Google কীভাবে কুকিজ ব্যবহার করে

আপনি দেখেছেন এমন কোনও ওয়েবসাইট থেকে আপনার ব্রাউজারে যে ছোট টেক্সট ফাইল পাঠানো হয় তাকে কুকি বলে। এটি সাইটকে আপনার দেখা সম্পর্কিত তথ্য মনে রাখতে সাহায্য করে, যার ফলে আপনি সেই সাইট আবার সহজেই দেখতে পারেন এবং এটিকে আপনার জন্য আরও উপযোগী করে তোলা যায়।

যেমন, আপনার পছন্দের ভাষা মনে রাখতে, আরও প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাতে, ওয়েব পৃষ্ঠা দেখা মানুষের সংখ্যা হিসেব করতে, আমাদের পরিষেবায় সাইন-আপের সময় আপনাকে সাহায্য করতে, ডেটা সুরক্ষিত রাখতে ও আপনার বিজ্ঞাপন সেটিংস মনে রাখতে আমরা কুকি ব্যবহার করি।

এই পৃষ্ঠাটি Google-এর মাধ্যমে ব্যবহার করা বিভিন্ন ধরনের কুকির বর্ণনা দেয়। তাছাড়াও, Google এবং আমাদের পার্টনাররা কীভাবে বিজ্ঞাপনে কুকি ব্যবহার করে তার ব্যাপারেও ব্যাখ্যা করে। কুকি ও অন্যান্য তথ্য ব্যবহারের ক্ষেত্রে আপনার গোপনীয়তা আমরা কীভাবে রক্ষা করি, তার ব্যাপারে জানতে গোপনীয়তা নীতি দেখুন।

Google দ্বারা ব্যবহৃত বিভিন্ন ধরনের কুকি

নিচে বর্ণিত কিছু বা সব কুকি আপনার ব্রাউজারে স্টোর করা থাকতে পারে। কুকি কীভাবে ব্যবহার করা হবে তা ম্যানেজ করতে, আপনি যেকোনও সময়ে g.co/privacytools লিঙ্কে গিয়ে Google-এর 'পছন্দমতো সেটিংস' থেকে নির্দিষ্ট কুকির ব্যবহার প্রত্যাখ্যান করতে পারেন। এছাড়াও আপনি ব্রাউজারে কুকি ম্যানেজ করতে পারেন (যদিও মোবাইল ডিভাইসের ব্রাউজারে হয়ত এই দৃশ্যমানতা পাওয়া যাবে না)। যেমন, আপনি যদি ব্রাউজার হিসেবে Google Chrome ব্যবহার করেন, chrome://settings/cookies লিঙ্ক দেখতে পারেন।

কার্যকারিতা

কার্যকারিতার জন্য ব্যবহার করা কুকি ব্যবহারকারীদের কোনও পরিষেবা বা সাইটের সাথে যোগাযোগ করতে দেয় যাতে ব্যবহারকারী সেই পরিষেবার সাথে মৌলিকভাবে যুক্ত ফিচারগুলি অ্যাক্সেস করতে পারেন। যেসব বিষয়কে পরিষেবার মৌলিক বিষয় বলে মনে করা হয়, তার মধ্যে পড়ে ভাষা বেছে নেওয়ার ব্যাপারে ব্যবহারকারীর পছন্দ, পরিষেবা বজায় রাখতে ও উন্নত করতে সাহায্য করার জন্য প্রোডাক্ট অপ্টিমাইজ করা এবং কোনও শপিং কার্টের কন্টেন্টের মতো ব্যবহারকারীর সেশন সম্পর্কিত তথ্য বজায় রাখা।

কোনও ব্যবহারকারীর পছন্দ বজায় রাখতে কিছু কুকি ব্যবহার করা হয়। যেমন, বেশিরভাগ Google পরিষেবা ব্যবহারকারী লোকজন তাদের ব্রাউজারেই কুকি সংক্রান্ত পছন্দ সেট করতে পারেন, যাকে ‘NID’ বলা হয়। এই কুকিতে একটি অনন্য আইডি রয়েছে যেটি আপনার পছন্দ এবং অন্যান্য তথ্য যেমন, আপনার পছন্দের ভাষা, ফলাফলের পৃষ্ঠাতে আপনি কতগুলি সার্চ ফলাফল দেখতে পছন্দ করেন (যেমন, ১০ বা ২০টি) এবং Google-এর 'নিরাপদ সার্চ' ফিল্টার চালু করতে চান কিনা তা মনে রাখতে ব্যবহার করা হয়। ব্যবহারকারীর শেষ ব্যবহার করার তারিখ থেকে ৬ মাস পরে প্রতিটি NID কুকির মেয়াদ শেষ হয়ে যাবে। YouTube-এর ক্ষেত্রে ‘VISITOR_INFO1_LIVE’ নামে একটি কুকি একই ধরনের কাজ করে এবং এটি পরিষেবাতে কোনও সমস্যা শনাক্ত করতে ও তার সমাধান করতে ব্যবহার করা হয়।

YouTube, ‘PREF’ কুকি ব্যবহার করে ব্যবহারকারীর পছন্দসই পৃষ্ঠা কনফিগার করা ও অটোপ্লে, কন্টেন্ট শাফেল করা ও প্লেয়ার সাইজের মতো প্লেব্যাক পছন্দ সংক্রান্ত তথ্য স্টোর করে। YouTube Music-এর ক্ষেত্রে, এই প্লেব্যাক পছন্দের মধ্যে ভলিউম বাড়ানো-কমানো, 'আবার চালান' মোড ও অটোপ্লে পড়ে। ব্যবহারকারীর শেষ ব্যবহার করার তারিখ থেকে ৮ মাস পরে এই কুকির মেয়াদ শেষ হয়ে যাবে।

কিছু কুকি ব্রাউজ করার কোনও নির্দিষ্ট সেশন চলাকালীন ব্যবহারকারীর অভিজ্ঞতা বজায় রাখা ও তা উন্নত করার জন্য ব্যবহার করা হয়। যেমন, YouTube-এ ব্যবহারকারীর ইনপুট মনে রাখতে ও ব্যবহারকারীর কাজকর্মের সাথে যুক্ত হতে 'YSC’ কুকি ব্যবহার করা হয়। ব্যবহারকারী যতক্ষণ ব্রাউজার খোলা রাখেন, ততক্ষণ এই কুকি কাজ করতে পারে। তাছাড়াও, ‘pm_sess’ কুকি ব্যবহারকারীর ব্রাউজ করার সেশন বজায় রাখতে সাহায্য করে এবং এটি ৩০ মিনিট পর্যন্ত করতে পারে।

Google পরিষেবার পারফর্ম্যান্স উন্নত করতে কিছু কুকি ব্যবহার করা হয়। যেমন, ব্যবহারকারীর প্রাথমিক ইনপুটের উপর ভিত্তি করে সার্চ কোয়েরি অটোকমপ্লিট করার মাধ্যমে সার্চ ফলাফল ডেলিভার করার কাজকে ‘CGIC’ কুকি উন্নত করে। এই কুকি ৬ মাস পর্যন্ত কাজ করে।

নিরাপত্তা

নিরাপত্তার জন্য ব্যবহার করা কুকি, ব্যবহারকারীদের পরিচয় যাচাই করে ও জালিয়াতি আটকায়। এছাড়াও, ব্যবহারকারীরা কোনও পরিষেবার সাথে ইন্টার‍্যাক্ট করলে তাদের সুরক্ষিত রাখে।

কিছু কুকি, ব্যবহারকারীদের পরিচয় যাচাই করতে ব্যবহার করা হয়। এর ফলে কোনও অ্যাকাউন্টের আসল মালিক সেই অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারছেন কিনা তা নিশ্চিত হয়ে যায়। যেমন, আমরা ‘SID’ এবং ‘HSID’ নামে পরিচিত কুকি ব্যবহার করি, যাতে কোনও ব্যবহারকারীর Google অ্যাকাউন্ট আইডি এবং অতি সম্প্রতি সাইন-ইন করার সময় ডিজিটাল উপায়ে সাইন করা ও এনক্রিপ্ট করা রেকর্ডগুলি থাকে। এইসব কুকির সমন্বয় বিভিন্ন রকম সাইবার আক্রমণ ব্লক করতে আমাদের অনুমতি দেয়। যেমন, Google পরিষেবায় জমা দেওয়া ফর্মে যেসব কন্টেন্ট থাকে সেগুলি চুরির চেষ্টা হলে আমরা আটকাতে পারি।

কিছু কুকি স্প্যাম, জালিয়াতি ও অপব্যবহার ঠেকাতে ব্যবহার করা হয়। যেমন, ব্রাউজিং সেশনে কোনও অনুরোধ যেন ব্যবহারকারীই শুধু করতে পারেন সেই বিষয়টি ‘pm_sess’ ও ‘YSC’ কুকি নিশ্চিত করে। অন্যান্য সাইট এই অনুরোধ করলে তা গ্রাহ্য হয় না। উভয় কুকিই ক্ষতিকর সাইটগুলি ব্লক করে দেয়। এইসব সাইট ব্যবহারকারীর সম্মতি নেয় না আর এমনভাবে কাজ করে যা দেখে মনে হয় তারাই যেন ব্যবহারকারী হিসেবে অ্যাকাউন্ট ব্যবহার করছে।

অ্যানালিটিক্স

অ্যানালিটিক্সের জন্য ব্যবহার করা কুকি ডেটা সংগ্রহ করতে সাহায্য করে। এই ডেটা থেকে বোঝা যায় যে ব্যবহারকারী কোনও নির্দিষ্ট পরিষেবার সাথে কীভাবে ইন্টার‍্যাক্ট করেন। এইসব ইনসাইট, পরিষেবাগুলিকে কন্টেন্ট উন্নত করতে ও আরও ভাল ফিচার তৈরি করতে অনুমতি দেয়। এর ফলে ব্যবহারকারীর অভিজ্ঞতা ভাল হয়।

এইসব কুকি বুঝতে সাহায্য করে যে ভিজিটররা সাইটে কী কী দেখছেন বা কী করছেন। যেমন, Google Analytics হল একটি Google প্রোডাক্ট যা ব্যবহার করে সাইট ও অ্যাপের মালিকরা বুঝতে পারেন তাদের পরিষেবা ভিজিটররা কীভাবে ব্যবহার করছেন। এটি Google-এ আসা ভিজিটরদের ব্যক্তিগতভাবে চিহ্নিত না করেও তথ্য সংগ্রহ ও সাইট ব্যবহারের পরিসংখ্যান সম্পর্কে রিপোর্ট করতে কুকির একটি সেট ব্যবহার করতে পারে। Google Analytics-এর ব্যবহার করা প্রধান কুকি হল ‘_ga’ কুকি। ‘_ga’ কুকি একজন ব্যবহারকারীর থেকে অন্যজনকে আলাদাভাবে চিনতে সাহায্য করে এবং ২ বছর পর্যন্ত স্থায়ী হয়। Google পরিষেবা সহ যেসব সাইট Google Analytics প্রয়োগ করে, তারা এই কুকি ব্যবহার করে।

Google পরিষেবা এই রকম অ্যানালিটিক্স কুকিও ব্যবহার করে। এছাড়াও Google Search-এর মতো পরিষেবায় ‘NID’ কুকি এবং YouTube-এ ‘VISITOR_INFO1_LIVE’ কুকি ব্যবহার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপনের জন্যও Google কুকি ব্যবহার করে। এর মধ্যে পড়ে বিজ্ঞাপন উপস্থাপনা ও রেন্ডারিং, পছন্দমতো বিজ্ঞাপন দেখানো (g.co/adsettings লিঙ্কে আপনার বিজ্ঞাপন সেটিংস কী রকম রয়েছে তার উপর ভিত্তি করে), ব্যবহারকারীকে কতবার বিজ্ঞাপন দেখানো হবে তার সংখ্যা নির্ধারণ, আপনি দেখতে চান না এমন বিজ্ঞাপন মিউট করা এবং বিজ্ঞাপন কতটা উপযোগী তার পরিমাপ করা।

  • সাইন-আউট করে থাকা ব্যবহারকারীদের জন্য Google পরিষেবায় Google বিজ্ঞাপন দেখানো ছাড়াও এইসব উদ্দেশ্যে ‘NID’ কুকি ব্যবহার করা হয়
  • Google ছাড়া অন্যান্য সাইটে Google বিজ্ঞাপন দেখানোর সময় এইসব উদ্দেশ্যে ‘IDE’ ও ‘ANID’ কুকি ব্যবহার করা হয়

YouTube-এর মতো অন্যান্য Google পরিষেবাও এইসব কুকি ব্যবহার করতে পারে। এছাড়াও আরও প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাতে ‘VISITOR_INFO1_LIVE’-এর মতো কুকি ব্যবহার করা হয়।

পছন্দমতো বিজ্ঞাপন সাজিয়ে নেওয়ার সেটিং চালু থাকলে, এই সেটিংয়ের কথা মনে করাতে ‘ANID’ কুকি ব্যবহার করা হয় এবং এটি ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (EEA), সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যে ১৩ মাস পর্যন্ত স্থায়ী হয়। তবে বাকি সব জায়গায় এর স্থায়িত্ব হল ২৪ মাস। আপনি পছন্দমতো বিজ্ঞাপন সাজিয়ে নেওয়ার সেটিং বন্ধ করলে, ANID’ কুকি ব্যবহার করে ওই সেটিং ২০৩০ পর্যন্ত সেভ করে রাখা হবে। ব্যবহারকারীর ব্যবহারের শেষ দিন থেকে ৬ মাস পর্যন্ত ‘NID’ কুকির মেয়াদ থাকে। ‘IDE’ কুকি ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (EEA) সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যে ১৩ মাস পর্যন্ত স্থায়ী হয়। তবে বাকি সব জায়গায় এর স্থায়িত্ব হল ২৪ মাস।

বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা কিছু কুকি সেই সব ব্যবহারকারীদের জন্য যারা Google পরিষেবা ব্যবহার করার জন্য সাইন-ইন করেন। যেমন, Google-এর বাইরের সাইটে সাইন-ইন করা ব্যবহারকারীদের শনাক্ত করতে এবং ব্যবহারকারী পছন্দমতো বিজ্ঞাপন বেছে নিয়েছেন কিনা তা মনে রাখতে ‘DSID’ ব্যবহার করা হয়। এটি ২ সপ্তাহ কাজ করে।

Google-এর বিজ্ঞাপন প্ল্যাটফর্মের মাধ্যমে, ব্যবসা Google পরিষেবায় বা Google-এর বাইরের এমন সাইট যেগুলি Google-এর পার্টনার তাতে বিজ্ঞাপন দেখাতে পারে।

থার্ড-পার্টি সাইটে Google যে বিজ্ঞাপন দেখায় তা কিছু কুকি সাপোর্ট করে এবং আপনি যে ওয়েবসাইট দেখেন তার ডোমেনে সেট করা আছে। যেমন, পছন্দমতো বিজ্ঞাপন সহ Google বিজ্ঞাপন দেখানোর জন্য এমন সাইট যাতে ‘_gads’ কাজ করে। ‘_gac_’ দিয়ে শুরু হয় এমন কুকি Google Analytics থেকে আসে এবং বিজ্ঞাপন ক্যাম্পেনের পারফর্ম্যান্স এবং ব্যবহারকারীর অ্যাক্টিভিটি পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। ‘_gads’ কুকি ১৩ মাস কাজ করে এবং ‘_gac_’ কুকি ৯০ দিন কাজ করে।

আপনি যে সাইট দেখেন তাতে বিজ্ঞাপন এবং ক্যাম্পেনের পারফর্ম্যান্স এবং Google বিজ্ঞাপন দেখানোর কনর্ভাসন রেট পরিমাপ করার জন্য কিছু কুকি ব্যবহার করা হয়। যেমন, ‘_gcl_’ দিয়ে শুরু হয় এমন কুকি Google Analytics থেকে আসে এবং বিজ্ঞাপনে ক্লিক করেছেন এমন ভিজিটরদের মধ্যে কতজন শেষ পর্যন্ত অ্যাকশন নিয়েছেন (যেমন, কোনও কেনাকাটা করা) তা নির্ধারণ করতে বিজ্ঞাপনদাতাদের সাহায্য করার জন্য ব্যবহার করা হয়। কনভার্সন রেট পরিমাপ করার জন্য ব্যবহার করা কুকি বিজ্ঞাপন পছন্দমতো সাজানোর জন্য ব্যবহার করা হয় না। ‘_gcl_’ কুকি ৯০ দিন কাজ করে।

পছন্দমতো সাজিয়ে নেওয়া

পছন্দমতো সাজানোর জন্য ব্যবহার করা কুকি, পছন্দমতো কন্টেন্ট এবং ফিচার প্রদান করার মাধ্যমে ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও ভাল করে তোলে।

g.co/privacytools-এ আপনার সেটিংসের ভিত্তিতে, কিছু কুকি পরিষেবার মধ্যে বেশি ভাল সাজেশন দেওয়ার সুবিধা চালু করে। যেমন, ‘VISITOR_INFO1_LIVE’ অতীতের ভিউ এবং সার্চের ভিত্তিতে পছন্দমতো সাজেশন দেওয়ার সুবিধা চালু করে। আর ‘NID’ ব্যবহারকারীর সার্চ করার কোয়েরিতে পছন্দমতো অটো-কমপ্লিট ফিচার চালু করে। ব্যবহারকারী শেষ ব্যবহার করার তারিখ থেকে ৬ মাস পরে এইসব কুকির মেয়াদ শেষ হয়ে যায়।

আপনার ব্রাউজারে কুকি পরিচালনা

ব্রাউজার ব্যবহার করাকালীন কুকি কীভাবে সেট এবং ব্যবহার করা হয় তা বেশিরভাগ ব্রাউজার আপনাকে ম্যানেজ করতে দেয় এবং কুকি ও ব্রাউজিং ডেটা মুছে ফেলতে দেয়। এছাড়াও, আপনার ব্রাউজারে এমন সেটিংস থাকতে পারে যা আপনাকে সাইট অনুযায়ী কুকি ম্যানেজ করতে দেয়। যেমন, Google Chrome-এর সেটিংস আপনাকে আগে থেকে থাকা কুকি মুছে ফেলতে, সমস্ত কুকি ব্লক করতে এবং ওয়েবসাইটের জন্য কুকির অগ্রাধিকার সেট করতে দেয়। এছাড়াও, Google Chrome-এ ছদ্মবেশী মোড-এর সুবিধা আছে, যা সব 'ছদ্মবেশী মোড' বন্ধ করে দেওয়ার পরেও আপনার দেখা সাইটের Chrome ইতিহাস বা কুকি ডিভাইসে স্টোর করে না।

Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু