিষ্ট কিছু ফিচার।

আপনার Android ডিভাইসে লোকেশন কীভাবে কাজ করে সেই ব্যাপারে আরও তথ্যের জন্য এখানে দেখুন।

আমার Google অ্যাকাউন্টে কীভাবে লোকেশন ইতিহাস এবং ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি সেভ করা থাকে?

Over the coming months and continuing in 2024, the Location History setting will change. Current Location History users are being notified when this change affects their account and, once they are notified, they will begin seeing the name Timeline in their account and app settings. For those already using Timeline, including users who turned on Timeline directly, the information provided in this page about location data in Location History applies to their use of Timeline. Learn more.

লোকেশন ইতিহাস এবং ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি

লোকেশন ইতিহাস এবং ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি হল Google অ্যাকাউন্ট সেটিংস যা লোকেশন ব্যবহার করে। এক নজরে প্রতিটির সম্পর্কে দেওয়া হল। মনে রাখবেন, অন্যান্য ফিচার অথবা প্রোডাক্ট লোকেশন সম্পর্কিত তথ্য সংগ্রহ অথবা স্টোরও করতে পারে।

লোকেশন ইতিহাস

আপনি লোকেশন ইতিহাস চালু রাখলে, আপনি যে সমস্ত জায়গায় গিয়েছিলেন এবং যেসব রুটে ভ্রমণ করেছেন এবং যেসব ট্রিপে গেছেন, টাইমলাইন সেগুলি নিয়ে একটি ব্যক্তিগত ম্যাপ তৈরি করে, সেগুলি মনে রাখতে সহায়তা করে।

ডিফল্ট হিসেবে লোকেশন ইতিহাস বন্ধ করা থাকে। আপনি লোকেশন ইতিহাস চালু করলে, লোকেশন জানানোর সেটিংস থাকা প্রতিটি উপযুক্ত মোবাইল ডিভাইসে তা চালু হয়ে গিয়ে আপনার ডিভাইসের সুনির্দিষ্ট লোকেশন নিয়মিত সেভ করতে থাকে। এইসব ডিভাইসের লোকেশন আপনার Timeline তৈরি করতে ব্যবহার করতে হয়, এমনকি যখন Google অ্যাপ ব্যবহার করা হয় না তখনও।

সকলের জন্য Google সংক্রান্ত অভিজ্ঞতা আরও কার্যকরী করতে, এইসব ক্ষেত্রে লোকেশন ইতিহাস ব্যবহার করা হতে পারে

  • পরিচয় গোপন করে দেওয়া লোকেশন সম্পর্কিত তথ্যের ভিত্তিতে খুব ভিড় হওয়ার সময়ের ও এনভায়রনমেন্টাল ইনসাইটের মতো তথ্য দেখানো
  • প্রতারণা ও অপব্যবহার শনাক্ত করে তা আটকানো
  • বিজ্ঞাপনের প্রোডাক্ট সহ Google পরিষেবা উন্নত ও ডেভেলপ করা

এছাড়া লোকেশন ইতিহাস, বিজ্ঞাপন দেখে লোকজনের তাদের স্টোরে আসার সম্ভবনা কতটা তা অনুমান করতে ব্যবসাকে সহায়তা করে

আপনি যেকোনও সময়ে আপনার টাইমলাইনে সেভ করা তথ্য পর্যালোচনা করতে, এডিট করতে এবং মুছে ফেলতে পারেন। লোকেশন ইতিহাস চালু করেছেন কিনা তা দেখতে আপনার অ্যাক্টিভিটি কন্ট্রোল বিকল্পে যান। সেখানে, লোকেশন ইতিহাস সেটিং এবং কোন ডিভাইসগুলি নিজেদের লোকেশন রিপোর্ট করছে সেগুলি কন্ট্রোল করতে পারবেন।

লোকেশন ইতিহাস সেটিংসের অংশ হিসেবে আপনার সুনির্দিষ্ট লোকেশন কত ঘন ঘন সংগ্রহ করা হবে তা পরিবর্তিত হয়। যেমন, আপনি Google Maps-এ 'নেভিগেশন' বিকল্প ব্যবহার করতে থাকলে, এটি হয়ত প্রতি মিনিটে বহু বার লোকেশন সংগ্রহ করে রেখেছে। তবে আপনার ফোন সক্রিয়ভাবে ব্যবহার না করলে এটি কয়েক ঘণ্টায় একবার করে লোকেশন সংগ্রহ করবে।

লোকেশন ইতিহাস সংক্রান্ত ডেটা কতদিন পর্যন্ত সেভ করা থাকবে তা আপনার সেটিংসের ওপর নির্ভর করে—৩, ১৮, বা ৩৬ মাসের পুরনো তথ্য অটোমেটিক মুছে যাবে বা আপনার মুছে না দেওয়া পর্যন্ত তথ্যের রেকর্ড রেখে দেওয়ার বিকল্প বেছে নিতে পারবেন।

মনে রাখবেন

আপনি লোকেশন ইতিহাস বন্ধ করে দিলে

  • মুছে না ফেলা পর্যন্ত আপনার সেভ করা আগের কোনও লোকেশন ইতিহাসের ডেটা Google স্টোর করতে থাকবে, বা অটোমেটিক মুছে দিন সেটিংসের অংশ হিসেবে আপনার বেছে নেওয়া একটা সময়সীমার পর এটি মুছে দেওয়া হবে।
  • লোকেশন ইতিহাস বন্ধ করে দিলেও, কীভাবে 'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি' আপনার লোকেশন সংক্রান্ত তথ্য সেভ করে বা আপনার IP অ্যাড্রেস অনুসারে অন্য Google প্রোডাক্ট দ্বারা ব্য়বহার করা হয়, তা প্রভাবিত হয় না। আপনার কাছে এখনও অন্যান্য সেটিংস থাকতে পারে যেগুলি আপনার লোকেশন সংক্রান্ত তথ্য সেভ করে।

লোকেশন ইতিহাস চালু করেছেন কিনা তা দেখতে আপনার অ্যাক্টিভিটি কন্ট্রোল বিকল্পে যান। আরও জানুন

ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি

Maps, Search এবং অন্যান্য Google পরিষেবায় আপনাকে পছন্দমতো অভিজ্ঞতা প্রদান করতে, 'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি' ডেটা ব্যবহার করা হয়। এছাড়াও আপনার বিজ্ঞাপন সেটিংসের ওপর ভিত্তি করে আরও প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাতে এটা ব্যবহার করা হয়। আপনি যে যে ডিভাইসে আপনার অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করেছেন, 'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি' আপনার সেই সব ডিভাইস জুড়ে কাজ করে।

'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি' চালু করা থাকলে আপনি Google পরিষেবা জুড়ে যা করেছেন, Google সেই সম্পর্কিত ডেটা আপনার অ্যাকাউন্টের ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটিতে সেভ করে রাখবে। এতে অন্তর্ভুক্ত সাধারণ এলাকার মতো সংশ্লিষ্ট তথ্য, যেখানে আপনি Google পরিষেবা ব্যবহার করেছেন।

যেমন, আবহাওয়া সংক্রান্ত তথ্য সার্চ করে আপনার ডিভাইস থেকে পাঠানো লোকেশনের ফলাফল পেলে, সার্চ করার সময় আপনার ডিভাইসের সাধারণ এলাকা সহ এই অ্যাক্টিভিটি আপনার ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটিতে সেভ হয়ে যায়। আপনার ডিভাইসের পাঠানো সুনির্দিষ্ট লোকেশন স্টোর করা হয় না, শুধুমাত্র লোকেশনের সাধারণ এলাকা স্টোর করা হয়। IP অ্যাড্রেস অথবা আপনার ডিভাইস থেকে সেভ করা লোকেশন আসতে পারে, যা ভবিষ্যতে সার্চ করার সময় প্রাসঙ্গিক লোকেশন জানার ব্যাপারে Google-কে সাহায্য করার জন্য ব্যবহার করা হতে পারে। ৩০ দিন পর এই সেভ করা লোকেশন আপনার ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি থেকে অটোমেটিক মুছে যায়।

আপনার জন্য প্রাসঙ্গিক সাধারণ এলাকা নির্ধারণ করতে 'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি ডেটা' Google কে সহায়তা করে এবং আপনি সেই সব এলাকা সার্চ করলে সেগুলির সার্চ ফলাফল অন্তর্ভুক্ত করে।

আপনি পর্যালোচনা করে আপনার ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটিতে লোকেশন ও অন্য তথ্য মুছতে অথবা আপনার অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ সেটিংস ভিজিট করে এটি বন্ধ করে দিতে পারবেন। ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি বন্ধ করে দিলে আপনার ভবিষ্যতের অ্যাক্টিভিটি ডেটা সেভ করা বন্ধ হয়ে যাবে।

মনে রাখবেন

যখন আপনি 'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি' বন্ধ করে রাখেন

  • এখন আপনার সেভ করা অ্যাক্টিভিটি থাকতে পারে, আপনি মুছে না ফেলা পর্যন্ত সেটি ব্যবহার করা হতে পারে। আপনি যেকোনও সময় এটা মুছে ফেলতে পারেন। তবুও আপনার সেভ করা লোকেশন সম্পর্কিত তথ্য ৩০ দিন পর অটোমেটিক মুছে যাবে।
  • ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি বন্ধ থাকলে কেমন লোকেশন তথ্য সেভ হয়েছে বা অন্যান্য সেটিংস যেমন লোকেশন ইতিহাস কেমন তথ্য ব্যবহার করেছে তা প্রভাবিত করে না। IP অ্যাড্রেস সহ অন্য সেটিংসের অংশ হিসেবে এখনও অন্যান্য লোকেশনের তথ্য সেভ রাখতে পারে।

'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি' চালু করেছেন কিনা তা দেখতে অ্যাক্টিভিটি কন্ট্রোল বিকল্পে যান। আরও জানুন

ছদ্মনামে থাকা অথবা পরিচয় গোপন করা লোকেশন সম্পর্কিত তথ্য Google কীভাবে ব্যবহার করে?

লোকজনের গোপনীয়তা বজায় রাখা আরও উন্নত করার ব্যাপারে সাহায্য করতে, পরিচয় গোপন করে ও ছদ্মনামে দেওয়া লোকেশন সম্পর্কিত তথ্য Google ব্যবহার করে। সাধারণত পরিচয় গোপন করে দেওয়া তথ্য কোনও ব্যক্তির সাথে অ্যাসোসিয়েট করা যায় না। অনন্যভাবে শনাক্তযোগ্য ব্যক্তির সাথে ছদ্মনামে দেওয়া তথ্য যুক্ত করা যেতে পারে, যেমন নম্বরের স্ট্রিং কিংবা ব্যক্তির অ্যাকাউন্টের নাম অথবা ইমেল আইডির মতো আরও ব্যক্তিগতভাবে শনাক্তকরণযোগ্য তথ্য। নিজের প্রোডাক্ট ও পরিষেবায় বিজ্ঞাপন ও ট্রেন্ডের মতো বিষয়ের উদ্দেশ্যে পরিচয় গোপন করে ও ছদ্মনামে দেওয়া লোকেশন সম্পর্কিত তথ্য Google ব্যবহার করতে পারে।

ব্যবহারকারীরা হয়ত লোকেশন তথ্যের সাথে লিঙ্ক করা নির্দিষ্ট ছদ্মনাম শনাক্তকারীগুলি রিসেট করতে পারবেন। যেমন, লোকজন তাদের Android ডিভাইসে বিজ্ঞাপন আইডি রিসেট করে নির্দিষ্ট ছদ্মনাম শনাক্তকারীগুলি রিসেট করতে পারেন। এছাড়া, Google ব্যবহারকারীর গোপনীয়তা উন্নত করতে নির্দিষ্ট ছদ্মনাম শনাক্তকারী অটোমেটিক রিসেট করে, এতে GLA অন্তর্ভুক্ত, ব্যবহারকারীরা তাদের ডিভাইসে লোকেশন-ভিত্তিক পরিষেবা উন্নত করতে এবং আরও সঠিক লোকেশন সংক্রান্ত তথ্য পেতে এই ডিভাইস সেটিং নিয়ন্ত্রণ করতে পারে।

আলাদাভাবে, পরিচয় গোপন করে দেওয়া লোকেশন সম্পর্কিত তথ্য Google ব্যবহার করতে পারে। যেমন, লোকজন Google Maps-এর উপরে থাকা কোনও রেস্তোরাঁ ও পার্কের মতো জায়গায় ট্যাপ করতে পারবেন এবং কোনও এলাকায় ওইসব জায়গার ট্রেন্ড দেখতে পারবেন। ট্রেন্ড তৈরি করতে লোকেশন সম্পর্কিত তথ্য ব্যবহার করা হয়, যেমন খুব ভিড়ের সময়, এটি কোনও ব্যক্তিকে শনাক্ত করার জন্য ব্যবহার করতে পারা যায় না। দেওয়ার মতো যথেষ্ট সুনির্দিষ্ট এবং পরিচয় গোপন করা রয়েছে এমন ব্যস্ততা সংক্রান্ত পর্যাপ্ত তথ্য Google-এর কাছে না থাকলে, এটি Google-এ দেখা যায় না।

এছাড়া, Google সাইন-আউট করে থাকা ব্যবহারকারীদের অন্যান্য উপায়ে নিজেদের ব্রাউজার বা ডিভাইসের সাথে সংশ্লিষ্ট তথ্য ম্যানেজ করার সুযোগ দেয়, এতে অন্তর্ভুক্ত Search কাস্টমাইজেশন সেটিং, YouTube সেটিংস এবং বিজ্ঞাপন সেটিংস। আরও জানুন

Google কীভাবে লোকেশন সংক্রান্ত তথ্য ব্যবহার করে সে বিষয়ে Google-এর গোপনীয়তা নীতি থেকে আরও জানুন। Google কীভাবে সংগ্রহ করা ডেটা রেখে দেয় এবং Google কীভাবে প্রকৃত ডেটার পরিচয় গোপন করে সে বিষয়ে আরও জানুন।

Google কত দিন লোকেশন সম্পর্কিত তথ্য রেখে দেয়?

আমরা কী কী উপায়ে Google সংগ্রহীত লোকেশন সংক্রান্ত তথ্য সহ ব্যবহারকারীর ডেটার রেকর্ড রাখি তার বর্ণনা Google-এর গোপনীয়তা নীতিতে দেওয়া আছে। লোকেশন সংক্রান্ত তথ্য বিভিন্ন সময়সীমার জন্য সংগ্রহ করা হয়, এটি কী ধরনের তথ্য, কীভাবে ব্যবহার করা হয় এবং লোকজন কীভাবে তাদের সেটিংস কনফিগার করেন তার ভিত্তিতে এটি করা হয়।

আপনি মুছে না দেওয়া পর্যন্ত লোকেশন সংক্রান্ত কিছু তথ্য আপনার Google অ্যাকাউন্টে সেভ থাকে।

  • রেকর্ড রাখা এবং মুছে দেওয়া নিয়ন্ত্রণ করা: লোকেশন ইতিহাস এবং 'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি' উভয়তেই অটোমেটিক মুছে দেওয়ার বিকল্প আছে, যা ৩, ১৮ বা ৩৬ মাসের পর অটোমেটিক ডেটা মুছে দেয়। এছাড়া, আপনি টাইমলাইন এবং 'আমার অ্যাক্টিভিটি' বিকল্পে গিয়ে এই ডেটা দেখতে পাবেন, এছাড়া নিজের পছন্দমতো নির্দিষ্ট অ্যাক্টিভিটি বা বাল্ক-ডেটা মুছে দিতে পারেন। আপনি যেকোনও সময় এইসব সেটিংস বা নিজের অটোমেটিক মুছে দেওয়ার বিকল্প পরিবর্তন করতে পারবেন।
  • লোকেশন সম্পর্কিত তথ্য সেভ করা: Google প্রোডাক্ট ও পরিষেবার উপরে নির্ভর করে আপনার Google অ্যাকাউন্টে লোকেশন সম্পর্কিত তথ্য সেভ করা হতে পারে। যেমন, আপনি Photos-এ লোকেশন ট্যাগ অথবা Maps-এ বাড়ি বা অফিসের ঠিকানা যোগ করতে পারেন। লোকেশন সংক্রান্ত এই তথ্য আপনি মুছতে পারবেন।

আপনি ডেটা মুছে দিলে, এই ডেটা নিরাপদে এবং সম্পূর্ণভাবে আপনার অ্যাকাউন্ট থেকে মুছে দিতে Google একটি নীতি অনুসরণ করে, যাতে এই ডেটা আর ফিরিয়ে আনা না যায়। প্রথমে, আপনার মুছে দেওয়া অ্যাক্টিভিটি ভিউ থেকে সরিয়ে দেওয়া হয় এবং এটি আপনাকে পছন্দমতো Google অভিজ্ঞতা প্রদান করার জন্য় আর ব্যবহার করা হয় না। এরপর, Google স্টোরেজ সিস্টেম থেকে এই ডেটা নিরাপদে এবং সম্পূর্ণভাবে মুছে দেওয়ার জন্য, Google ডিজাইন করার প্রসেস শুরু করে। কীভাবে Google সংগ্রহ করা ডেটার রেকর্ড রেখে দেয় সে সম্পর্কে জানুন।

যেসব তথ্যের মেয়াদ নির্দিষ্ট সময়সীমার পরে শেষ হয়ে যায়

Google কীভাবে ডেটা রেখে দেয় লিঙ্কে করা বর্ণনা অনুযায়ী, লোকেশন সংক্রান্ত অন্য তথ্যের জন্য সময় নির্ধারণ করা থাকে —ম্যানুয়ালি মুছে দেওয়ার বদলে—এটি মুছে যাওয়ার আগে Google, আগে থেকে সেট করা সময় পর্যন্ত ডেটা স্টোর করে রাখে। এটি নিরাপদে ও সম্পূর্ণভাবে মোছার জন্য কতটা সময় লাগবে তা নির্ভর করে ডেটার ধরনের উপরে, যেমন:

  • Google ৯ মাস পরে IP অ্যাড্রেসের অংশ এবং ১৮ মাস পরে কুকি সংক্রান্ত তথ্য সরিয়ে দিয়ে সার্ভারের লগে বিজ্ঞাপন সংক্রান্ত ডেটার পরিচয় গোপন করে।
  • Google ৩০ দিন পরে IP-ভিত্তিক লোকেশন এবং ডিভাইস লোকেশন আপনার 'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি' থেকে মুছে দেয়।

সীমিত উদ্দেশ্যে আরও বেশি সময়ের জন্য তথ্য রেখে দেওয়া

Google-এর গোপনীয়তা নীতিতে করা বর্ণনা অনুযাযী, “বৈধ ব্যবসার ক্ষেত্রে অথবা আইনি প্রয়োজন, যেমন নিরাপত্তা, প্রতারণা এবং অপব্যবহার রোধ অথবা ফাইন্যান্সিয়াল রেকর্ড রক্ষার প্রয়োজনে কিছু ডেটা আমরা আরও দীর্ঘ সময়ের জন্য রেখে দিই।” আমাদের রেকর্ড রাখা সংক্রান্ত রীতি সম্পর্কে আরও জানুন।

লোকেশন সম্পর্কিত তথ্য কীভাবে বিজ্ঞাপনে ব্যবহার করা হয়?

আরও প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানোর ব্যাপারে সহায়তা করতে

আপনি যে বিজ্ঞাপন দেখেন সেটি আপনার লোকেশন তথ্যের ভিত্তিতে হতে পারে। সাধারণভাবে, প্রোডাক্টের ব্যবহার করা লোকেশন তথ্য যেখানে দেখানো হয়, Google-এ দেখানো বিজ্ঞাপনও সেই একই ধরনের তথ্য ব্যবহার করে। যেমন, আপনার সেটিংসের উপরে নির্ভর করে, আপনার ডিভাইস থেকে পাওয়া লোকেশন, IP অ্যাড্রেস, আগে করা অ্যাক্টিভিটি অথবা আপনার Google অ্যাকাউন্ট থেকে পাওয়া আপনার বাড়ি ও অফিসের ঠিকানার ভিত্তিতে Search ও অন্যান্য Google সারফেসে বিজ্ঞাপন দেখানো হতে পারে। এছাড়াও, আপনার দেশ অথবা আপনার আগ্রহের কোনও সাধারণ এলাকা আন্দাজ করার ব্যাপারে মেটাডেটা (যেমন, ব্রাউজারের টাইমজোন, ডোমেন, পৃষ্ঠার কন্টেন্ট, ব্রাউজারের ধরন, পৃষ্ঠার ভাষা) ব্যবহার করা হতে পারে। আপনার IP অ্যাড্রেস, VPN, প্রক্সি সার্ভিস অথবা অন্য নেটওয়ার্ক তথ্য থেকে পাওয়া লোকেশন সিগন্যাল ছাড়াও আমরা এই মেটাডেটার উপরে নির্ভর করতে পারি।

লোকেশন সংক্রান্ত তথ্য আপনার এলাকার জন্য আরও প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাতে সাহায্য় করে বা যেসব এলাকা আপনার জন্য গুরুত্বপূর্ণ সেখানে বিজ্ঞাপন দেখাতে সাহায্য় করে। যেমন, আপনার ডিভাইসের লোকেশন সেটিং চালু করা থাকলে এবং আপনি Google-এ আপনার আশেপাশে রোস্তোরাঁ সার্চ করলে, আপনার আশেপাশের রোস্তোরাঁর বিজ্ঞাপন দেখানোর জন্য আপনার বর্তমান ডিভাইস লোকেশন ব্যবহার করা হতে পারে। Google-এ দেখানো বিজ্ঞাপনের অংশ হিসেবে আশেপাশের ব্যবসা আপনার লোকেশন থেকে কত দূরে অবস্থিত তা দেখানো হবে।

এছাড়াও, আপনাকে আরও কার্যকরী বিজ্ঞাপন দেখাতে আপনার আগে করা ব্রাউজিং অথবা অ্যাপ অ্যাক্টিভিটি (যেমন আপনার করা সার্চ, ভিজিট করা ওয়েবসাইট, অথবা YouTube-এ আপনার দেখা ভিডিও) এবং ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি সেটিংয়ের অংশ হিসেবে সেট করা সাধারণ এলাকা Google ব্যবহার করতে পারে। যেমন, আপনি কাছাকাছি কোথা থেকে দুধ কিনবেন তা Google-এ সার্চ করলে, বাস অথবা ট্রেনের জন্য অপেক্ষা করার সময় প্রায়ই যেখান থেকে Google Search ব্রাউজ করেন, আপনি হয়ত সেই সাধারণ এলাকায় থাকা মুদিখানার দোকানের বিজ্ঞাপন দেখবেন।

বিজ্ঞাপনদাতারা শুধু সাধারণ এলাকায় টার্গেট করা বিজ্ঞাপন দেখাতে পারেন, যেমন দেশ, শহর এবং তাদের ব্যবসার কাছাকাছি এলাকা।

আমাদের Display Network-এ অতিরিক্ত তথ্যের জন্য়, সহায়তা কেন্দ্র-এ যান।

পারফর্ম্যান্স পরিমাপ করার ব্যাপারে বিজ্ঞাপনদাতাদের সাহায্য করতে

এছাড়া, কীভাবে Google পরিষেবা ব্যবহার করা হয় তা বোঝার অ্যানালিটিক্স এবং পরিমাপ দেখতে, Google লোকেশন সংক্রান্ত তথ্য ব্যবহার করতে পারে। ​যেমন, আপনি যদি লোকেশন ইতিহাস চালু করে থাকেন, অনলাইন বিজ্ঞাপনের কারণে লোকজন তাদের স্টোরে যাবেন কিনা তা বিজ্ঞাপনদাতাদের অনুমান করতে সাহায্য করার জন্য Google এই ডেটা ব্যবহার করে। শুধুমাত্র পরিচয় গোপন করে করা অনুমান, বিজ্ঞাপনদাতাদের সাথে শেয়ার করা হয়। ব্যক্তিগত তথ্য শেয়ার করা হয় না। এটি করতে, Google বিজ্ঞাপন ক্লিকের মতো আপনার অনলাইন অ্যাক্টিভিটি ডেটা বিজ্ঞাপনদাতার স্টোরের সাথে সম্পর্কিত লোকেশন ইতিহাসের সাথে কানেক্ট করে। আপনার লোকেশন ইতিহাস বিজ্ঞাপনদাতার থেকে শেয়ার করা হয় না।

Google-এর প্রোডাক্ট ও পরিষেবা উন্নত করতে

এছাড়া, Google বিজ্ঞাপন প্রোডাক্ট উন্নত করতে লোকেশন সংক্রান্ত তথ্য ব্যবহার করে। যেমন, আপনি ইন্টার‍্যাক্ট করেন এমন বিজ্ঞাপন সম্পর্কিত ডেটা, এতে অন্তর্ভুক্ত প্রাসঙ্গিক অ্যাক্টিভিটি সংক্রান্ত সাধারণ এলাকা যা আপনার অ্যাকাউন্টে সেভ করা থাকে, এগুলি একত্রিত করে মেশিন লার্নিং মডেলে ব্যবহার করা হতে পারে যা স্মার্ট বিডিং টুলকে উন্নত করে। আপনার অ্যাকাউন্ট ডেটা বিজ্ঞাপনদাতার সাথে শেয়ার করা হয় না।

বিজ্ঞাপন দেখাতে কীভাবে লোকেশন সম্পর্কিত তথ্য ব্যবহার করা হবে, তা আমি কীভাবে নিয়ন্ত্রণ করব?

অতীতে যেসব সাধারণ এলাকায় Google সাইট ও অ্যাপ ব্যবহার করেছেন তার ভিত্তিতে কোন বিজ্ঞাপন আপনি দেখবেন তা নিয়ন্ত্রণ করতে পারবেন। এই জন্য সাধারণ এলাকায় আপনার ব্যবহার করা Google নিয়ন্ত্রণ সংক্রান্ত তথ্য আমার বিজ্ঞাপন কেন্দ্র থেকে আপনাকে অ্যাক্সেস করতে হবে।

আপনি যেখানে Google ব্যবহার করেছেন সেখানে সব 'এলাকা' চালু করা থাকলে

পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন বেছে নেওয়ার সুবিধা এবং আপনি যেসব এলাকায় Google ব্যবহার করেছেন তা চালু করা থাকলে, আপনার বিজ্ঞাপন পছন্দমতো করার জন্য যেখানে Google সাইট ও অ্যাপ ব্যবহার করেছেন সেই সাধারণ এলাকার সাথে সম্পর্কিত 'ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি' বিকল্পে সেভ করে রাখা ডেটা Google ব্যবহার করে না।

আপনি যেখানে Google ব্যবহার করেছেন সেখানে সব 'এলাকা' বন্ধ করা থাকলে

পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন বেছে নেওয়ার সুবিধা অথবা আপনি যেসব 'এলাকা'তে Google ব্যবহার করেছেন তা বন্ধ করা থাকলে, আপনার বিজ্ঞাপন পছন্দমতো করার জন্য যেখানে Google Sites ও অ্যাপ ব্যবহার করেছেন সেই সাধারণ এলাকার সাথে সম্পর্কিত ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটিতে সেভ করে রাখা ডেটা Google ব্যবহার করে না। এমনকি যেসব 'এলাকা'তে আপনি Google ব্যবহার করেছেন তা বন্ধ করা থাকলেও, আপনার বর্তমান লোকেশন এবং Google অ্যাকাউন্টে সেট করে রাখা বাড়ি ও অফিসের ঠিকানার ভিত্তিতে এখনও বিজ্ঞাপন দেখতে পেতে পারেন।

এছাড়াও আপনি সাইন-আউট হয়ে গেলে, আপনার ডিভাইস ও অ্যাপ সেটিংসের উপরে নির্ভর করে এখনও আপনার IP অ্যাড্রেস অথবা আপনার ডিভাইস থেকে আপনার লোকেশন ব্যবহার করতে পারবে।

সাইন-আউট থাকাকালীন আপনি কীভাবে পছন্দমতো বিজ্ঞাপন চালু ও বন্ধ করবেন, সেই ব্যাপারে অতিরিক্ত তথ্যের জন্য এখানে দেখুন।

Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু