বিজ্ঞাপন

বিজ্ঞাপন আপনাকে Google এবং অনেক ওয়েবসাইট ও পরিষেবাগুলিকে বিনামূল্যে ব্যবহার করতে দেয়। বিজ্ঞাপনগুলিকে সুরক্ষিত, বিচক্ষণ, এবং যতটা সম্ভব প্রাসঙ্গিক রাখতে আমরা কঠোর পরিশ্রম করি। উদাহরণস্বরূপ, আপনি Google এ পপ-আপ বিজ্ঞাপনগুলি দেখতে পাবেন না এবং আমরা প্রতি বছর ম্যালওয়্যার যুক্ত বিজ্ঞাপন, নকল পণ্যের জন্য বিজ্ঞাপন অথবা যেগুলি আপনার ব্যক্তিগত তথ্য অপব্যবহারের চেষ্টা করে সেগুলি সহ – শত সহস্র প্রকাশক এবং বিজ্ঞাপনদাতা যারা আমাদের নীতিগুলি লঙ্ঘন করে তাদের বাতিল করি।

ডিজিটাল বিজ্ঞাপনের পরিবেশন ও পরিমাপকে সাহায্য করতে, Google বিজ্ঞাপন পরিষেবা নতুন নতুন উপায় পরীক্ষা করে দেখছে যেগুলি Chrome ও Android-এ প্রাইভেসি স্যান্ডবক্সের উদ্যোগের মাধ্যমে অনলাইনে লোকজনের গোপনীয়তাকে আরও ভালোভাবে সুরক্ষিত করতে পারে। বিষয় বা ব্যবহারকারীর ব্রাউজারে বা মোবাইল ডিভাইসে স্টোর করা প্রোটেক্টেড অডিয়েন্স সম্পর্কিত ডেটার উপর ভিত্তি করে, Chrome বা Android-এ প্রাসঙ্গিক 'প্রাইভেসি স্যান্ডবক্স' সেটিংস চালু করা ব্যবহারকারীকে, Google-এর বিজ্ঞাপন পরিষেবা থেকে প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানো হতে পারে। এছাড়া, Google-এর বিজ্ঞাপন পরিষেবা, ব্যবহারকারীর ব্রাউজার ও মোবাইল ডিভাইসে স্টোর করা অ্যাট্রিবিউশন রিপোর্টিং ডেটা ব্যবহার করেও বিজ্ঞাপনের পারফর্ম্যান্স পরিমাপ করতে পারে। 'প্রাইভেসি স্যান্ডবক্স' সেটিং সম্পর্কে আরও তথ্য

Google কিভাবে বিজ্ঞাপনে কুকিজ ব্যবহার করে

কুকিজ বিজ্ঞাপনকে আরো বেশি কার্যকর করতে সহায়তা করে৷ কুকিজের সাহায্য ছাড়া, একজন বিজ্ঞাপনদাতার পক্ষে তার দর্শকদের কাছে পৌঁছানো, অথবা কতগুলি বিজ্ঞাপন দেখানো হয়েছে এবং কতগুলি ক্লিক সেগুলিতে করা হয়েছে তা জানা অপেক্ষকৃত বেশি কঠিন৷

Google এর সহযোগী হয়ে বিভিন্ন ওয়েবসাইট, যেমন খবরের সাইট ও ব্লগগুলি, তাদের দর্শকদের বিজ্ঞাপনগুলি দেখায়৷ আমাদের অংশীদারের সাথে কাজ করার সময়, আমরা নানা কারণে কুকিজ, যেমন আপনার কাছে একই বিজ্ঞাপন বার বার প্রদর্শন থামাতে, ক্লিক জালিয়াতি সনাক্ত এবং বন্ধ করতে, এবং আরো প্রাসঙ্গিক বিজ্ঞাপনগুলি দেখানোর জন্য (যেমন আপনার পরিদর্শন করা বিজ্ঞাপন ভিত্তিক ওয়েবসাইটগুলি) ব্যবহার করতে পারি৷

আমরা আমাদের লগগুলির মধ্যে আমরা যেসব বিজ্ঞাপন পরিবেশন করি তার রেকর্ড সংরক্ষণ করি। এই সার্ভার লগগুলি সাধারণত আপনার ওয়েব অনুরোধ, IP ঠিকানা, ব্রাউজারের ধরন, ব্রাউজারের ভাষা, আপনার অনুরোধের তারিখ এবং সময়, এবং আপনার ব্রাউজার স্বতন্ত্রভাবে যে এক বা একাধিক কুকিজ শনাক্ত করতে পারে তা অন্তর্ভুক্ত করে। আমরা ডেটা সঞ্চয় করি অনেকগুলি কারণে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমাদের পরিষেবা উন্নত এবং আমাদের সিস্টেমের নিরাপত্তা বজায় রাখতে। IP ঠিকানা (৯ মাস পরে) এবং কুকি তথ্যের (১৮ মাস পরে) অংশ সরিয়ে ফেলে আমরা এই লগের তথ্য বেনামে রাখি।

আমাদের বিজ্ঞাপন কুকিজ

আমাদের অংশীদারদেরকে তাদের বিজ্ঞাপন ও ওয়েবসাইটগুলি পরিচালনায় সহায়তা করতে, আমরা AdSense, AdWords, Google Analytics এবং DoubleClick ব্রান্ডের কতিপয় পরিষেবাসহ বিভিন্ন পণ্য প্রদান করে থাকি৷ যখন আপনি Google পরিষেবাগুলিতে বা অন্যান্য সাইট এবং অ্যাপ্লিকেশনে এমন কোন পৃষ্ঠা পরিদর্শন করেন বা বিজ্ঞাপন দেখেন যা এই পণ্যগুলির মধ্যে কোন একটি ব্যবহার করে, তখন নানারকমের কুকিজ আপনার ব্রাউজারে পাঠানো হতে পারে।

এগুলি google.com, doubleclick.net, googlesyndication.com অথবা googleadservices.com এর মতো কয়েকটি ডোমেন এবং আমাদের অংশীদারদের সাইটগুলির ডোমেন থেকে সেট করা যায়। আমাদের কিছু বিজ্ঞাপন প্রোডাক্টের মাধ্যমে আমাদের অংশীদাররা আমাদের পরিষেবাগুলির পাশাপাশি অন্যান্য পরিষেবা ব্যবহার করতে পারে (যেমন বিজ্ঞাপন পরিমাপ এবং প্রতিবেদন পরিষেবা) এবং এই পরিষেবাগুলি তাদের নিজস্ব কুকি আপনার ব্রাউজারে পাঠাতে পারে৷ এইসব কুকি তাদের ডোমেনগুলি থেকে সেট করা হবে।

আমাদের অংশীদার এবং Google এর দ্বারা ব্যবহৃত বিভিন্ন ধরণের কুকি সম্পর্কে এবং কিভাবে আমরা এগুলিকে ব্যবহার করি তা সম্পর্কে আরো বিশদ বিবরণ দেখুন।

আপনি কিভাবে বিজ্ঞাপন কুকিজ নিয়ন্ত্রণ করতে পারেন

আপনি যে Google বিজ্ঞাপন দেখছেন তা ম্যানেজ করতে আপনি বিজ্ঞাপনের সেটিংস ব্যবহার করতে অথবা পছন্দের বিষয় অনুযায়ী বিজ্ঞাপন দেখা বন্ধ করতে পারবেন। এমনকি আপনি পছন্দের বিষয় অনুযায়ী বিজ্ঞাপন দেখা বন্ধ করে দিলেও, এখনও আপনার IP অ্যাড্রেস থেকে পাওয়া সাধারণ ঠিকানা, আপনার ব্রাউজারের ধরন এবং আপনার সার্চ করা শব্দের মতো বিষয়ের ভিত্তিতে বিজ্ঞাপন দেখতে পারেন।

এছাড়াও আপনি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক aboutads.info পছন্দ এর পৃষ্ঠা বা ইউরোপীয় ইউনিয়ন ভিত্তিক আপনার অনলাইন পছন্দ এর মত অনেক দেশের স্ব-প্রবিধান কর্মসূচির আওতায় নির্মিত উপভোক্তার পছন্দমাফিক সরঞ্জামের দ্বারা অনলাইন বিজ্ঞাপনের জন্য ব্যবহৃত অনেক কোম্পানির কুকিজ পরিচালনা করতে পারবেন৷

পরিশেষে, আপনি আপনার ওয়েব ব্রাউজার কুকিজ পরিচালনা করতে পারেন৷

বিজ্ঞাপনে ব্যবহৃত অন্যান্য প্রযুক্তিগুলি

Flash and HTML5 সহ Google এর বিজ্ঞাপন সিস্টেমগুলি ইন্টারেক্টিভ বিজ্ঞাপন ফর্ম্যাট প্রর্দশনের মতো কাজগুলির জন্য অন্যান্য প্রযুক্তির ব্যবহার করতে পারে৷ আমরা IP ঠিকানা ব্যবহার করতে পারি, উদাহরণস্বরূপ, আপনার সাধারণ অবস্থান সনাক্ত করতে৷ এছাড়াও আমরা আপনার ডিভাইসের মডেল, ব্রাউজারের প্রকার, বা আপনার ডিভাইসে অ্যাকসিলরোমিটারের মত সেন্সরগুলির মত আপনার কম্পিউটার বা ডিভাইসের তথ্যের উপর ভিত্তি করে বিজ্ঞাপন নির্বাচন করতে পারি৷

অবস্থান

Google এর বিজ্ঞাপন পণ্যগুলি বিভিন্ন সূত্র থেকে আপনার অবস্থান সম্পর্কে তথ্য গ্রহণ বা অনুমান করতে পারে। উদাহরণস্বরূপ, আমরা আপনার সাধারণ অবস্থান জানার জন্য IP ঠিকানার ব্যবহার করতে পারি; আমরা আপনার মোবাইল ডিভাইস থেকে সুনির্দিষ্ট অবস্থান তথ্য পেতে পারি; আমরা আপনার অনুসন্ধান ক্যোয়ারী থেকে আপনার অবস্থান অনুমান করতে পারি; এবং আপনি যে ওয়েবসাইট বা অ্যাপগুলি ব্যবহার করেন সেগুলি আমাদের কাছে আপনার অবস্থান সম্পর্কে তথ্য পাঠাতে পারে। Google তার বিজ্ঞাপন পণ্যগুলিতে জনসংখ্যাগত তথ্য অনুমান করতে, আপনি যে বিজ্ঞাপনগুলিকে দেখেন তার প্রাসঙ্গিকতা উন্নত করতে, বিজ্ঞাপনের পারফরমেন্সকে পরিমাপ করতে এবং বিজ্ঞাপনদাতাদের সমষ্টিগত পরিসংখ্যানের প্রতিবেদন দিতে অবস্থানের তথ্য ব্যবহার করে থাকে।

মোবাইল অ্যাপের জন্য বিজ্ঞাপন শনাক্তকারী

যে পরিষেবাগুলির মধ্যে কুকি প্রযুক্তি উপলব্ধ নেই সেখানে বিজ্ঞাপনগুলি পরিবেশন করতে (উদাহরণস্বরূপ, মোবাইল অ্যাপ্লিকেশান) আমরা সেই ধরনের প্রযুক্তি ব্যবহার করতে পারি যা কুকিজের মতো একই কাজ করতে পারে। মাঝে মাঝে Google, বিজ্ঞাপনের জন্য আপনার মোবাইল অ্যাপে এবং মোবাইল ব্রাউজার জুড়ে বিজ্ঞাপনের সমন্বয় সাধন করতে একই ডিভাইসে একটি বিজ্ঞাপন কুকির সঙ্গে মোবাইল অ্যাপ্লিকেশানের জন্য ব্যবহৃত সনাক্তকারীকে সংযুক্ত করে৷ এমনটা ঘটতেই পারে, উদাহরণস্বরূপ, যখন আপনি একটি অ্যাপের মধ্যে একটি বিজ্ঞাপনকে দেখেন যা আপনার মোবাইল ব্রাউজারে একটি ওয়েব পৃষ্ঠা খোলে৷ এটা আমাদের বিজ্ঞাপনদাতাদের তাদের প্রচারাভিযানগুলির কার্যকারিতার সম্পর্কে উন্নত প্রতিবেদন দিতেও সহায়তা করে৷

আপনার ডিভাইসে যেসব বিজ্ঞাপন দেখেন সেগুলি তার বিজ্ঞাপন আইডির ভিত্তিতে পছন্দমতো বিষয়ের উপরে হতে পারে। Android ডিভাইসে আপনি যা করতে পারবেন:

  • আপনার ডিভাইসের বিজ্ঞাপন আইডি রিসেট, যা নতুন আইডি দিয়ে বর্তমান আইডি বদলে দেয়। রিসেট করার পরেও, অ্যাপ আপনাকে আপনার পছন্দের বিষয় অনুযায়ী বিজ্ঞাপন দেখাতে পারবে, তবে কিছু সময়ের জন্য আপনি এমন বিজ্ঞাপন দেখবেন যা আপনার জন্য ততটা কাজের বা আগ্রহের নাও হতে পারে।
  • আপনার ডিভাইসের বিজ্ঞাপন আইডি মুছে ফেলা, এর ফলে বিজ্ঞাপন আইডি মুছে যায় এবং নতুন আইডি অ্যাসাইন হয় না। অ্যাপ এখনও আপনাকে বিজ্ঞাপন দেখতে পারে তবে সেইসব বিজ্ঞাপন আপনার কাছে ততটা প্রাসঙ্গিক বা আগ্রহের নাও হতে পারে। আপনি এই বিজ্ঞাপন আইডি অনুযায়ী বিজ্ঞাপন দেখতে পাবেন না, তবে অ্যাপে শেয়ার করা তথ্যের মতো অন্যান্য বিষয়ের ভিত্তিতে আপনি এখনও বিজ্ঞাপন দেখতে পেতে পারেন।

আপনার Android ডিভাইসের বিজ্ঞাপন আইডিতে পরিবর্তন করতে হলে, নিচে দেওয়া নির্দেশিকা মেনে চলুন।

Android

আপনার ডিভাইসের বিজ্ঞাপন আইডি রিসেট করুন

আপনার ডিভাইসের বিজ্ঞাপন আইডি রিসেট করতে হলে:

  1. আপনার Android ডিভাইসের সেটিংস বিকল্পে যান।
  2. 'গোপনীয়তা > বিজ্ঞাপন' বিকল্পে ট্যাপ করুন।
  3. বিজ্ঞাপন আইডি রিসেট করুন বিকল্পে ট্যাপ করে আপনার করা পরিবর্তন কনফার্ম করুন।
আপনার ডিভাইসের বিজ্ঞাপন আইডি মুছে ফেলুন

আপনার ডিভাইসের বিজ্ঞাপন আইডি মুছে ফেলতে হলে:

  1. আপনার Android ডিভাইসের সেটিংস বিকল্পে যান।
  2. 'গোপনীয়তা > বিজ্ঞাপন' বিকল্পে ট্যাপ করুন।
  3. বিজ্ঞাপন আইডি মুছে ফেলুন বিকল্পে ট্যাপ করে আপনার করা পরিবর্তন কনফার্ম করুন।

আপনার বিজ্ঞাপন আইডি রিসেট হয়ে যাবে অথবা মুছে যাবে, তবে অ্যাপের নিজস্ব সেটিংস থাকতে পারে যেগুলি অন্য ধরনের শনাক্তকারী ব্যবহার করছে যা আপনার দেখা বিজ্ঞাপনের ধরনেও প্রভাব ফেলতে পারে।

Android-এর কিছু পুরনো ভার্সনের ক্ষেত্রে

আপনার Android ডিভাইসের ভার্সন 4.4 বা তার চেয়ে পুরনো হলে:

  1. সেটিংস খুলুন
  2. গোপনীয়তা > উন্নত > বিজ্ঞাপন বিকল্পে ট্যাপ করুন
  3. 'পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন বেছে নেওয়া' থেকে অপ্ট-আউট করুন বিকল্পটি চালু করুন এবং আপনার করা পরিবর্তন কনফার্ম করুন।

iOS

iOS থাকা ডিভাইসগুলি Apple এর বিজ্ঞাপন সনাক্তকারী ব্যবহার করে। এই সনাক্তকারী ব্যবহারের জন্য আপনার পছন্দ সম্পর্কে আরও জানার জন্য আপনার ডিভাইসে সেটিংস অ্যাপ দেখুন।

কানেক্ট করা টিভি/সরাসরি

কানেক্ট করা টিভির জন্য বিজ্ঞাপন শনাক্তকারী

কানেক্ট করা টিভি হল আরেকটি ক্ষেত্র যেখানে কুকি প্রযুক্তি উপলভ্য নয় এবং তার বদলে Google নির্ভর করে ডিভাইস শনাক্তকারীর উপরে যেটি ডিজাইন করা হয়েছে বিজ্ঞাপন পরিষেবার কাজে ব্যবহার করার জন্য। বিজ্ঞাপনের ক্ষেত্রে, মোবাইল ডিভাইস শনাক্তকারীর মতোই কানেক্ট করা বেশিরভাগ টিভি ডিভাইসেও শনাক্তকারী কাজ করে। ব্যবহারকারীদের এইগুলি রিসেট করার বিকল্প দিতে অথবা পছন্দমতো বিষয় অনুযায়ী বিজ্ঞাপন থেকে সম্পূর্ণভাবে অপ্ট-আউট করার জন্য এইসব শনাক্তকারী তৈরি করা হয়েছে।

নিম্নলিখিত সামঞ্জস্যপূর্ণ ভাষায় নিম্নলিখিত “বিজ্ঞাপন” সেটিংস টিভিতে উপলভ্য:

  • বিজ্ঞাপন আইডি রিসেট করা
  • বিজ্ঞাপন আইডি মোছা
  • 'পছন্দমতো বিষয়ে বিজ্ঞাপন বেছে নেওয়া' থেকে অপ্ট-আউট করা (চালু অথবা বন্ধ)
  • Ads by Google (Google বিজ্ঞাপন পছন্দের বিষয় অনুযায়ী করে নেওয়ার লিঙ্ক)
  • আপনার বিজ্ঞাপন আইডি (দীর্ঘ স্ট্রিং)

নিম্নলিখিত পাথে, যথাক্রমে Google TV ও Android TV-র জন্য এইসব বিজ্ঞাপন সেটিংস উপলভ্য।

Google TV

বিজ্ঞাপনের সামঞ্জস্যপূর্ণ পাথ:

  1. সেটিংস
  2. গোপনীয়তা
  3. বিজ্ঞাপন

Android TV

Android TV-তে দুটি পাথের মধ্যে একটিতে 'বিজ্ঞাপন' সেটিংস দেখা যায়, এটি টিভি নির্মাণকারী/মডেলের উপরে নির্ভর করে। Android TV-তে পার্টনাররা ইচ্ছামতো সেটিংস পাথ ব্যবহার করার সুবিধা বেছে নিতে পারেন। টিভির অভিজ্ঞতা পছন্দসই করার জন্য পার্টনার কোন পাথ বেছে নেবে এটা তার উপরেই নির্ভর করছে তবে নিম্নলিখিতগুলি হল বিজ্ঞাপন সেটিংসের সাধারণ পাথ।

পাথ 'ক':

  1. সেটিংস
  2. বিষয়ে
  3. আইনি তথ্য
  4. বিজ্ঞাপন

পাথ 'খ':

  1. সেটিংস
  2. পছন্দের ডিভাইস
  3. বিষয়ে
  4. আইনি তথ্য
  5. বিজ্ঞাপন
Google নয় এমন ডিভাইস

কানেক্ট করা অনেক টিভি ডিভাইসে বিজ্ঞাপন শনাক্তকারী কাজ করে এবং ব্যবহারকারীদের 'পছন্দমতো বিষয় অনুযায়ী বিজ্ঞাপনের সুবিধা' থেকে অপ্ট-আউট করার উপায় অফার করে। এখানে এইসব ডিভাইসের সম্পূর্ণ তালিকা এবং Network Advertising Initiative ব্যবহারকারী কোন উপায় বেছে নিতে পারবেন তার তালিকা দেওয়া হল: https://thenai.org/opt-out/connected-tv-choices/.

Google এ কোন বিজ্ঞাপনগুলি আমি দেখতে পাব তা কিভাবে নির্ধারিত হয়?

আপনাকে কোনো বিজ্ঞাপনগুলি দেখানো হবে তা নির্ধারণ করার সময়ে বিভিন্ন দিক নিয়ে চিন্তা করা হয়৷

কখনো কখনো আপনি যে সমস্ত বিজ্ঞাপন দেখেন তা আপনার বর্তমান বা অতীত অবস্থানের উপর নির্ভর করে৷ সাধারণত আপনার IP ঠিকানাই হ'ল আপনার আনুমানিক অবস্থান নির্ণয়ের একটি ভালো উপায়৷ তাই হয়তো আপনি YouTube.com এর হোম পৃষ্ঠায় আপনার দেশের আসন্ন কোনো সিনেমার একটি প্রচারমূলক বিজ্ঞাপন দেখতে পারেন, বা 'পিৎজা' লিখে অনুসন্ধান করার ক্ষেত্রে আপনার শহরে কোথায় পিৎজা পাওয়া যায় এমন জায়গাগুলোর সাথে সম্পর্কযুক্ত ফলাফল পেতে পারেন৷

কখনো কখনো কোনো পৃষ্ঠার বিষয়বস্তুর উপরে ভিত্তি করে আপনাকে বিজ্ঞাপন দেখানো হয়৷ যদি আপনি বাগান করার বিষয়ে পরামর্শমূলক কোনো পৃষ্ঠা দেখেন, তাহলে হয়তো আপনাকে বাগান করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির বিজ্ঞাপন দেখানো হতে পারে৷

এছাড়াও কখনো কখনো ওয়েবে আপনার অ্যাপ কার্যকলাপ বা Google পরিষেবাগুলিতে কার্যকলাপের উপর ভিত্তি করে; আপনার ওয়েব কার্যকলাপের উপর ভিত্তি করে একটি অ্যাপ-মধ্যস্থ বিজ্ঞাপন; অথবা অন্য ডিভাইসে আপনার কার্যকলাপের উপর ভিত্তি করে একটি বিজ্ঞাপন দেখতে পারেন।

কখনো কখনো কোনো পৃষ্ঠায় অন্য কোনো কোম্পানি দ্বারা নির্বাচিত বিজ্ঞাপন Google আপনার সামনে তুলে ধরে৷ উদাহরণস্বরূপ, আপনি হয়তো কোনো সংবাদপত্রের ওয়েবসাইটের সাথে নিবন্ধিত হতে পারেন৷ আপনি সংবাদপত্রটিকে যেসব তথ্য প্রদান করেছেন সেগুলির মাধ্যমে কোন বিজ্ঞাপনগুলি আপনাকে দেখানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ব্যবহার করা হতে পারে, এবং সেই বিজ্ঞাপনগুলি বিতরণ করতে Google এর বিজ্ঞাপন বিতরণ পণ্য ব্যবহার করতে পারে৷

এছাড়া বিজ্ঞাপনদাতাদেরকে আপনার দেওয়া ইমেল ঠিকানার উপরে ভিত্তি করে যা পরে বিজ্ঞাপনদাতাদের মাধ্যমে Google এর সাথে শেয়ার করা হয়েছে এমন ক্ষেত্রে সেই ধরণের তথ্যের উপরে নির্ভর করে আপনি অনুসন্ধান, Gmail, এবং YouTube সহ Google এর পণ্য এবং পরিষেবাগুলিতেও বিজ্ঞাপনগুলি দেখতে পারেন।

আমি যেসব পণ্য পূর্বে দেখেছি Google এ সেগুলির সম্বন্ধে বিজ্ঞাপন দেখতে পাই কেন?

আপনার পূর্বে দেখা পণ্যের জন্য আপনি বিজ্ঞাপন দেখতে পারেন। মনে করুন গল্ফ স্টিক বিক্রি করে এমন একটি ওয়েবসাইট আপনি দেখেছেন, কিন্তু সেই প্রথমবার ওয়েবসাইট থেকে কোনো গল্ফ স্টিক কেনেননি। ওয়েবসাইটের মালিক চাইবেন যে, আপনি যেন আবার তাদের ওয়েবসাইটে আসেন এবং তাদের কাছ থেকে গল্ফ স্টিক কেনেন। Google ওয়েবসাইট অপারেটরদেরকে তাদের পৃষ্ঠা যারা দেখেছেন তাদের উদ্দেশ্যে বিজ্ঞাপন পরিবেশন করার ব্যবস্থা করে দেয়।

এই কাজটি করতে Google হয় আপনার ব্রাউজারের মধ্যে ইতিমধ্যেই রয়েছে এমন কুকিকে পড়বে অথবা আপনি যখন গল্ফ খেলার সাইটটিকে (মনে করুন যে, আপনার ব্রাউজারই এটি করেছে) ঘুরে দেখবেন তখন আপনার ব্রাউজারে একটি কুকিকে স্থাপন করবে৷

আপনি যখন Google এর সাথে কাজ করে এমন অন্য কোনো সাইটে যান, যার সাথে হয়তো গল্ফিংয়ের কোনো সম্পর্কই নেই, সেখানে আপনি সেই গল্ফ ক্লাবগুলির বিজ্ঞাপন দেখতে পারেন৷ এর কারণ হল আপনার ব্রাউজার Google কে সেই একই কুকি পাঠায়৷ তারপরে, আমরা সেই গলফ ক্লাব কিনতে উৎসাহিত করতে পারে এমন একটি বিজ্ঞাপন আপনাকে পরিবেশন করতে সেই কুকিটি ব্যবহার করতে পারি৷

যখন পরে আপনি Google এ গল্ফ স্টিকের জন্য অনুসন্ধান করবেন তখন আপনাকে কাস্টমাইজ করা বিজ্ঞাপন দেখাতে, আপনার দেখা গল্ফ সাইটটি Google দ্বারা ব্যবহৃত হতে পারে।

এই ধরনের বিজ্ঞাপনে আমাদের বিধিনিষেধ রয়েছে। উদাহরণস্বরূপ, আমরা স্বাস্থ্য বিষয়ক তথ্য বা ধর্মীয় বিশ্বাসের মতো সংবেদনশীল তথ্যের উপর ভিত্তি করে, পাঠক নির্বাচন করতে বিজ্ঞাপনদাতাদের বাধা দিয়ে থাকি।

Google বিজ্ঞাপনগুলি সম্পর্কে আরো জানুন৷

Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু