Google-এর পার্টনার কে?

Google বিভিন্ন উপায়ে বিভিন্ন ব্যবসা এবং সংস্থার সাথে কাজ করে। সেই ব্যবসা এবং সংস্থাগুলিকে আমরা "পার্টনার" হিসেবে উল্লেখ করি। যেমন, Google-এর নয় এমন ২০ লক্ষের বেশি ওয়েবসাইট এবং অ্যাপ বিজ্ঞাপন দেখানোর জন্য Google-এর সাথে পার্টনার হয়েছে। Google Play-তে লক্ষ লক্ষ ডেভেলপার পার্টনার তাদের অ্যাপ প্রকাশ করেন। অন্যান্য পার্টনাররা আমাদের পরিষেবাগুলি সুরক্ষিত করার মাধ্যমে Google-কে সাহায্য করেন; যদি আমাদের মনে হয় যে আপনার অ্যাকাউন্টের গোপন তথ্য চুরি হয়েছে (এই ধাপে আমরা আপনার অ্যাকাউন্টের সুরক্ষার জন্য ব্যবস্থা নিতে আপনাকে সাহায্য করতে পারব) তাহলে আমরা সুরক্ষা সম্পর্কিত ঝুঁকির বিষয়ে তথ্যের সাহায্যে আপনাকে তা জানিয়ে দিতে পারব।

উল্লেখ্য, আমাদের সাথে বিভিন্ন বিশ্বস্ত ব্যবসা পার্টনারের পরিবর্তে "ডেটা প্রসেসর" হিসেবে কাজ করে, অর্থাত আমাদের পরিষেবা প্রদানে সাহায্য করতে, তারা আমাদের নির্দেশাবলীর ভিত্তিতে এবং আমাদের গোপনীয়তা নীতি ও অন্যান্য উপযুক্ত গোপনীয়তা এবং নিরাপত্তা ব্যবস্থা মেনে আমাদের পক্ষ থেকে তথ্য পরিচালনা করে। আমরা ডেটা প্রসেসরগুলিকে কীভাবে ব্যবহার করে করি তা সম্পর্কে আরও তথ্য Google গোপনীয়তা নীতি থেকে জানা যাবে।

Google এর বিজ্ঞাপন পার্টনারদের সংগ্রহ বা প্রাপ্ত করা তথ্য

যখন আপনি Google-এর সাইট এবং অ্যাপ ব্যবহার করেন তখন নিচে দেওয়া নির্দিষ্ট পার্টনার আপনার ব্রাউজার বা ডিভাইস সম্পর্কে ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য নয় এমন তথ্য সংগ্রহ বা প্রাপ্ত করতে পারে। এই পার্টনাররা তাদের নিজস্ব কুকি বা সেই ধরনের প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞাপন এবং পরিমাপের উদ্দেশ্যে এই তথ্য সংগ্রহ করে।

যেমন, আমরা YouTube ক্রিয়েটর এবং বিজ্ঞাপনদাতাদের, তাদের YouTube ভিডিও বা বিজ্ঞাপনের দর্শক সম্পর্কে জানতে কুকিজ বা অনুরূপ প্রযুক্তি ব্যবহার করে পরিমাপের কোম্পানিগুলির সাথে কাজ করার অনুমতি দিই।

এই নির্দিষ্ট পার্টনাররা কীভাবে আপনার তথ্য সংগ্রহ এবং ব্যবহার করে তা সম্পর্কে আরও জানতে পারেন:

এছাড়া EEA-এর দেশগুলির বাইরে YouTube, বিজ্ঞাপনদাতা ও ক্রিয়েটরদেরকে তাদের বিজ্ঞাপন দেখানোর নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে সরাসরি বিজ্ঞাপন দেখানোর অনুমতি দেয়।

আরেকটি উদাহরণ হল আমাদের শপিং পৃষ্ঠাগুলিতে থাকা মার্চেন্ট, যারা তাদের প্রোডাক্ট তালিকা কতজন লোক দেখেছে তা বুঝতে কুকিজ ব্যবহার করে।

আপনাকে ব্যক্তিগতভাবে শনাক্ত করা যেতে পারে এমন তথ্য, যেমন আপনার নাম বা ইমেল, আমাদের বিজ্ঞাপন পার্টনারদের সাথে আপনি না বলা আমরা পর্যন্ত শেয়ার করি না। যেমন, যদি আপনি আশেপাশের ফুলের দোকানের বিজ্ঞাপন দেখতে পান এবং "ট্যাপ-টু-কল" বোতামটি বেছে নেন তাহলে আমরা আপনার কলটি কানেক্ট করব এবং আপনার ফোন নম্বর ফুলের দোকানের সাথে শেয়ার করতে পারি।

Google আপনার ও পার্টনারদের থেকে সংগ্রহ করে এমন তথ্য সম্পর্কে আপনি গোপনীয়তা নীতি থেকে আরও জানতে পারবেন।

Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু