ডিজিটাল বিজ্ঞাপনের পরিবেশন ও পরিমাপকে সাহায্য করতে, Google বিজ্ঞাপন পরিষেবা নতুন নতুন উপায় পরীক্ষা করে দেখছে যেগুলি Chrome ও Android-এ প্রাইভেসি স্যান্ডবক্সের উদ্যোগের মাধ্যমে অনলাইনে লোকজনের গোপনীয়তাকে আরও ভালোভাবে সুরক্ষিত করতে পারে। বিষয় বা ব্যবহারকারীর ব্রাউজারে বা মোবাইল ডিভাইসে স্টোর করা প্রোটেক্টেড অডিয়েন্স সম্পর্কিত ডেটার উপর ভিত্তি করে, Chrome বা Android-এ প্রাসঙ্গিক 'প্রাইভেসি স্যান্ডবক্স' সেটিংস চালু করা ব্যবহারকারীকে, Google-এর বিজ্ঞাপন পরিষেবা থেকে প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানো হতে পারে। এছাড়া, Google-এর বিজ্ঞাপন পরিষেবা, ব্যবহারকারীর ব্রাউজার ও মোবাইল ডিভাইসে স্টোর করা অ্যাট্রিবিউশন রিপোর্টিং ডেটা ব্যবহার করেও বিজ্ঞাপনের পারফর্ম্যান্স পরিমাপ করতে পারে। 'প্রাইভেসি স্যান্ডবক্স' সেটিং সম্পর্কে আরও তথ্য

আমাদের পরিষেবা ব্যবহার করে এমন সাইট বা অ্যাপ থেকে Google কীভাবে তথ্য ব্যবহার করে

অনেক ওয়েবসাইট এবং অ্যাপ তাদের কন্টেন্ট ও পরিষেবা উন্নত করতে ও সেগুলি ফ্রি রাখতে Google-এর প্রযুক্তি ব্যবহার করে। যখন এই সাইট এবং অ্যাপগুলি আমাদের পরিষেবাগুলি ইন্টিগ্রেট করে তখন তারা Google-এর সাথে তথ্য শেয়ার করে।

যেমন, যখন আপনি একটি ওয়েবসাইট ঘুরে দেখেন যা AdSense-এর মতো বিজ্ঞাপন পরিষেবা ব্যবহার করে, Google অ্যানালিটিক্স এর মতো বিশ্লেষণের সরঞ্জামগুলি অন্তর্ভুক্ত করে অথবা YouTube থেকে ভিডিও কন্টেন্ট এম্বেড করে, তখন আপনার ওয়েব ব্রাউজার নিজে থেকেই Google-কে নির্দিষ্ট তথ্য পাঠায়। এতে আপনার ঘুরে দেখা পৃষ্ঠাটির ইউআরএল এবং আপনার আইপি অ্যাড্রেস অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া আমরা আপনার ব্রাউজারে কুকিজ সেট করতে পারি অথবা এর মধ্যে আগে থেকে থাকা কুকিজ পড়তে পারি। Google বিজ্ঞাপন পরিষেবা ব্যবহার করে এমন অ্যাপগুলিও Google-এর সাথে তথ্য শেয়ার করে; যেমন, অ্যাপের নাম এবং বিজ্ঞাপনের জন্য একটি বিশিষ্ট শনাক্তকারী।

Google আমাদের পরিষেবা প্রদান করতে, সেগুলি বজায় রাখতে এবং উন্নত করতে, নতুন পরিষেবা তৈরি করতে, বিজ্ঞাপনের কার্যকারিতা পরিমাপ করতে, প্রতারণা ও অপব্যবহারের বিরুদ্ধে সুরক্ষা দিতে এবং Google ও আমাদের পার্টনারদের সাইট ও অ্যাপে আপনার দেখা কন্টেন্ট ও বিজ্ঞাপন নিজের মতো সাজিয়ে নিতে বিভিন্ন সাইট ও অ্যাপের শেয়ার করা তথ্য ব্যবহার করে। আমরা এই সব উদ্দেশ্যের প্রতিটির জন্য কীভাবে ডেটা প্রক্রিয়া করি তার বিষয়ে আরও জানতে আমাদের গোপনীয়তা নীতি দেখুন এবং Google বিজ্ঞাপন, বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে আপনার তথ্য কীভাবে ব্যবহার করা হয় এবং Google কত দিন পর্যন্ত এই ডেটা নিজের কাছে রেখে দেয় তার বিষয়ে আরও জানতে আমাদের বিজ্ঞাপন পৃষ্ঠা দেখুন।

আমাদের গোপনীয়তা নীতি সেই আইনি বিষয়গুলি ব্যাখ্যা করে থাকে যার উপর ভিত্তি করে Google আপনার তথ্য প্রসেস করে। যেমন আমরা আপনার সম্মতির উপর নির্ভর করে তথ্য প্রসেস করতে পারি বা ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে পরিষেবা প্রদান করা, সেই পরিষেবা অক্ষুণ্ণ রাখা ও উন্নত করে তুলতে তাদের স্বার্থ রক্ষা করে চলতে পারি।

কখনও কখনও, সাইট এবং অ্যাপের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করা তথ্য প্রক্রিয়া করার সময়, সেই সাইট এবং অ্যাপ Google-কে আপনার তথ্য প্রসেস করার অনুমতি দেওয়ার আগে আপনার সম্মতি চাইবে। উদাহরণস্বরূপ, কোনও ব্যানার এমন কোনও সাইটে উপস্থিত হতে পারে যা Google সাইটে যে তথ্য সংগ্রহ করে তা প্রসেস করার জন্য সম্মতি চায়। যখন এটি ঘটে তখন আমরা Google গোপনীয়তা নীতিমালায় উল্লিখিত আইনী ভিত্তির চেয়ে সাইট বা অ্যাপে আপনার প্রদান করা সম্মতিতে বর্ণনা করা উদ্দেশ্যগুলিকে সম্মান করব। আপনি যদি নিজের সম্মতি পরিবর্তন বা প্রত্যাহার করতে চান তবে তা করতে আপনাকে অবশ্যই সাইট বা অ্যাপে যেতে হবে।

নিজের মতো করে বিজ্ঞাপন সাজানো

নিজের মতো করে বিজ্ঞাপন সাজানো চালু থাকলে আপনার বিজ্ঞাপনগুলি আপনার জন্য আরও উপযোগী করতে Google আপনার তথ্য ব্যবহার করবে। যেমন, মাউন্টেন বাইক বিক্রি করে এমন একটি ওয়েবসাইট Google-এর বিজ্ঞাপন পরিষেবা ব্যবহার করতে পারে। আপনি সেই সাইটটি ঘুরে দেখার পর, Google এর দেওয়া বিজ্ঞাপন দেখানো হয় এমন কোনও সাইটে আপনাকে মাউন্টেন বাইকের বিজ্ঞাপন দেখানো হতে পারে।

নিজের মতো করে বিজ্ঞাপন সাজানো বন্ধ থাকলে, বিজ্ঞাপনের প্রোফাইল তৈরি করতে বা আপনাকে যে বিজ্ঞাপনগুলি দেখানো হয় সেগুলি নিজের মতো করে সাজাতে Google আপনার তথ্য সংগ্রহ বা ব্যবহার করবে না। আপনি তবুও বিজ্ঞাপন দেখতে পাবেন, কিন্তু সেগুলি আপনার জন্য বেশি উপযোগী নাও হতে পারে। আপনার ঘুরে দেখা ওয়েবসাইট বা অ্যাপের বিষয়, খোঁজার জন্য বর্তমানে ব্যবহার করে থাকা শব্দ বা আপনার সাধারণ লোকেশনের ভিত্তিতে এখনও আপনাকে বিজ্ঞাপন দেখানো হতে পারে তবে সেগুলি আপনার আগ্রহ, খোঁজার ইতিহাস বা ব্রাউজিংয়ের ইতিহাসের ভিত্তিতে হবে না। তবুও আপনার তথ্য উপরোক্ত অন্যান্য উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে, যেমন বিজ্ঞাপনের কার্যকারিতা পরিমাপ করতে এবং প্রতারণা ও অপব্যবহারের বিরুদ্ধে সুরক্ষা দিতে।

যখন আপনি Google-এর পরিষেবা ব্যবহার করে এমন কোনও ওয়েবসাইট বা অ্যাপের সাথে ইন্টারঅ্যাক্ট করেন তখন আপনাকে Google সহ বিজ্ঞাপন প্রদানকারীদের থেকে নিজের মতো সাজানো বিজ্ঞাপন দেখতে চান কিনা তা বেছে নেওয়ার জন্য বলা হতে পারে। আপনার পছন্দ নির্বিশেষে, আপনার বিজ্ঞাপনগুলি নিজের মতো সাজানোর সেটিং বন্ধ থাকলে বা আপনার অ্যাকাউন্টটি নিজের মতো সাজানো বিজ্ঞাপনের জন্য উপযুক্ত না হলে Google আপনার বিজ্ঞাপনগুলি নিজের মতো সাজাবে না।

আপনাকে বিজ্ঞাপন দেখানোর জন্য আমরা কোন তথ্য ব্যবহার করি তা আপনি নিজের বিজ্ঞাপনের সেটিংসে গিয়ে দেখতে ও নিয়ন্ত্রণ করতে পারবেন।

আপনি কীভাবে এই সাইট এবং অ্যাপগুলিতে Google-এর সংগ্রহ করা তথ্য নিয়ন্ত্রণ করতে পারবেন

যখন আপনি Google-এর পরিষেবা ব্যবহার করে এমন সাইট এবং অ্যাপ ঘুরে দেখেন বা সেগুলির সাথে ইন্টারঅ্যাক্ট করেন তখন আপনার ডিভাইসের শেয়ার করা তথ্য আপনি কীভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তার কয়েকটি উপায় এখানে দেওয়া হয়েছে:

  • বিজ্ঞাপন সেটিংস আপনাকে Google পরিষেবা (যেমন Google সার্চ বা YouTube) অথবা Google-এর নয় কিন্তু Google বিজ্ঞাপন পরিষেবা ব্যবহার করে এমন ওয়েবসাইট এবং অ্যাপে আপনাকে দেখানো বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়া আপনি নিজের মতো বিজ্ঞাপন সাজানো, নিজের মতো বিজ্ঞাপন সাজানো থেকে নাম তুলে নেওয়া এবং কোনও নির্দিষ্ট বিজ্ঞাপনদাতাকে ব্লক করার উপায় জানতে পারবেন
  • যদি আপনি Google অ্যাকাউন্টে সাইন-ইন করে থাকেন এবং আপনার অ্যাকাউন্টের সেটিংসের ভিত্তিতে, আমার অ্যাক্টিভিটি দিয়ে আপনি Google পরিষেবা ব্যবহার করার সময় তৈরি করা ডেটা পর্যালোচনা এবং নিয়ন্ত্রণ করতে পারবেন, যার মধ্যে রয়েছে আপনার ঘুরে দেখা সাইট বা অ্যাপ থেকে আমাদের সংগ্রহ করা তথ্য। আপনি তারিখ এবং বিষয় অনুযায়ী ব্রাউজ করতে পারেন এবং আপনার অ্যাক্টিভিটি আংশিকভাবে অথবা সম্পূর্ণভাবে মুছে ফেলতে পারেন।
  • এমন প্রচুর ওয়েবসাইট এবং অ্যাপ রয়েছে যেগুলি দর্শকরা কীভাবে তাদের সাইট বা অ্যাপগুলির সাথে যুক্ত হচ্ছেন তা বুঝতে Google অ্যানালিটিক্স ব্যবহার করে। যদি আপনি ব্রাউজারে অ্যানালিটিক্স ব্যবহার করতে না চান তাহলে আপনি Google অ্যানালিটিক্স ব্রাউজার অ্যাড-অন ইনস্টল করতে পারেন। Google অ্যানালিটিক্স এবং গোপনীয়তা সম্পর্কে আরও জানুন।
  • Chrome-এর ছদ্মবেশী মোড ব্যবহার করলে আপনার ব্রাউজার বা অ্যাকাউন্টের ইতিহাসে ওয়েবপৃষ্ঠা ও ফাইল রেকর্ড না করেই আপনি ব্রাউজ করতে পারেন (আপনি সাইন-ইন না করে থাকলে)। আপনি সব ছদ্মবেশী উইন্ডো ও ট্যাব বন্ধ করে দেওয়ার পরে কুকিগুলি মুছে যাবে এবং আপনি মুছে না ফেলা পর্যন্ত আপনার বুকমার্ক ও সেটিংস সেভ হয়ে থাকবে। কুকিজ সম্পর্কে আরও জানুন। Chrome বা অন্য ব্রাউজারের ছদ্মবেশী মোড ব্যবহার করলে Google পরিষেবা ব্যবহার করে এমন ওয়েবসাইট দেখার সময় ডেটা সংগ্রহ করা বন্ধ হয়ে যায় না এবং আপনি এই ব্রাউজারগুলি ব্যবহার করে ওয়েবসাইট দেখলেও Google ডেটা সংগ্রহ করতে পারে।
  • Chrome সহ অন্য অনেক ব্রাউজারে আপনি থার্ড-পার্টির কুকিজ ব্লক করতে পারেন। আপনার ব্রাউজারে আগে থেকে থাকা কোনও কুকিজ সাফ করতেও পারেন। Chrome-এ কুকিজ পরিচালনা করা সম্পর্কে আরও জানুন।
প্রধান মেনু
Google অ্যাপ্লিকেশানগুলি