জেনারেটিভ AI-এর নিষিদ্ধ ব্যবহার নীতি
সর্বশেষ পরিবর্তন করা হয়েছে: ১৭ ডিসেম্বর, ২০২৪
জেনারেটিভ AI মডেল আপনাকে জানতে, শিখতে এবং তৈরি করতে সাহায্য করবে। আমরা আশা করি যে, আপনি দায়িত্বপূর্ণভাবে, আইনসম্মতভাবে এবং নিরাপদে এগুলির সাথে যুক্ত হবেন। এই নীতির আওতায় থাকা Google প্রোডাক্ট ও পরিষেবাতে জেনারেটিভ AI এর সাথে ইন্ট্যার্যাকশনের ক্ষেত্রে নিচে উল্লেখ করা বিধিনিষেধ প্রযোজ্য হয়।
- বিপজ্জনক বা অবৈধ অ্যাক্টিভিটির সাথে যুক্ত হবেন না অথবা কোনও ভাবে প্রযোজ্য আইন বা রেগুলেশন লঙ্ঘন করবেন না। এর মধ্যে এমন কন্টেন্ট তৈরি বা ডিস্ট্রিবিউট করার মতো বিষয় অন্তর্ভুক্ত যা:
- শিশু যৌন নিগ্রহ বা বাচ্চাদের যৌন শোষণ সম্পর্কিত।
- হিংসাত্মক উগ্রপন্থা বা সন্ত্রাসবাদে সাহায্য করে।
- নন-কনসেনসুয়াল ইন্টিমেট ইমেজারির বিষয়ে সাহায্য করে।
- নিজেকে শারীরিক কষ্ট দেওয়ার ক্ষেত্রে সাহায্য করে।
- বেআইনি অ্যাক্টিভিটি বা আইনের লঙ্ঘনের ঘটনায় ইন্ধন জোগায় -- যেমন, বেআইনি বা আইনি ভাবে নিয়ন্ত্রিত ড্রাগ, জিনিস বা পরিষেবা অ্যাক্সেস করা বা তৈরি করার নির্দেশ দেওয়া।
- গোপনীয়তা এবং মেধা সম্পত্তির অধিকার ছাড়াও অন্যান্য অধিকার লঙ্ঘন করে -- যেমন, আইনিভাবে প্রয়োজনীয় সম্মতি না নিয়েই ব্যক্তিগত ডেটা বা বায়োমেট্রিক্স ব্যবহার করা।
- লোকজনের সম্মতি ছাড়াই তাদেরকে ট্র্যাক করা অথবা মনিটর করা।
- বেশি ঝুঁকি আছে এমন সব ডোমেনে মানুষের হস্তক্ষেপ ছাড়াই অটোমেটিক এমন সব সিদ্ধান্ত নেয় যা কারও ব্যক্তিগত অধিকারে পার্থিব দিক থেকে ক্ষতি করে - যেমন, চাকরি, স্বাস্থ্যপরিষেবা, আর্থিক, আইনি, বাড়ি, বীমা বা সমাজকল্যাণমূলক কাজে।
- Google-এর পরিষেবার বা অন্যদের সুরক্ষা নিয়ে আপোষ করবেন না। এর মধ্যে এমন কন্টেন্ট তৈরি বা ডিস্ট্রিবিউট করার মতো বিষয় অন্তর্ভুক্ত যা এগুলিতে সাহায্য করে:
- স্প্যাম, ফিশিং বা ম্যালওয়্যার।
- Google-এর বা অন্যদের পরিকাঠামো বা পরিষেবার অপব্যবহার, সেগুলির ক্ষতি করা, বাধা দেওয়া বা বিঘ্ন ঘটানো।
- অপব্যবহার থেকে সুরক্ষিত রাখার ব্যবস্থাকে বা নিরাপত্তা ফিল্টারকে ফাঁকি দেওয়া -- যেমন, আমাদের নীতি লঙ্ঘন করেও ধরা না দিতে মডেল কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করা।
- যৌনতাপূর্ণ, হিংসাত্মক, ঘৃণাপূর্ণ বা ক্ষতিকর অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়বেন না। এর মধ্যে এমন কন্টেন্ট তৈরি বা ডিস্ট্রিবিউট করার মতো বিষয় অন্তর্ভুক্ত যা এগুলিতে সাহায্য করে:
- ঘৃণা বা ঘৃণাত্মক বক্তব্য ব্যবহার করে।
- হয়রানি, ভয় দেখানো, অত্যাচার, কুকথা বা অন্যকে অপমান করার মতো কিছু।
- হিংসা বা হিংসার জন্য উস্কানি দেওয়া।
- যৌনতাপূর্ণ অনুপযুক্ত কন্টেন্ট -- যেমন, পর্নোগ্রাফি বা যৌন সন্তুষ্টি দেওয়ার জন্য তৈরি করা কন্টেন্ট।
- ভুল তথ্য, মিথ্যা বর্ণনা বা বিভ্রান্তিকর অ্যাক্টিভিটিতে যুক্ত হবেন না। এর মধ্যে রয়েছে
- প্রতারণা, স্ক্যাম বা অন্যান্য প্রতারণামূলক অ্যাকশন।
- প্রতারণা করার জন্য স্পষ্ট করে প্রকাশ না করে কোনও অন্য ব্যক্তির (জীবিত বা মৃত) নামে কন্টেন্ট তৈরি করা।
- প্রতারণা করার জন্য কোনও সংবেদনশীল ক্ষেত্রে দক্ষতা বা ক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর দাবি করতে সাহায্য করা -- যেমন, স্বাস্থ্য, আর্থিক, সরকারি পরিষেবা বা আইন।
- প্রতারণার উদ্দেশ্যে সরকার বা গণতান্ত্রিক প্রক্রিয়া বা স্বাস্থ্যচর্চায় ক্ষতি করতে পারে এমন পদ্ধতি নিয়ে বিভ্রান্তিকর দাবি করতে সাহায্য করা।
- AI দিয়ে কন্টেন্ট তৈরি করে তা পুরোপুরিভাবে মানুষের তৈরি করা বলে লোক ঠকানো।
আমরা শিক্ষামূলক, তথ্যচিত্র, বৈজ্ঞানিক বা শৈল্পিক বিবেচনার উপর নির্ভর করে এইসব নীতির ক্ষেত্রে ব্যতিক্রম প্রয়োগ করতে পারি। এর সাথে, কন্টেন্টের মাধ্যমে সর্বজনীন ক্ষেত্রে ক্ষতি হওয়ার বদলে উল্লেখযোগ্য সুবিধা বেশি হলে, সেক্ষেত্রেও ব্যতিক্রম হতে পারে।