AI-সম্পর্কিত বিষয় কভার করার জন্য, ২২ মে, ২০২৪-এ আমরা Google পরিষেবার শর্তাবলী আপডেট করেছি। ওই তারিখ থেকে জেনারেটিভ AI অতিরিক্ত শর্তাবলী আর প্রয়োজ্য হবে না, যদি না আপনি এমন কোনও বিজনেস পার্টনার হন যার স্বাক্ষর করা চুক্তিতে এই শর্তাবলীর উল্লেখ রয়েছে।

জেনারেটিভ AI সংক্রান্ত অতিরিক্ত পরিষেবার শর্তাবলী

সর্বশেষ পরিবর্তন করা হয়েছে: ৯ আগস্ট, ২০২৩ | আর্কাইভ করা সংস্করণ

যেসব Google পরিষেবায় এইসব শর্তাবলীর (“পরিষেবা”) উল্লেখ রয়েছে তা ব্যবহার করতে আপনাকে অবশ্যই (১) Google পরিষেবার শর্তাবলী ও (২) এইসব জেনারেটিভ AI সংক্রান্ত অতিরিক্ত পরিষেবার শর্তাবলীতে সম্মতি দিতে হবে।

এইসব ডকুমেন্ট মনোযোগ দিয়ে পড়ুন। এইসব ডকুমেন্টকে একসাথে “শর্তাবলী” বলা হয়। এতে উল্লেখ করা থাকে, আমাদের পরিষেবা ব্যবহার করার সময় আপনি আমাদের থেকে কী আশা করতে পারেন এবং আমরা আপনার থেকে কী আশা করি।

আমরা কী তথ্য সংগ্রহ করি এবং কীভাবে আপনার তথ্য আপডেট, ম্যানেজ, এক্সপোর্ট এবং মুছতে পারেন তা আরও ভালভাবে বোঝার জন্য, আমরা আপনাকে আমাদের গোপনীয়তা নীতি (এবং গোপনীয়তা সংক্রান্ত উপস্থাপিত যেকোনও বিজ্ঞপ্তি, যার সাথে কোনও পরিষেবার কানেকশন রয়েছে) তা পড়ে দেখতে বলব।

বয়স সংক্রান্ত প্রয়োজনীয়তা

Google পরিষেবার শর্তাবলীতে, "বয়স হতে হবে" বিভাগ ছাড়া, আপনাকে পরিষেবা সম্পর্কিত বয়স সংক্রান্ত যেকোনও বিধিনিষেধ মেনে চলতে হবে।

বিধিনিষেধ ব্যবহার করুন

মেশিন লার্নিং মডেল অথবা সেই সম্পর্কিত প্রযুক্তি ডেভেলপ করার জন্য আপনি এই পরিষেবা ব্যবহার করতে পারবেন না।

Google পরিষেবার শর্তাবলীতে “অন্যদের শ্রদ্ধা করুন” বিভাগ ছাড়াও, আপনাদের আমাদের নিষিদ্ধ ব্যবহার নীতি মেনে চলতে হবে যাতে এই পরিষেবা ব্যবহার করাকালীন উপযুক্ত ব্যবহার সম্পর্কে অতিরিক্ত বিবরণ দেওয়া রয়েছে।

এই পরিষেবায় আমাদের নিষিদ্ধ ব্যবহার নীতি লঙ্ঘন করে এমন কন্টেন্টের মতো ক্ষতিকর কন্টেন্ট ব্লক করার উপযোগী সুরক্ষা ফিচার অন্তর্ভুক্ত রয়েছে। Google পরিষেবার শর্তাবলীতে “অন্যদের শ্রদ্ধা করুন” বিভাগে যা উল্লেখ করা হয়েছে সেই অনুযায়ী, এইসব সুরক্ষামূলক ব্যবস্থা এড়িয়ে যাওয়ার চেষ্টা অথবা এই শর্তাবলী লঙ্ঘন করে এরূপ কন্টেন্ট ব্যবহার করার চেষ্টা করবেন না।

প্রযোজ্য হলে, আপনাকে পরিষেবা-বিষয়ক বিজ্ঞপ্তি মেনে চলতে হবে। যেমন, সংবেদনশীল অথবা গোপনীয় তথ্য না দেওয়ার জন্য সতর্কতা।

ডিসক্লেমার

পরিষেবা কোনও কোনও সময় ভুল ও আপত্তিকর কন্টেন্ট দেয় যা Google-এর দৃষ্টিভঙ্গি বর্ণনা করে না।

পরিষেবা থেকে প্রদত্ত কন্টেন্টে আস্থা রাখা, প্রকাশ করা অথবা অন্য কোনওভাবে ব্যবহার করার আগে নিজের বিচক্ষণতা প্রয়োগ করুন।

চিকিৎসা সংক্রান্ত, আইনি, আর্থিক অথবা অন্য পেশাদার পরামর্শের ব্যাপারে এই পরিষেবার উপরে বিশ্বাস করবেন না। ঐসব বিষয় সংক্রান্ত যেকোনও কন্টেন্ট শুধুমাত্র তথ্যের জন্য দেওয়া হয়েছে এবং এটি কোনও যোগ্য পেশাদারের কাছ থেকে পাওয়া পরামর্শের বিকল্প নয়।

Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু