এটি আমাদের গোপনীয়তা নীতির একটি সংরক্ষণ করা সংস্করণ৷ সাম্প্রতিক সংস্করণ অথবা পূর্বের সব সংস্করণগুলি দেখুন৷

Google-এর গোপনীয়তা নীতি

আপনি যখন আমাদের পরিষেবাগুলি ব্যবহার করেন, তখন আপনি আপনার তথ্য সম্পর্কে আমাদের বিশ্বাস করেন। আমরা বুঝি এটি একটি বড় দায়িত্ব এবং আপনার তথ্য রক্ষা করা ও সবকিছু আপনার নিয়ন্ত্রণে রাখার জন্য কঠোর পরিশ্রম করি।

এই গোপনীয়তা নীতির উদ্দেশ্য হল আমরা কোন তথ্য সংগ্রহ করি, এটি কেন সংগ্রহ করি এবং আপনি কীভাবে আপনার তথ্য আপডেট, পরিচালনা ও রপ্তানি করতে এবং মুছতে পারবেন তা বুঝতে আপনাকে সাহায্য করা।

গোপনীয়তা চেক-আপ

গোপনীয়তা সেটিংস পরিবর্তন করতে চান?

গোপনীয়তা চেক-আপ ব্যবহার করুন

কার্যকর হওয়ার তারিখ ৪ অক্টোবর, ২০২৩ | আর্কাইভ করা সংস্করণ | পিডিএফ ডাউনলোড করুন

আমরা অনেক ধরনের পরিষেবা তৈরি করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে অন্বেষণ করতে ও বিশ্বের সাথে নতুন নতুন উপায়ে ইন্টারঅ্যাক্ট করতে সাহায্য করি। আমাদের পরিষেবাগুলিতে অন্তর্ভুক্ত:

  • Google অ্যাপ, সাইট এবং ডিভাইস; যেমন, সার্চ, YouTube এবং Google হোম
  • Chrome ব্রাউজার এবং Android অপারেটিং সিস্টেমের মত প্ল্যাটফর্ম
  • থার্ড-পার্টি অ্যাপ ও সাইটের মধ্যে ইন্টিগ্রেট করা প্রোডাক্ট; যেমন, বিজ্ঞাপন, বিশ্লেষণ এবং এম্বেড করা Google Maps

আপনার গোপনীয়তা পরিচালনা করতে আপনি বিভিন্ন উপায়ে আমাদের পরিষেবাগুলি ব্যবহার করতে পারেন। উদাহরণ স্বরূপ, যদি আপনি ইমেল এবং ফটোর মতো বিষয়বস্তু তৈরি এবং পরিচালনা করতে চান অথবা খোঁজার আরও প্রাসঙ্গিক ফলাফল দেখতে চান তাহলে আপনি Google অ্যাকাউন্টের জন্য সাইন-আপ করতে পারেন। এছাড়া আপনি সাইন-আউট করে বা কোনও অ্যাকাউন্ট তৈরি না করেই অনেকগুলি Google পরিষেবা ব্যবহার করতে পারবেন, যেমন Google-এ খোঁজা বা YouTube-এর ভিডিওগুলি দেখা। এছাড়া আপনি Chrome-এর ছদ্মবেশী মোড ব্যবহার করে ব্যক্তিগতভাবে ওয়েব ব্রাউজ করতে পারেন। এবং আমাদের সমগ্র পরিষেবা জুড়ে, আমরা কী সংগ্রহ করি এবং আপনার তথ্য কীভাবে ব্যবহার করা হয় তা নিয়ন্ত্রণ করতে আপনার গোপনীয়তা সেটিংস অ্যাডজাস্ট করতে পারেন।

জিনিসগুলি যতটা সম্ভব স্পষ্টভাবে ব্যাখ্যা করতে আমরা মুখ্য শব্দাবলীর জন্য উদাহরণ, ব্যাখ্যামূলক ভিডিও এবং সংজ্ঞা যুক্ত করেছি। এবং যদি এই গোপনীয়তা নীতি সম্পর্কে আপনার কোনও প্রশ্ন থাকে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

Google যে তথ্যগুলি সংগ্রহ করে

আপনি আমাদের পরিষেবাগুলি ব্যবহার করার সময় আমরা যে ধরনের তথ্য সংগ্রহ করি তা আমরা চাই যে আপনি বুঝে নিন

আমাদের সকল ব্যবহারকারীকে সেরা পরিষেবা দিতে আমরা তথ্য সংগ্রহ করি - আপনি কোন ভাষায় কথা বলেন, এই রকম সাধারণ বিষয় থেকে কোন বিজ্ঞাপনগুলি আপনার কাছে সবচেয়ে উপযোগী, অনলাইনে কারা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা কোন YouTube ভিডিওগুলি আপনি পছন্দ করবেন, এই রকম আরও জটিল বিষয় পর্যন্ত বিবেচনা করি। যে তথ্য Google সংগ্রহ করে এবং যে তথ্যটি ব্যবহার করা হয় তা নির্ভর করে আপনি কীভাবে আমাদের পরিষেবাগুলি ব্যবহার করেন এবং কীভাবে আপনি আপনার গোপনীয়তা নিয়ন্ত্রণগুলি পরিচালনা করেন।

আপনি কোনও Google অ্যাকাউন্টে সাইন-ইন না করা অবস্থাতে আমরা আপনি যে ব্রাউজার, অ্যাপ্লিকেশন অথবা ডিভাইসটি ব্যবহার করছেন তার সাথে সংযুক্ত অনন্য শনাক্তকারী দিয়ে সংগ্রহ করা তথ্য সংরক্ষণ করে রাখি। এটি আমাদেরকে আপনার সব ব্রাউজিং সেশনে আপনার পছন্দের ভাষা অথবা আপনাকে আপনার অ্যাক্টিভিটির ভিত্তিতে আরও প্রাসঙ্গিক সার্চ ফলাফল অথবা বিজ্ঞাপন দেখানো হবে কিনা ইত্যাদির মতো অভিরুচিগুলি বজায় রাখতে সাহায্য করে।

আপনি যখন সাইন-ইন করে থাকেন তখন আমরা যে তথ্য সংগ্রহ করি সেগুলি আপনার Google অ্যাকাউন্টের সাথে সংরক্ষণ করি এবং সেগুলিকে আমরা ব্যক্তিগত তথ্য হিসেবে গণ্য করি।

আপনি যা তৈরি করেন বা আমাদের প্রদান করেন

Google অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনি আমাদেরকে নিজের ব্যক্তিগত তথ্য দেন, যেখানে আপনার নাম এবং পাসওয়ার্ড থাকে। এছাড়াও, আপনার অ্যাকাউন্টে আপনি একটি ফোন নম্বর অথবা পেমেন্টের তথ্য যোগ করতে পারেন। এমনকি, আপনি Google অ্যাকাউন্টে সাইন-ইন না করেও আমাদের সাথে তথ্য শেয়ার করতে পারেন — যেমন Google টিমের সাথে যোগাযোগ করতে বা আমাদের পরিষেবা সম্পর্কে আপডেট পাওয়ার জন্য একটি ইমেল আইডি যোগ করতে পারেন।

আমাদের পরিষেবাগুলি ব্যবহার করার সময় আপনার তৈরি করা, আপলোড করা বা অন্যদের কাছ থেকে পাওয়া বিষয়বস্তুও আমরা সংগ্রহ করি। এতে অন্তর্ভুক্ত থাকে আপনি লিখে থাকা এবং পেয়ে থাকা ইমেল, আপনি সংরক্ষণ করে থাকা ফটো এবং ভিডিও, আপনার তৈরি করা নথিপত্র এবং স্প্রেডশিট এবং YouTube ভিডিওতে আপনার করা মন্তব্যগুলি।

আপনি আমাদের পরিষেবাগুলি ব্যবহার করার সময় আমরা যে তথ্য সংগ্রহ করি

আপনার অ্যাপ, ব্রাউজার ও ডিভাইস

আমরা Google পরিষেবাগুলি অ্যাক্সেস করতে আপনার ব্যবহার করা অ্যাপ, ব্রাউজার এবং ডিভাইস সম্পর্কে তথ্য সংগ্রহ করি, যা আমাদের অটোমেটিক প্রোডাক্ট আপডেট ইত্যাদির মতো বৈশিষ্ট্য প্রদান করতে এবং আপনার ব্যাটারির চার্জ কম থাকলে স্ক্রিনের আলো কমিয়ে দিতে সাহায্য করে।

আমাদের সংগ্রহ করা তথ্যে অন্তর্ভুক্ত থাকে অনন্য শনাক্তকারী, ব্রাউজারের প্রকার এবং সেটিংস, ডিভাইসের ধরন এবং সেটিংস, অপারেটিং সিস্টেম, ক্যারিয়ারের নাম এবং ফোন নম্বর সহ মোবাইল নেটওয়ার্কের তথ্য এবং অ্যাপ্লিকেশনের সংস্করণ নম্বর। এছাড়া আমরা আইপি ঠিকানা, ক্র্যাশ রিপোর্ট, সিস্টেম অ্যাক্টিভিটি এবং তারিখ, সময় ও আপনার অনুরোধের রেফারার ইউআরএল সহ আমাদের পরিষেবাগুলির সাথে আপনার অ্যাপ, ব্রাউজার এবং ডিভাইসের ইন্টারঅ্যাকশনের বিষয়েও তথ্য সংগ্রহ করি।

যখন আপনার ডিভাইসের একটি Google পরিষেবা আমাদের সার্ভারের সাথে যোগাযোগ করে তখন আমরা এই তথ্য সংগ্রহ করি –উদাহরণ স্বরূপ, যখন আপনি Play Store থেকে কোনও অ্যাপ্লিকেশন ইনস্টল করেন বা কোনও অটোমেটিক আপডেট আছে কিনা তার জন্য কোনও পরিষেবা দিয়ে পরীক্ষা করা হয়। আপনি যদি Google অ্যাপ থাকা একটি Android ডিভাইস ব্যবহার করেন , তাহলে আপনার ডিভাইস এবং আমাদের পরিষেবাগুলির সাথে সংযোগ সম্পর্কে তথ্য প্রদান করতে আপনার ডিভাইস নিয়মিতভাবে Google সার্ভারের সাথে যোগাযোগ করে। এই তথ্যের মধ্যে থাকে আপনার ডিভাইসের ধরন এবং পরিষেবা প্রদানকারীর নাম, ক্র্যাশ রিপোর্ট, কোন অ্যাপ ইনস্টল করেছেন ও আপনার ডিভাইসের সেটিংস অনুযায়ী, কীভাবে আপনি নিজের Android ডিভাইস ব্যবহার করছেন সেই সম্পর্কে অন্যান্য তথ্য

আপনার অ্যাক্টিভিটি

আমাদের পরিষেবাগুলিতে আপনার করা অ্যাক্টিভিটি সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করি, যা দিয়ে আমরা আপনার ভাল লাগতে পারে এমন YouTube ভিডিও সুপারিশ করা ইত্যাদির মতো কাজ করি। আমরা সংগ্রহ করা অ্যাক্টিভিটির তথ্যে অন্তর্ভুক্ত হতে পারে:

আপনি যদি আমাদের পরিষেবা ব্যবহার করে কল করে থাকেন বা কল রিসিভ করে থাকেন, আমরা হয়ত কল ও মেসেজ লগ সম্পর্কিত তথ্য যেমন আপনার ফোন নম্বর, যিনি কল করছেন তার ফোন নম্বর, যিনি কল ধরছেন তার নম্বর, ফরওয়ার্ড করা নম্বর, ইমেল প্রেরক ও প্রাপকের ইমেল আইডি, কল ও মেসেজের সময় ও তারিখ, কলের সময়সীমা, রুটিং তথ্য এবং কল ও মেসেজের ধরন এবং সংখ্যা ইত্যাদি সংগ্রহ করতে পারি।

আপনি Google অ্যাকাউন্টে গিয়ে আপনার অ্যাকাউন্টে সংরক্ষণভ করা অ্যাক্টিভিটির তথ্য খুঁজতে এবং পরিচালনা করতে পারেন।

Google অ্যাকাউন্টে যান

আপনার অবস্থানের তথ্য

যখন আপনি আমাদের পরিষেবাগুলি ব্যবহার করেন তখন আমরা আপনার অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করি, যা আপনাকে গাড়ী চালনার দিকনির্দেশনা দিতে, আপনার আশেপাশের বিষয়ে সার্চ ফলাফল দেখাতে এবং আপনার সাধারণ লোকেশন অনুসারে বিজ্ঞাপন দেখাতে আমাদের সাহায্য করে।

আপনার অবস্থান সঠিক মানটি বিভিন্ন বৈশিষ্ট্য দিয়ে নির্ধারণ করা হয়:

আমাদের সংগ্রহ করা লোকেশনের ডেটা এবং আমরা তা কতদিন ধরে রেখে দিই তা আংশিকভাবে আপনার ডিভাইস এবং অ্যাকাউন্ট সেটিংসের উপর নির্ভর করে। যেমন, আপনি ডিভাইসের সেটিংস অ্যাপ ব্যবহার করে আপনার Android ডিভাইসের লোকেশন চালু বা বন্ধ করতে পারেন। আপনি লোকেশনের ইতিহাস চালু করে সাইন-ইন করা ডিভাইস নিয়ে যেসব জায়গায় যান তার জন্য ব্যক্তিগত ম্যাপ তৈরি করতে পারেন। এবং ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি সেটিং চালু করা থাকলে, Google পরিষেবায় আপনার সার্চ এবং অন্যান্য অ্যাক্টিভিটি, যার মধ্যে লোকেশন সম্পর্কিত তথ্যও অন্তর্ভুক্ত থাকতে পারে, তা আপনার Google অ্যাকাউন্টে সেভ করা হয়। আমরা কীভাবে লোকেশন সম্পর্কিত তথ্য ব্যবহার করি সেই সম্পর্কে আরও জানুন।


কিছু পরিস্থিতিতে, Google সর্বজনীনভাবে অ্যাক্সেসযোগ্য সোর্স থেকেও আপনার সম্বন্ধে তথ্য সংগ্রহ করে। যেমন, যদি আপনার স্থানীয় সংবাদপত্রে আপনার নাম বেরিয়ে থাকে তাহলে Google-এর সার্চ ইঞ্জিন সেই নিবন্ধকে ইন্ডেক্স করতে পারে এবং অন্য কেউ আপনার নাম খুঁজলে সেটি তাদের দেখানো হতে পারে। আমরা আপনার সম্পর্কে বিশ্বস্ত সহযোগীদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করতে পারি, যেমন ডিরেক্টরি পার্টনার, যারা Google-এর পরিষেবায় দেখানোর জন্য ব্যবসার তথ্য সরবরাহ করেন, মার্কেটিং পার্টনার, যারা আমাদের ব্যবসায়িক পরিষেবার সম্ভাব্য গ্রাহকদের সম্পর্কে তথ্য সরবরাহ করেন এবং নিরাপত্তা পার্টনার, যারা অপব্যবহারের বিরুদ্ধে নিরাপত্তা দিতে আমাদের তথ্য সরবরাহ করেন। এছাড়া, বিজ্ঞাপনদাতাদের হয়ে বিজ্ঞাপন ও গবেষণা পরিষেবা দেওয়ার জন্য আমরা বিজ্ঞাপনের পার্টনারের থেকে তথ্য পাই।

তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করার জন্য আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি; যেমন কুকিজ, পিক্সেল ট্যাগ, স্থানীয় স্টোরেজ; যেমন, ব্রাউজারের ওয়েব স্টোরেজ বা অ্যাপ্লিকেশন ডেটা ক্যাশ, ডেটাবেস এবং সার্ভার লগ

Google কেন ডেটা সংগ্রহ করে

আমাদের পরিষেবাগুলি আরও ভাল করতে আমরা ডেটা ব্যবহার করি

আমাদের সব পরিষেবা থেকে সংগ্রহ করা তথ্য আমরা নিম্নলিখিত উদ্দেশ্যে ব্যবহার করি:

আমাদের পরিষেবা প্রদান করতে

আমাদের পরিষেবাগুলি প্রদান করতে আমরা আপনার তথ্য ব্যবহার করি; যেমন, ফলাফল প্রদান করতে খোঁজার জন্য আপনার ব্যবহার করে থাকা শব্দগুলি প্রক্রিয়া করা বা আপনার পরিচিতি থেকে প্রাপকের পরামর্শ দেওয়ার মাধ্যমে বিষয়বস্তু শেয়ার করতে আপনাকে সাহায্য করা।

আমাদের পরিষেবাগুলি রক্ষণাবেক্ষণ এবং উন্নত করা

আমাদের পরিষেবাগুলি সঠিক উদ্দেশ্যে কাজ করছে কিনা নিশ্চিত করতেও আমরা আপনার তথ্য ব্যবহার করি, যেমন কোনও বিভ্রাট বা আপনার জানানো কোনও সমস্যার সমাধান ট্র্যাক করা। এবং আমাদের পরিষেবাগুলি আরও উন্নত করতে আমরা আপনার তথ্য ব্যবহার করি - যেমন, খোঁজার কোন শব্দগুলিতে সচরাচর বেশি বানান ভুল হয় সেগুলি বুঝতে পারলে আমাদের সব পরিষেবা জুড়ে ব্যবহার করা বানান ঠিক করার বৈশিষ্ট্য আরও উন্নত করতে পারব।

নতুন পরিষেবা বিকাশ করা

আগে থেকে থাকা পরিষেবা দিয়ে সংগ্রহ করা তথ্যকে আমরা নতুন পরিষেবার বিকাশে সাহায্য করার জন্য ব্যবহার করি। যেমন, Google-এর প্রথম ফটো অ্যাপ Picasa-তে ব্যবহারকারীরা কীভাবে তাদের ফটো সাজিয়ে রাখেন তা বোঝার ফলে, আমাদের Google ফটো ডিজাইন এবং চালু করতে সাহায্য করেছে।

নিজের মতো সাজানো পরিষেবা প্রদান করা, বিষয়বস্তু এবং বিজ্ঞাপন সহ

সংগ্রহ করা তথ্যকে আমরা আপনার জন্য আমাদের পরিষেবাগুলি কাস্টমাইজ করতে ব্যবহার করি, যাতে অন্তর্ভুক্ত রয়েছে পরামর্শ, নিজের মতো সাজানো বিষয়বস্তু এবং সার্চের কাস্টমাইজ করা ফলাফল প্রদান করা। যেমন, নিরাপত্তা পরীক্ষা দিয়ে আপনাকে, আপনি কীভাবে Google প্রোডাক্ট ব্যবহার করেন তার সাথে মানানসই নিরাপত্তা সম্পর্কিত পরামর্শ দেওয়া হয়। আগে থেকে ইনস্টল করা অ্যাপ এবং YouTube-এ আপনার দেখা ভিডিও ইত্যাদির মতো তথ্য ব্যবহার করে Google Play আপনাকে নতুন অ্যাপের বিষয়ে সাজেশন দেয় যেগুলি আপনার ভাল লাগতে পারে।

আপনার সেটিংসের ভিত্তিতে, আমরা আপনাকে পছন্দসই বিজ্ঞাপন আপনার আগ্রহের ভিত্তিতেও দেখাতে পারি। যেমন, আপনি “মাউন্টেন বাইক” সার্চ করলে, YouTube-এ খেলার সরঞ্জামের জন্য বিজ্ঞাপন দেখতে পেতে পারেন। আমার বিজ্ঞাপন কেন্দ্রতে থাকা আপনার বিজ্ঞাপনের সেটিংসে গিয়ে আপনাকে বিজ্ঞাপন দেখানোর জন্য আমরা যেসব তথ্য ব্যবহার করি তা নিয়ন্ত্রণ করতে পারবেন।

  • আমরা জাতি, ধর্ম, যৌন অভিমুখ বা স্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয়গুলির উপর ভিত্তি করে নিজের মতো করে সাজানো বিজ্ঞাপন দেখাই না।
  • ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রে আপনার Drive, Gmail অথবা Photos-এর কন্টেন্ট আমরা বিবেচনা করি না।
  • আপনাকে ব্যক্তিগতভাবে শনাক্ত করা যায় এমন তথ্য, যেমন আপনার নাম বা ইমেল, আপনি বিজ্ঞাপনদাতাদের সাথে শেয়ার করি না, যদি না আপনি আমাদেরকে বলেন। যেমন, যদি আপনি আশেপাশের ফুলের দোকানের বিজ্ঞাপন দেখতে পান এবং "ট্যাপ-টু-কল" বোতামটি বেছে নেন তাহলে আমরা আপনার কলটি সংযোগ করব এবং আপনার ফোন নম্বর ফুলের দোকানের সাথে শেয়ার করতে পারি।

'আমার বিজ্ঞাপন কেন্দ্র' দেখুন

কর্মক্ষমতা পরিমাপ করা

আমাদের পরিষেবা কীভাবে ব্যবহার করা হয় তা বুঝতে আমরা ডেটা বিশ্লেষণ এবং পরিমাপ করে থাকি। যেমন, আমরা প্রোডাক্ট ডিজাইন ইত্যাদি অপ্টিমাইজ করার জন্য আমাদের সাইটে আপনার ঘুরে দেখা সম্পর্কিত ডেটা বিশ্লেষণ করি। পাশাপাশি আমরা বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপন ক্যাম্পেনের কর্মক্ষমতা বুঝতে সাহায্য করার জন্য আপনি যে বিজ্ঞাপনের সাথে ইন্টারঅ্যাক্ট করেন সেগুলি সম্পর্কিত তথ্যও ব্যবহার করি। এটি করতে আমরা Google Analytics সহ বিভিন্ন টুল ব্যবহার করি। যখন আপনি এমন সাইটে যান অথবা এমন অ্যাপ ব্যবহার করেন যেগুলি Google Analytics ব্যবহার করে তখন Google Analytics গ্রাহক হয়ত Google-কে আমাদের বিজ্ঞাপন পরিষেবা ব্যবহার করে এমন অন্যান্য সাইটের অথবা অ্যাপের অ্যাক্টিভিটির সাথে সেই সাইটে অথবা অ্যাপে আপনার অ্যাক্টিভিটি সম্পর্কে তথ্য লিঙ্ক করতে পারে

আপনার সাথে যোগাযোগ করা

আমাদের সংগ্রহ করা তথ্য, যেমন ইমেল আইডি, আমরা আপনার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য ব্যবহার করি। উদাহরণ স্বরূপ, যদি আমরা কোনও সন্দেহজনক অ্যাক্টিভিটি, যেমন একটি অস্বাভাবিক অবস্থান থেকে আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করার চেষ্টা, শনাক্ত করি তাহলে আমরা আপনাকে একটি বিজ্ঞপ্তি পাঠাতে পারি। অথবা আমাদের পরিষেবার আসন্ন পরিবর্তন বা উন্নতি সম্পর্কে আমরা আপনাকে জানাতে পারি। এবং যদি আপনি Google-এর সাথে যোগাযোগ করেন তাহলে আপনার যেকোনও সমস্যা সমাধান করাতে সাহায্য করার জন্য আমরা আপনার অনুরোধের একটি রেকর্ড রাখব।

Google, আমাদের ব্যবহারকারী এবং জনগণের সুরক্ষা করা

আমাদের পরিষেবার নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা উন্নত করতে সাহায্য করার জন্য আমরা তথ্য ব্যবহার করি। এর মধ্যে রয়েছে Google-এ, আমাদের ব্যবহারকারীদের বা লোকজনের ক্ষতি করতে পারে এমন প্রতারণা, অপব্যবহার, নিরাপত্তা ঝুঁকি এবং প্রযুক্তিগত সমস্যা শনাক্ত করা, প্রতিরোধ এবং সমাধান করার সুবিধা।


আপনার তথ্য এই উদ্দেশ্যে প্রক্রিয়া করতে আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি। আমরা অটোমেটেড সিস্টেম ব্যবহার করি যা আপনার বিষয়বস্তু বিশ্লেষণ করে আপনাকে কাস্টমাইজ করা সার্চ ফলাফল, নিজের মতো সাজিয়ে নেওয়া বিজ্ঞাপন বা আপনি আমাদের পরিষেবাগুলি কীভাবে ব্যবহার করেন তার সাথে সংগতিপূর্ণ অন্যান্য বৈশিষ্ট্য প্রদান করে। এবং অপব্যবহার যেমন, স্প্যাম, ম্যালওয়্যার এবং অবৈধ বিষয়বস্তু ইত্যাদি শনাক্ত করায় আমাদের সাহায্য করতে আমরা আপনার বিষয়বস্তু বিশ্লেষণ করি। এছাড়া, ডেটার প্যাটার্ন শনাক্ত করতে আমরা অ্যালগরিদম ব্যবহার করি। উদাহরণ স্বরূপ, আপনি Google অনুবাদকে যা কিছু অনুবাদ করতে বলেন, তা থেকে সচরাচর ব্যবহার করা বাক্যখণ্ড শনাক্ত করে তা মানুষকে এক ভাষা থেকে অন্য ভাষায় কথোপকথন করতে সাহায্য করে।

উপরে উল্লিখিত উদ্দেশ্যের জন্য আমাদের পরিষেবাগুলিতে এবং আপনার ডিভাইসগুলিতে আমরা সংগৃহীত তথ্যকে একত্রিত করতে পারি। যেমন, আপনি যদি YouTube-এ কোনও গিটার শিল্পীর ভিডিও দেখেন তাহলে আপনি আমাদের বিজ্ঞাপনের প্রোডাক্ট ব্যবহার করছে এমন সাইট ব্রাউজ করার সময় হয়ত গিটার শেখা সম্পর্কে বিজ্ঞাপন দেখতে পাবেন। আপনার অ্যাকাউন্ট সেটিংসের উপর নির্ভর করে, Google-এর পরিষেবা এবং Google দ্বারা সরবরাহ করা বিজ্ঞাপনের মান উন্নত করতে অন্যান্য সাইট এবং অ্যাপে আপনার অ্যাক্টিভিটির সাথে আপনার ব্যক্তিগত তথ্য সংযুক্ত করা হতে পারে।

যদি অন্য ব্যবহারকারীদের কাছে আগে থেকেই আপনার ইমেল অথবা আপনাকে চিহ্নিত করা যায় এমন অন্যান্য তথ্য রয়েছে, তাহলে আমরা তাদেরকে আপনার Google অ্যাকাউন্টের সর্বজনীন তথ্য দেখাতে পারি, যেমন আপনার নাম এবং ফটো। উদাহরণস্বরূপ, এটি অন্যদেরকে আপনার কাছ থেকে আসা একটি ইমেল চিনে নিতে সাহায্য করে।

এই গোপনীয়তা নীতিতে অন্তর্ভুক্ত নয় এমন একটি উদ্দেশ্যে আপনার তথ্য ব্যবহার করার আগে আমরা আপনার সম্মতি চাইব।

আপনার গোপনীয়তার নিয়ন্ত্রণগুলি

আমাদের সংগ্রহ করা তথ্য এবং সেগুলির ব্যবহার সম্পর্কে আপনার কাছে বিকল্প রয়েছে

এই বিভাগে আমাদের সব পরিষেবা জুড়ে আপনার গোপনীয়তা পরিচালনার জন্য মুখ্য নিয়ন্ত্রণগুলির বিষয়ে বর্ণনা করা হয়। এছাড়া আপনি গোপনীয়তা পরীক্ষা পরিদর্শন করতে পারেন, যেখানে আপনি গুরুত্বপূর্ণ গোপনীয়তা সেটিংস পর্যালোচনা এবং অ্যাডজাস্ট করার সুযোগ পাবেন। এই সরঞ্জামগুলি ছাড়াও, আমাদের প্রোডাক্টের মধ্যেও আমরা নির্দিষ্ট গোপনীয়তা সেটিংস প্রদান করি - আপনি আমাদের প্রোডাক্ট সম্পর্কিত গোপনীয়তা নির্দেশিকা থেকে আরও জানতে পারবেন।

গোপনীয়তা পরীক্ষাতে যান

আপনার তথ্য পরিচালনা, পর্যালোচনা এবং আপডেট করা

আপনি যখন সাইন-ইন করে থাকেন তখন আপনি যে পরিষেবাগুলি ব্যবহার করেন সেগুলি পরিদর্শন করার মাধ্যমে যেকোনও সময়ে তথ্য পর্যালোচনা ও আপডেট করতে পারেন। যেমন, ফটো এবং ড্রাইভ উভয়ই আপনাকে Google-এ সংরক্ষণ করা বিশেষ ধরনের বিষয়বস্তু পরিচালনা করতে সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে।

এছাড়া আমরা আপনার Google অ্যাকাউন্টে সংরক্ষণ করা তথ্যের পর্যালোচনা এবং নিয়ন্ত্রণের জন্য একটি জায়গা তৈরি করেছি। আপনার Google অ্যাকাউন্টে অন্তর্ভুক্ত আছে:

গোপনীয়তার নিয়ন্ত্রণগুলি

অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণগুলি

আপনার অ্যাকাউন্টে আপনি কী ধরনের অ্যাক্টিভিটি সেভ করতে চান তা নির্ধারণ করুন। যেমন, আপনি YouTube ইতিহাস চালু করে রাখলে, যেসব ভিডিও আপনি দেখেন এবং যেসব জিনিস সার্চ করেন তা আপনার অ্যাকাউন্টে সেভ করা থাকে যাতে আরও ভাল সাজেশন পেতে এবং কোথায় ছেড়েছেন তা মনে করতে পারেন। এবং ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি চালু করে রাখলে, Google-এর অন্যান্য পরিষেবায় আপনার করা সার্চ ও অ্যাক্টিভিটি অ্যাকাউন্টে সেভ করা থাকে যাতে আরও দ্রুত সার্চ ও সহায়ক অ্যাপ এবং কন্টেন্ট সম্পর্কে সাজেশনের মত আরও পছন্দমতো অভিজ্ঞতা পেতে পারেন। ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটির একটি সাবসেটিং আছে যা অন্যান্য সাইট, অ্যাপ ও ডিভাইস যা Google পরিষেবা ব্যবহার করে সেখানে আপনার করা অ্যাক্টিভিটি সম্পর্কিত তথ্য যেমন আপনার ইনস্টল করা ও Android-এ ব্যবহার করা অ্যাপ, Google অ্যাকাউন্টে সেভ করা ও Google পরিষেবা উন্নত করতে ব্যবহার করা হবে কিনা তা কন্ট্রোল করার অনুমতি দেয়।

অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণগুলিতে যান

বিজ্ঞাপনের সেটিংস

Google-এ এবং বিজ্ঞাপন দেখানোর জন্য Google-এর পার্টনার হয়ে থাকা সাইটে এবং অ্যাপে আপনাকে দেখানো বিজ্ঞাপন সম্পর্কে আপনার অভিরুচি পরিচালনা করুন। আপনি নিজের অভিরুচি পরিবর্তন করতে পারেন, আপনার ব্যক্তিগত তথ্য আপনার জন্য আরও প্রাসঙ্গিক বিজ্ঞাপন তৈরি করতে ব্যবহার করা হবে কিনা বেছে নিতে পারেন এবং নির্দিষ্ট বিজ্ঞাপন পরিষেবা চালু বা বন্ধ করতে পারেন।

'আমার বিজ্ঞাপন কেন্দ্র' দেখুন

আপনার সম্পর্কে

আপনার Google অ্যাকাউন্টে ব্যক্তিগত তথ্য ম্যানেজ এবং Google পরিষেবা জুড়ে কারা এটি দেখতে পারবেন তা কন্ট্রোল করুন।

"আপনার সম্পর্কে" বিকল্পে যান

শেয়ার করা প্রস্তাব

আপনার নাম এবং ফটো আপনার অ্যাক্টিভিটির পাশে দেখানো হবে কিনা তা বেছে নিন, যেমন বিজ্ঞাপনে দেখানো পর্যালোচনা এবং পরামর্শ।

শেয়ার করা প্রস্তাবে যান

যেসব সাইট ও অ্যাপ Google পরিষেবা ব্যবহার করে

সেই তথ্য ম্যানেজ করুন যা Google Analytics-এর মতো Google পরিষেবা ব্যবহারকারী ওয়েবসাইট ও অ্যাপ, আপনি Google দেখা বা এর পরিষেবার সাথে ইন্টার‍্যাক্ট করার সময় তার সাথে শেয়ার করতে পারে।

আমাদের পরিষেবা ব্যবহার করে এমন সাইট বা অ্যাপ থেকে Google কীভাবে তথ্য ব্যবহার করে-এ যান

আপনার তথ্য পর্যালোচনা ও আপডেট করার উপায়

আমার অ্যাক্টিভিটি

"আমার অ্যাক্টিভিটি" দিয়ে আপনি খোঁজা বা Google Play পরিদর্শন করা ইত্যাদির মতো Google পরিষেবা সাইন ইন থাকা অবস্থায় ব্যবহার করার সময় আপনার Google অ্যাকাউন্টে সেভ হওয়া ডেটা পর্যালোচনা এবং নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি তারিখ এবং বিষয় অনুযায়ী ব্রাউজ করতে পারেন এবং আপনার অ্যাক্টিভিটি আংশিকভাবে অথবা সম্পূর্ণভাবে মুছে ফেলতে পারেন।

"আমার অ্যাক্টিভিটি"তে যান

Google ড্যাশবোর্ড

Google ড্যাশবোর্ড দিয়ে আপনি কোনও নির্দিষ্ট প্রোডাক্টের সাথে সম্পর্কিত তথ্য পরিচালনা করতে পারবেন।

ড্যাশবোর্ডে যান

আপনার ব্যক্তিগত তথ্য

আপনার যোগাযোগের তথ্য পরিচালনা করুন; যেমন আপনার নাম, ইমেল এবং ফোন নম্বর।

ব্যক্তিগত তথ্যে যান

আপনি সাইন-আউট করা থাকলে, আপনার ব্রাউজার বা ডিভাইসের সাথে সংশ্লিষ্ট তথ্য আপনি পরিচালনা করতে পারেন, এতে অন্তর্ভুক্ত:

  • সাইন-আউট সার্চ নিজের মতো সাজানো: আপনাকে আরও প্রাসঙ্গিক ফলাফল এবং পরামর্শ দেখানোর জন্য আপনার সার্চ অ্যাক্টিভিটি ব্যবহার করা হয় কিনা তা বেছে নিন
  • YouTube সেটিংস: YouTube-এর খোঁজার ইতিহাস এবং আপনার YouTube-এর দেখার ইতিহাস পজ করে সেগুলি মুছে ফেলুন।
  • বিজ্ঞাপনের সেটিংস: Google-এ এবং বিজ্ঞাপন দেখানোর জন্য Google-এর অংশীদার হয়ে থাকা সাইটে এবং অ্যাপে আপনাকে দেখানো বিজ্ঞাপন সম্পর্কে আপনার অভিরুচি পরিচালনা করুন।

আপনার তথ্য রপ্তানি করা, সরিয়ে দেওয়া ও মুছে ফেলা

যদি আপনার Google অ্যাকাউন্টে থাকা বিষয়বস্তুর ব্যাক-আপ নিতে চান বা Google-এর বাইরে কোনও পরিষেবায় ব্যবহার করতে চান তাহলে আপনি তার একটি কপি রপ্তানি করতে পারেন।

আপনার ডেটা রপ্তানি করুন

আপনার তথ্য মুছে ফেলার জন্য, আপনি:

আপনার তথ্য মুছুন

অপ্রত্যাশিতভাবে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করতে না পারলে, অ্যাক্টিভ না থাকা অ্যাকাউন্ট ম্যানেজার ফিচার ব্যবহার করে অন্য কাউকে আংশিকভাবে আপনার Google অ্যাকাউন্টে লগ-ইন করার অনুমতি দিতে পারবেন।

এবং শেষে, আপনি প্রযোজ্য আইন ও নীতি অনুযায়ী কোনও নির্দিষ্ট Google পরিষেবা থেকে কন্টেন্ট সরিয়ে দেওয়ার অনুরোধ জানাতেও পারবেন।


আপনি Google অ্যাকাউন্টে সাইন-ইন করে আছেন কিনা তা নির্বিশেষে Google সংগ্রহ করে এমন তথ্য নিয়ন্ত্রণের অন্যান্য উপায় রয়েছে, এতে রয়েছে:

  • ব্রাউজারের সেটিংস: উদাহরণ স্বরূপ, Google আপনার ব্রাউজারে কখন একটি কুকি সেট করেছে তা আপনাকে জানিয়ে দিতে আপনার ব্রাউজার কনফিগার করতে পারেন। আপনি কোনও নির্দিষ্ট ডোমেন বা সব ডোমেন থেকে সব কুকি ব্লক করতে আপনার ব্রাউজার কনফিগার করতে পারেন। তবে মনে রাখবেন যে আমাদের পরিষেবাগুলি সঠিকভাবে কাজ করার জন্য কুকির উপর নির্ভর করে; যেমন, আপনার ভাষা সম্পর্কিত অভিরুচি মনে রাখা।
  • ডিভাইস-স্তরের সেটিংস: আপনার ডিভাইসে এমন কোনও নিয়ন্ত্রণ থাকতে পারে যা নির্ধারণ করে যে আমরা কোন তথ্য সংগ্রহ করি। যেমন, আপনার Android ডিভাইসে আপনি অবস্থান সেটিংস পরিবর্তন করতে পারেন।

আপনার তথ্য শেয়ার করা

আপনি যখন আপনার তথ্য শেয়ার করেন

আমাদের অনেক পরিষেবা আপনাকে অন্যদের সাথে তথ্য শেয়ার করতে দেয় এবং আপনি কীভাবে শেয়ার করবেন তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন, আপনি YouTube-এ আপনার ভিডিও সর্বজনীনভাবে শেয়ার করতে পারেন বা সেগুলিকে ব্যক্তিগত রাখার সিদ্ধান্ত নিতে পারেন। মনে রাখবেন, যখন আপনি সর্বজনীনভাবে তথ্য শেয়ার করেন, তখন আপনার বিষয়বস্তু Google সার্চ সহ অন্যান্য সার্চ ইঞ্জিনের মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে।

আপনি সাইন-ইন করে যখন কিছু Google পরিষেবার সাথে ইন্টার‍্যাক্ট করেন, যেমন কোনও YouTube ভিডিওতে মন্তব্য করা বা Play-তে কোনও অ্যাপ পর্যালোচনা করা, তখন আপনার অ্যাক্টিভিটির পাশে আপনার নাম ও ফটো দেখানো হয়। এছাড়াও আমরা আপনার শেয়ার করা অনুমোদন সেটিং-এর ভিত্তিতে বিজ্ঞাপনে এই তথ্য দেখাতে পারি।

যখন Google আপনার তথ্য শেয়ার করে

নিম্নোক্ত পরিস্থিতি ছাড়া আমরা কোনও কোম্পানি, সংস্থা অথবা Google এর বাইরে কোনও ব্যক্তির সাথে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করি না:

আপনার সম্মতির সঙ্গে

আপনি সম্মতি দিলে তবেই আমরা Google-এর বাইরে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করব। যেমন, আপনি বুকিং পরিষেবার মাধ্যমে Google Home ব্যবহার করে রিজার্ভেশন করলে, আপনার নাম বা ফোন নম্বর রেস্তোরাঁর সাথে শেয়ার করার আগে আমরা আপনার অনুমতি নেব। এছাড়াও আমরা আপনাকে সেইসব থার্ড-পার্টি অ্যাপ ও সাইট পর্যালোচনা এবং ম্যানেজ করার অনুমতিও দিই, যাদের আপনি আপনার Google অ্যাকাউন্টের ডেটায় অ্যাক্সেস দিয়েছেন। কোনও সংবেদনশীল ব্যক্তিগত তথ্য শেয়ার করার জন্য আমরা স্পষ্টভাবে আপনার সম্মতি চাইব।

ডোমেন এডমিনিস্ট্রেটর দ্বারা

Google পরিষেবা ব্যবহার করে এমন সংস্থার সাথে যদি আপনি কাজ করেন বা সেখানকার স্টুডেন্ট হন, সেখানে ডোমেন অ্যাডমিনিস্ট্রেটর এবং রিসেলার যারা আপনার অ্যাকাউন্ট ম্যানেজ করেন তারা আপনার Google অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন। তারা হয়তো এইগুলি করতে পারবে:

  • আপনার অ্যাকাউন্টে স্টোর করা তথ্য অ্যাক্সেস করা এবং রেখে দেওয়া, যেমন আপনার ইমেল
  • আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত পরিসংখ্যান দেখা; যেমন, আপনি কতগুলি অ্যাপ ইনস্টল করেন
  • আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করা
  • আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস নিলম্বিত করা বা বন্ধ করা
  • প্রযোজ্য আইন, নিয়ম, আইনি প্রক্রিয়া বা প্রয়োগযোগ্য সরকারি অনুরোধ পূরণ করার জন্য আপনার অ্যাকাউন্টের তথ্য পাওয়া
  • আপনার তথ্য বা গোপনীয়তা সেটিংস মোছা বা এডিট করা সম্পর্কে আপনার ক্ষমতা সীমিত করা

বহিরাগত প্রক্রমনের জন্য

আমরা আমাদের অ্যাফিলিয়েট, অন্যান্য বিশ্বস্ত ব্যবসা বা ব্যক্তিদের, আমাদের নির্দেশাবলীর উপর ভিত্তি করে এবং আমাদের গোপনীয়তা নীতি এবং অন্য কোনও উপযুক্ত গোপনীয়তা এবং নিরাপত্তা ব্যবস্থা মেনে, আমাদের জন্য প্রক্রিয়া করতে ব্যক্তিগত তথ্য প্রদান করি। যেমন, আমরা ডেটা সেন্টার অপারেট করার জন্য সাহায্য করতে, আমাদের প্রোডাক্ট ও পরিষেবা প্রদান করতে, ইন্টার্নাল ব্যবসা সম্পর্কিত প্রসেস উন্নত করতে এবং গ্রাহক ও ব্যবহারকারীদের অতিরিক্ত সহায়তা অফার করতে পরিষেবা প্রদানকারী ব্যবহার করি। এছাড়াও আমরা পরিষেবা প্রদানকারী ব্যবহার করি যাতে সর্বজনীন নিরাপত্তার জন্য YouTube ভিডিওর কন্টেন্ট পর্যালোচনা ও বিশ্লেষণে সহায়তা করতে পারি। এছাড়াও Google-এর অডিও শনাক্তকরণ প্রযুক্তি উন্নত করার জন্য সাহায্য করতে ব্যবহারকারীর সেভ করা অডিও নমুনা শুনতে পারি।

আইনের উদ্দেশ্যে

আমরা Google-এর বাইরে ব্যক্তিগত তথ্য শেয়ার করব, যদি আমরা বিশ্বাস করি যে, এইসব কারণে তথ্য অ্যাক্সেস, ব্যবহার, রেখে দেওয়া, বা প্রকাশ করার যথাযথভাবে প্রয়োজনীয়:

  • কোনও প্রযোজ্য আইন, প্রবিধান, আইনি প্রক্রিয়া বা প্রয়োগযোগ্য সরকারি অনুরোধ মেনে চলতে। আমরা সরকারের কাছ থেকে পেয়ে থাকা অনুরোধের সংখ্যা এবং প্রকারের বিষয়ে আমাদের ট্রান্সপারেন্সি রিপোর্টে তথ্য শেয়ার করি।
  • সম্ভাব্য লঙ্ঘনের তদন্ত সহ পরিষেবার শর্তাবলী প্রয়োগ করা।
  • জালিয়াতি, নিরাপত্তা বা প্রযুক্তিগত সমস্যা শনাক্ত, প্রতিরোধ অথবা অন্যথায় মোকাবিলা করার জন্য।
  • Google, আমাদের ব্যবহারকারী বা লোকজনকে আইনি প্রয়োজন বা আইন অনুমোদিত অধিকারের, সম্পত্তির বা নিরাপত্তার নিরিখে ক্ষতির হাত থেকে সুরক্ষিত রাখে।

আমরা ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য নয় এমন তথ্য সর্বজনীন ভাবে এবং আমাদের অংশীদার - যেমন প্রকাশক, বিজ্ঞাপনদাতা, ডেভেলপার অথবা স্বত্তাধিকারীদের সাথে শেয়ার করতে পারি। যেমন, আমাদের পরিষেবাগুলির সাধারণ ব্যবহারের প্রবণতা দেখাতে আমরা সর্বজনীনভাবে তথ্য শেয়ার করি। এছাড়া আমরা নির্দিষ্ট পার্টনারদের তাদের নিজস্ব কুকি বা সেই ধরনের প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞাপন এবং পরিমাপের উদ্দেশ্যে আপনার ব্রাউজার বা ডিভাইস থেকে তথ্য সংগ্রহের অনুমতি দিই।

Google একীভূতকরণ, অধিগ্রহণ অথবা সম্পত্তি বিক্রির সঙ্গে যুক্ত হলে, আমরা কোনও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা এবং ব্যক্তিগত তথ্য স্থানান্তর অথবা কোনও ভিন্ন গোপনীয়তা নীতির অধীনস্থ হওয়ার আগে ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের বিজ্ঞপ্তি দেওয়া চালিয়ে যাব।

আপনার তথ্য সুরক্ষিত রাখা

আপনার তথ্যের সুরক্ষার জন্য আমাদের পরিষেবার সাথে আমরা নিরাপত্তা তৈরী করি

সব Google প্রোডাক্টের সাথে সুদৃঢ় নিরাপত্তা বৈশিষ্ট্য থাকে যা নিয়মিতভাবে আপনার তথ্যের সুরক্ষা করে। আমাদের পরিষেবা রক্ষণাবেক্ষণ করা থেকে আমরা যে অন্তর্দৃষ্টি লাভ করি তা আমাদেরকে সবসময় কোনও সুরক্ষা সম্পর্কিত ঝুঁকি আপনার কাছে পৌঁছানোর আগেই সেটি শনাক্ত করে নিজে থেকে ব্লক করতে সাহায্য করে। এবং যদি আমরা ঝুঁকিপূর্ণ কিছু শনাক্ত করি এবং আমাদের মনে হয় যে সেটির সম্পর্কে আপনার জানা উচিত তাহলে আমরা আপনাকে জানিয়ে দেব এবং আপনাকে আরও বেশি সুরক্ষিত থাকার ব্যবস্থা প্রয়োগ করতে সাহায্য করব।

আমাদের কাছে থাকা তথ্য অনাধিকার অ্যাক্সেস, পরিবর্তন, প্রকাশ থেকে অথবা নষ্ট হওয়া থেকে Google এবং আমাদের ব্যবহারকারীদেরকে সুরক্ষা দিতে আমরা কঠিন পরিশ্রম করি, যার মধ্যে রয়েছে:

  • গমনাগমন চলাকালীন আপনার ডেটা গোপন রাখতে আমরা এনক্রিপশন ব্যবহার করি
  • আপনার অ্যাকাউন্টের সুরক্ষায় আপনাকে সাহায্য করতে আমরা নিরাপদ ব্রাউজিং, নিরাপত্তা পরীক্ষা এবং ২ ধাপে ধাপে যাচাইকরণ ইত্যাদির মতো নিরাপত্তা বৈশিষ্ট্য অফার করি।
  • আমাদের সিস্টেমগুলিতে অনাধিকার অ্যাক্সেসের বিরুদ্ধে প্রতিরোধ করতে আমরা বাস্তবিক নিরাপত্তা ব্যবস্থা সহ আমাদের তথ্য সংগ্রহ, রেখে দেওয়া এবং প্রক্রিয়াকরণের পদ্ধতিগুলি পর্যালোচনা করি।
  • ব্যক্তিগত তথ্য প্রক্রিয়া করার জন্য যে Google-এর কর্মী, ঠিকাদার এবং এজেন্টদের সেই তথ্য অ্যাক্সেস করা প্রয়োজন, আমরা তাদের মধ্যেই তথ্যের অ্যাক্সেস সীমিত রাখি। যার কাছে এই অ্যাক্সেস রয়েছে তাকে কঠোর গোপনীয়তা চুক্তি মেনে চলতে হয় এবং এই দায়িত্বগুলি পূরণ করতে ব্যর্থ হলে তাকে নিয়মানুবর্তী করা হতে পারে অথবা এমনকি বরখাস্ত করা হতে পারে।

আপনার তথ্য রপ্তানি করা ও মুছে ফেলা

আপনি যেকোনও সময়ে আপনার Google অ্যাকাউন্ট সেটিংস থেকে আপনার তথ্যের একটি কপি রপ্তানি করতে বা সেটি মুছে ফেলতে পারেন

যদি আপনার Google অ্যাকাউন্টে থাকা বিষয়বস্তুর ব্যাক-আপ নিতে চান বা Google-এর বাইরে কোনও পরিষেবায় ব্যবহার করতে চান তাহলে আপনি তার একটি কপি রপ্তানি করতে পারেন।

আপনার ডেটা রপ্তানি করুন

আপনার তথ্য মুছে ফেলার জন্য, আপনি:

আপনার তথ্য মুছুন

আপনার তথ্যের রেকর্ড রাখা

আমরা বিভিন্ন সময়ে যে ডেটা সংগ্রহ করি তা কীরকম, আমরা কীভাবে ব্যবহার করি এবং আপনি কীভাবে আপনার সেটিংস কনফিগার করেন তার উপর নির্ভর করে আমরা তার রেকর্ড রাখি:

  • কিছু ডেটা আপনার ইচ্ছা অনুযায়ী মুছে ফেলতে পারবেন, যেমন ধরুন আপনার ব্যক্তিগত তথ্য অথবা আপনার তৈরি করা বা আপলোড করা কন্টেন্ট, যেমন ফটোডকুমেন্ট। এছাড়া আপনার অ্যাকাউন্টে সেভ করা অ্যাক্টিভিটি সংক্রান্ত তথ্য মুছে দিতে পারেন অথবা নির্দিষ্ট সময়ের পর এই তথ্য অটোমেটিক মুছে দেওয়ার বিকল্প বেছে নিতে পারেন। আপনি নিজে থেকে সরিয়ে না দিলে অথবা সরিয়ে দেওয়ার বিকল্প বেছে না নিয়ে থাকলে, আমরা এই ডেটা আপনার Google অ্যাকাউন্টে সেভ করে রাখব।
  • সার্ভার লগে বিজ্ঞাপন সংক্রান্ত ডেটা-এর মত অন্যান্য ডেটা নির্দিষ্ট সময়ের পর মুছে ফেলা হয় অথবা স্বয়ংক্রিয়ভাবে শনাক্তকারী তথ্য গোপন রাখা হয়।
  • আপনি আপনার Google অ্যাকাউন্ট না মোছা পর্যন্ত আমরা কিছু ডেটা রাখি যেমন আপনি আমাদের পরিষেবাগুলি কতবার ব্যবহার করেন সে সম্পর্কিত তথ্য।
  • এবং সুরক্ষা, প্রতারণা এবং অপব্যবহার প্রতিরোধ বা আর্থিক রেকর্ড-রাখা ইত্যাদির মতো বৈধ ব্যবসায়িক বা আইনি উদ্দেশ্যে প্রয়োজনীয় হলে আমরা কিছু ডেটা আরও বেশি সময়ের জন্য রেখে দিই।

যখন আপনি ডেটা মুছে দেন, আপনার ডেটা নিরাপদে এবং সম্পূর্ণভাবে আমাদের সার্ভার থেকে সরিয়ে দেওয়া বা গোপনে রেখে দেওয়া নিশ্চিত করতে আমরা একটি ডেটা মোছার প্রসেস অনুসরণ করি। আমরা নিশ্চিত করতে চেষ্টা করি যে আপনার তথ্য কে দুর্ঘটনাবশত মোছা অথবা ক্ষতিসাধনের ইচ্ছায় মোছা থেকে আমাদের পরিষেবাগুলি রক্ষা করে। এই কারণে, আপনি কিছু তথ্য মুছে ফেলার সময় এবং আমাদের অ্যাক্টিভ ও ব্যাক-আপ সিস্টেম থেকে সেগুলির কপি মুছে ফেলার সময়-এর মধ্যে বিলম্ব হতে পারে।

আপনি আপনার তথ্য মুছে ফেলতে আমাদের কত সময় লাগবে সেটি সহ Google-এর ডেটা রেখে দেওয়ার সময়সীমা সম্পর্কে আরও পড়তে পারেন।

প্রবিধান মেনে চলা ও সেগুলির সাথে সহযোগিতা করা

আমরা নিয়মিতভাবে এই গোপনীয়তা নীতিটি পর্যালোচনা করি এবং নিশ্চিত করে থাকি যে সেই নীতি মেনে চলে এমন পদ্ধতিতে আমরা আপনার তথ্য প্রক্রিয়া করি।

ডেটা স্থানান্তরণ

আমাদের সারা পৃথিবীর বিভিন্ন দেশে সার্ভার আছে এবং আপনি যে দেশে থাকেন সেই দেশের বাইরে থাকা কোনও সার্ভারে আমরা আপনার ব্যক্তিগত তথ্য প্রসেস করতে পারি। বিভিন্ন দেশের ডেটা সুরক্ষা আইন আলাদা-আলাদা হয়, কেউ অন্যের তুলনায় একটু বেশি সুরক্ষা প্রদান করে। আপনার তথ্য কোথায় প্রক্রিয়া করা হচ্ছে তা নির্বিশেষে, আমরা এই নীতিতে বর্ণিত একই নিরাপত্তা প্রয়োগ করি। ডেটা ট্রান্সফার করার ক্ষেত্রে আমরা নির্দিষ্ট আইনি কাঠামো মেনে চলি।

আমরা যখন আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ পাব, যে ব্যক্তি অভিযোগটি করেছেন আমরা তার সাথে যোগাযোগ করে প্রতিক্রিয়া জানাব। ব্যক্তিগত তথ্য স্থানান্তরণ সংক্রান্ত কোনও অভিযোগ যা আমরা সরাসরি আমাদের ব্যবহারকারীদের সাথে মীমাংসা করতে পারি না তা সমাধান করতে আমরা স্থানীয় ডেটা সুরক্ষা কর্তৃপক্ষদের সহ যথাযথ প্রবিধানিক কর্তৃপক্ষদের সঙ্গে কাজ করি।

মার্কিন যুক্তরাষ্ট্রে রাজ্য সম্পর্কিত আইন বিষয়ক প্রয়োজনীয়তা

কিছু রাজ্যের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের গোপনীয়তা আইন অনুসারে নির্দিষ্ট ডিসক্লোজার দিতে হয়।

Google কীভাবে আপনার তথ্য ব্যবহার করে তা এই গোপনীয়তা নীতিটি আপনাকে বুঝতে সাহায্য করবে:

  • Google যেসব তথ্য সংগ্রহ করে সেগুলির বিভাগ এবং উৎস সম্পর্কে আমরা Google যে তথ্য সংগ্রহ করে-তে বর্ণনা করেছি।
  • Google তথ্য সংগ্রহ ও ব্যবহার কীসের জন্য করে, আমরা সেটি Google ডেটা কেন সংগ্রহ করে তাতে ব্যাখ্যা করি।
  • Google কখন তথ্য প্রকাশ করতে পারে তা আমরা আপনার তথ্য শেয়ার করা লিঙ্কে ব্যাখ্যা করি। Google আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি করে না। এছাড়াও ক্যালিফোর্নিয়া কনজিউমার প্রাইভেসি অ্যাক্ট (CCPA) মেনে, Google আপনার ব্যক্তিগত তথ্য “শেয়ার” করে না।
  • Google কীভাবে তথ্যের রেকর্ড রাখে তা আপনার তথ্যের রেকর্ড রাখা লিঙ্কে ব্যাখ্যা করি। এছাড়াও Google কীভাবে ডেটা সংক্রান্ত তথ্য গোপন রাখে সেই সম্পর্কে আপনি জানতে পারবেন। সেখানে উল্লেখ করা বর্ণনা অনুযায়ী, আপনার গোপনীয়তা রক্ষা করার জন্য Google ডেটা সংক্রান্ত তথ্য গোপন রাখার সময়, সেই তথ্য কোন ব্যক্তির তা যেন আবার চিনে নেওয়া না যায় তার জন্য আমরা নীতি ও প্রযুক্তিগত ব্যবস্থা বজায় রাখি।

এছাড়াও, মার্কিন যুক্তরাষ্ট্রের গোপনীয়তা আইন Google কীভাবে আপনার তথ্য সংগ্রহ, ব্যবহার ও প্রকাশ করে সেই সংক্রান্ত তথ্যের জন্য অনুরোধ করার অধিকার প্রদান করে। এবং এইসব আইন আপনার তথ্য মাঝে মাঝে পোর্টেবল ফর্ম্যাটে অ্যাক্সেস করার এবং সংশোধন করার অধিকার প্রদান করে। এছাড়াও Google যাতে সেই তথ্য মুছে দেয় তার জন্য অনুরোধ করার অধিকার প্রদান করে। এছাড়াও, এইসব আইন নির্দিষ্ট ধরনের প্রোফাইলিং এবং লক্ষ্য করা বিজ্ঞাপন থেকে বেরিয়ে আসার অধিকার প্রদান করে। এগুলি এইসব গোপনীয়তার অধিকার ব্যবহার করার সময় যেকোনও ধরনের বৈষম্য থেকে সুরক্ষিত থাকার অধিকারও প্রদান করে। সর্বশেষে, CCPA স্বাস্থ্য সম্পর্কিত ডেটার মতো নির্দিষ্ট ধরনের ডেটাকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করে, যখন ব্যবহারকারীরা এই তথ্য প্রদান করেন, তখন Google সিসিপিএ (CCPA) অনুযায়ী অনুমোদিত উদ্দেশ্যেই শুধুমাত্র এটি ব্যবহার করে। যেমন, আমাদের ব্যবহারকারীরা যেসব পরিষেবা প্রদান করার অনুরোধ করেছেন এবং সেইসব পরিষেবা পাওয়ার প্রত্যাশা করছেন।

Google-এর সমস্ত পরিষেবা জুড়ে ডেটা ও গোপনীয়তা ম্যানেজ করার জন্য যেসব পছন্দ আপনার রয়েছে তা আপনার গোপনীয়তা নিয়ন্ত্রণ-এ ব্যাখ্যা করি। এইসব টুল আপনাকে আপনার তথ্য পর্যালোচনা, আপডেট করতে এবং মুছতে ও এর একটি কপি এক্সপোর্ট ও ডাউনলোড করতে দেয়। এছাড়াও আমার বিজ্ঞাপন কেন্দ্রতে যাওয়ার মাধ্যমে আপনাকে বিজ্ঞাপন দেখানোর জন্য কোন তথ্য আমরা ব্যবহার করি তা কন্ট্রোল করতে বা পছন্দমতো বিজ্ঞাপন সম্পর্কিত সুবিধা বন্ধ করতে পারবেন।

এই টুলগুলি ব্যবহার করতে চাইলে, আপনি নিজের Google অ্যাকাউন্টে সাইন-ইন করে রয়েছেন কিনা দেখে নিয়ে তবেই আমরা আপনার আবেদন মঞ্জুর করব। মার্কিন যুক্তরাষ্ট্রের গোপনীয়তা আইনের অধীনে আপনার কী কী অধিকার রয়েছে সেই বিষয়ে কোনও প্রশ্ন থাকলে বা অনুরোধ করতে হলে, আপনি (বা আপনার অনুমোদিত এজেন্ট) Google-এর সাথেও যোগাযোগ করতে পারবেন। এবং আপনার অনুরোধের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্তের সাথে আপনি অসম্মত হলে, আমাদের ইমেলে উত্তর দিয়ে Google-কে বিষয়টি আবার বিবেচনা করার জন্য বলতে পারবেন।

Google কীভাবে CCPA-এর অনুরোধ ম্যানেজ করছে, সেই বিষয়ে আরও তথ্য প্রদান করা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যের গোপনীয়তা আইন অনুযায়ী বিভাগ অনুসারে ডেটা ব্যবহার ও ম্যানেজ করার বিবরণও দিতে হবে। নিচের টেবিলে সেই বিভাগগুলি ব্যবহার করেই এই গোপনীয়তা নীতিতে দেওয়া তথ্য আলাদা করে গুছিয়ে লেখা হয়েছে।

আমরা সংগ্রহ করি এমন তথ্যের বিভাগ

শনাক্তকারী ও একই ধরনের তথ্য যেমন আপনার নাম ও পাসওয়ার্ড, ফোন নম্বর, এবং ঠিকানা, এর সাথে আপনি ব্যবহার করছেন এমন ব্রাউজার বা ডিভাইসের সাথে যুক্ত অনন্য শনাক্তকারীYouTube Studio-এর মতো Google-এর কিছু পরিষেবা অতিরিক্ত ফিচার ব্যবহার করার জন্য আপনার পরিচয় শনাক্ত করতে সঠিক আইডি (যেমন পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স) জমা দেওয়ার বিকল্প প্রদান করে।

জনসংখ্যাতাত্ত্বিক তথ্য, যেমন আপনার বয়স, লিঙ্গগত পরিচয় এবং ভাষা। আপনি YouTube ক্রিয়েটর ডেমোগ্রাফিক্স-এর মতো ঐচ্ছিক ফিচার বেছে নিলে, অতিরিক্ত তথ্য প্রদান করতেও পারবেন, যেমন আপনার লিঙ্গগত পরিচয় বা জাতি ও অঞ্চল সম্পর্কিত তথ্য।

ব্যবসায়িক তথ্য যেমন আপনার পেমেন্ট সংক্রান্ত তথ্য এবং Google-এর বিভিন্ন পরিষেবায় কেনাকাটার ইতিহাস।

বায়োমেট্রিক তথ্য যেটি আপনি চাইলে দিতে পারেন, যেমন Google-এর প্রোডাক্ট উন্নত করার গবেষণায় আঙ্গুলের ছাপ।

ইন্টারনেট, নেটওয়ার্ক এবং অন্যান্য অ্যাক্টিভিটি সম্পর্কিত তথ্য যেমন আপনি কোন কোন শব্দ দিয়ে সার্চ করছেন; কোন কন্টেন্ট ও বিজ্ঞাপন দেখছেন এবং কীভাবে সেগুলির সাথে ইন্টার‍্যাক্ট করছেন; আপনার Google অ্যাকাউন্টের সাথে সিঙ্ক করা Chrome-এর ব্রাউজিং ইতিহাস; আমাদের পরিষেবার সাথে আপনার অ্যাপ, ব্রাউজার এবং ডিভাইসের ইন্টার‍্যাকশন (যেমন IP অ্যাড্রেস, ক্র্যাশ রিপোর্ট এবং সিস্টেম অ্যাক্টিভিটি); এবং আমাদের পরিষেবা ব্যবহার করে এমন থার্ড-পার্টি সাইট ও অ্যাপে করা অ্যাক্টিভিটি। আপনি আমার অ্যাক্টিভিটি-তে গিয়ে আপনার Google অ্যাকাউন্টে স্টোর করা অ্যাক্টিভিটি সম্পর্কিত ডেটা পর্যালোচনা ও নিয়ন্ত্রণ করতে পারেন।

ভৌগোলিক লোকেশনের ডেটা, যেটি হয়ত জিপিএস, IP অ্যাড্রেস এবং আপনার ডিভাইসে বা চারপাশে থাকা অন্যান্য সেন্সর থেকে প্রাপ্ত ডেটার ভিত্তিতে নির্ধারণ করা হতে পারে। তবে এটি আংশিকভাবে আপনার ডিভাইস ও অ্যাকাউন্ট সেটিংসের উপর নির্ভরশীল। এইসব সেটিংস অনুযায়ী, এর মধ্যে সুনির্দিষ্ট লোকেশন সম্পর্কিত ডেটা অন্তর্ভুক্ত থাকতে পারে, যেমন নেভিগেশন বা আপনার ফোন খোঁজার মতো Android ফিচারের জন্য জিপিএস ডেটা। Google লোকেশন সংক্রান্ত তথ্য কীভাবে ব্যবহার করে সেই বিষয়ে আরও জানুন।

অডিও, ইলেকট্রনিক, ভিজ্যুয়াল এবং এই ধরনের তথ্য, যেমন ভয়েস এবং অডিও সম্পর্কিত তথ্য

আপনি যদি মেসেজ পাঠাতে ও পেতে আমাদের পরিষেবা ব্যবহার করেন তাহলে যোগাযোগ সংক্রান্ত ডেটা, যেমন ইমেল।

স্বাস্থ্য সম্পর্কিত তথ্য Google পরিষেবা ব্যবহার করার সময় যেটি Google Health Studies-এর মতো স্বাস্থ্য সম্পর্কিত ফিচার অফার করে, আপনি যদি এটি প্রদান করার জন্য বেছে নেন, যেমন আপনার চিকিৎসা সম্পর্কিত ইতিহাস, ভাইটাল সাইন ও স্বাস্থ্য সম্পর্কিত মেট্রিক (যেমন রক্তে গ্লুকোজের লেভেল) এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সাথে সম্পর্কিত একই ধরনের অন্যান্য তথ্য।

পেশাগত, চাকরি ও শিক্ষা সংক্রান্ত তথ্য, যেমন, যেসব তথ্য আপনি দিয়েছেন অথবা যে সংস্থায় আপনি পড়াশোনা অথবা কাজ করেন, তাদের ব্যবহার করা Google পরিষেবা থেকে আপনার সম্পর্কে ম্যানেজ করা তথ্য।

আপনার তৈরি বা প্রদান করা অন্যান্য তথ্য, যেমন আপনার তৈরি, আপলোড বা গ্রহণ করা কন্টেন্ট (ফটো এবং ভিডিও বা ইমেল, দস্তাবেজ এবং স্প্রেডশীটের মতো)। Google ড্যাশবোর্ড দিয়ে আপনি নির্দিষ্ট প্রোডাক্ট সম্পর্কিত তথ্য ম্যানেজ করতে পারবেন।

উপরে উল্লিখিত বিষয়গুলি থেকে প্রাপ্ত অনুমান, যেমন আপনার আগ্রহের বিজ্ঞাপনের বিভাগ

যেসব ব্যবসায়িক উদ্দেশ্যে তথ্য ব্যবহার বা প্রকাশ করা হতে পারে

নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি, অপব্যবহার এবং বেআইনি অ্যাক্টিভিটি থেকে সুরক্ষিত রাখা: নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন ঘটনা শনাক্ত ও প্রতিরোধ করতে এবং সেগুলিতে উপযুক্ত প্রতিক্রিয়া দিতে ও অন্যদেরকে ক্ষতিকর, বিভ্রান্তিকর, প্রতারণামূলক বা বেআইনি অ্যাক্টিভিটি থেকে সুরক্ষিত রাখতে Google তথ্য ব্যবহার এবং প্রকাশ করতে পারে। যেমন, আমাদের পরিষেবা সুরক্ষিত রাখতে, Google হয়ত এমন IP অ্যাড্রেস সম্পর্কিত তথ্য পেতে বা প্রকাশ করতে পারে যা খারাপ উদ্দেশ্যে আপোষ করা হয়েছে।

অডিট এবং পরিমাপ: আমাদের পরিষেবা কীভাবে ব্যবহার করা হয় তা বুঝতে এবং প্রকাশক, বিজ্ঞাপনদাতা, ডেভেলপার বা স্বত্বাধিকারীর মতো আমাদের পার্টনারদের প্রতি আইনি বাধ্যবাধকতা পূরণ করতে, Analytics প্রয়োগ ও পরিমাপের জন্য Google তথ্য ব্যবহার করে থাকে। অডিট করার উদ্দেশ্য সহ বিভিন্ন কারণে, যেসব তথ্য ব্যক্তিগতভাবে শনাক্তকরণযোগ্য নয় তা আমরা সর্বজনীনভাবে এবং এই পার্টনারদের কাছে প্রকাশ করতে পারি।

আমাদের পরিষেবা রক্ষণাবেক্ষণ করা: আমাদের পরিষেবা উদ্দেশ্যমাফিক সঠিকভাবে কাজ করছে কিনা দেখে নিতে Google তথ্য ব্যবহার করতে পারে, যেমন কোনও বিভ্রাট বা সমস্যার সমাধান করতে গিয়ে কোনও ত্রুটি বা অন্যান্য সমস্যা এলে সেগুলি ট্র্যাক করা।

গবেষণা এবং উন্নয়ন: আমাদের ব্যবহারকারী এবং সাধারণ মানুষ উপকৃত হন এমন নতুন প্রোডাক্ট, ফিচার ও প্রযুক্তি তৈরি করতে এবং আমাদের পরিষেবা আরও ভাল করতে Google তথ্য ব্যবহার করে থাকে। যেমন, Google-এর AI মডেলকে প্রশিক্ষণ দিতে ও Google Translate, Bard এবং ক্লাউড AI সুবিধার মতো প্রোডাক্ট ও ফিচারকে তৈরি করতে সাহায্য করতে আমরা সর্বজনীনভাবে উপলভ্য তথ্য ব্যবহার করি।

পরিষেবা প্রদানকারীদের ব্যবহার: আমাদের হয়ে পরিষেবা সম্পাদন করতে Google পরিষেবা প্রদানকারীদের সাথে তথ্য শেয়ার করে থাকে। তবে এগুলি আমাদের গোপনীয়তা নীতি এবং অন্যান্য যথাযথ গোপনীয়তা ও নিরাপত্তা ব্যবস্থা অবলম্বন করেই শেয়ার করা হয়। যেমন, গ্রাহক সহায়তা দেওয়ার জন্য আমরা পরিষেবা প্রদানকারীদের উপর নির্ভর করতে পারি।

বিজ্ঞাপন দেখানো: Google বিজ্ঞাপন দেখাতে তথ্য প্রসেস করে, এর মধ্যে অনলাইন শনাক্তকারী, ব্রাউজ করা ও সার্চ অ্যাক্টিভিটি এবং আপনার লোকেশন ও বিজ্ঞাপনগুলির সাথে আপনার ইন্টার‍্যাকশন সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত থাকে। এর ফলে Google-এর পরিষেবা এবং আপনি ব্যবহার করেন এমন বহু ওয়েবসাইট ও পরিষেবা ফ্রি রাখা যায়। আমার বিজ্ঞাপন কেন্দ্রতে থাকা আপনার বিজ্ঞাপনের সেটিংসে গিয়ে আপনাকে বিজ্ঞাপন দেখানোর জন্য আমরা যেসব তথ্য ব্যবহার করি তা নিয়ন্ত্রণ করতে পারবেন।

আইনি কারণ: Google প্রযোজ্য আইন বা নিয়মকানুন মেনে চলা পূরণ করতেও তথ্য ব্যবহার করে এবং আইনি প্রক্রিয়ায় বা আইন এনফোর্সমেন্ট সহ, এনফোর্স করার যোগ্য সরকারি অনুরোধে প্রতিক্রিয়া দিতে তথ্য প্রকাশ করে। আমাদের ট্রান্সপারেন্সি রিপোর্ট-এ সরকারের তরফ থেকে পাওয়া অনুরোধের সংখ্যা ও ধরন সংক্রান্ত তথ্য প্রদান করা হয়।

যেসব পার্টির কাছে তথ্য প্রকাশ করা হতে পারে

অন্য যে ব্যক্তিদের সাথে আপনি নিজের তথ্য শেয়ার করবেন বলে বেছে নিয়েছেন, যেমন দস্তাবেজ বা ফটো এবং YouTube-এ ভিডিও বা মন্তব্য।

আপনার সম্মতি সহ থার্ড-পার্টি, যেমন Google-এর পরিষেবার সাথে ইন্টিগ্রেট করে এমন পরিষেবা। আপনি নিজের Google অ্যাকাউন্টে ডেটা অ্যাক্সেস করার সাথে থার্ড-পার্টি অ্যাপ এবং সাইটও পর্যালোচনা ও ম্যানেজ করতে পারেন।

পরিষেবা প্রদানকারী, বিশ্বস্ত ব্যবসা বা ব্যক্তি যারা আমাদের গোপনীয়তা নীতি এবং অন্য যেকোনও উপযুক্ত গোপনীয়তা ও নিরাপত্তা ব্যবস্থা মেনে এবং আমাদের নির্দেশের ভিত্তিতে Google-এর হয়ে তথ্য প্রসেস করে।

ডোমেন প্রশাসক,আপনি এমন কোনও প্রতিষ্ঠানে যদি পড়াশোনা বা কাজ করে থাকেন যেখানে Google পরিষেবা ব্যবহার করা হয়।

আইন এনফোর্সমেন্ট বা অন্যান্য থার্ড-পার্টি, যার আইনি কারণগুলি আপনার তথ্য শেয়ার করা-তে বর্ণনা করা হয়েছে।

এই নীতি সম্পর্কে

যখন এই নীতিটি প্রযোজ্য হয়

YouTube, Android এবং বিজ্ঞাপন পরিষেবা ইত্যাদি প্রদান করে এমন থার্ড-পার্টি সাইটের প্রদান করা পরিষেবা সমেত, Google LLC এবং এর অ্যাফিলিয়েটগুলির অফার করা সব পরিষেবার উপর আমাদের গোপনীয়তা নীতি প্রযোজ্য হয়। এই গোপনীয়তা নীতি সেই পরিষেবাগুলির উপর প্রযোজ্য নয় যেগুলির আলাদা গোপনীয়তা নীতি রয়েছে এবং যার মধ্যে এই গোপনীয়তা নীতি অন্তর্ভুক্ত নয়।

এই গোপনীয়তা নীতি এগুলিতে প্রযোজ্য নয়:

  • আমাদের পরিষেবাগুলির বিজ্ঞাপন দেয় এমন অন্যান্য কোম্পানি এবং সংস্থার তথ্য সম্পর্কিত পদ্ধতি
  • অন্যান্য কোম্পানি বা ব্যক্তি দ্বারা অফার করা পরিষেবা, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে Google-এর পরিষেবা প্রদান করে এমন প্রোডাক্ট বা সাইট যেখানে নীতিটি প্রযোজ্য, বা সার্চের ফলাফলে আপনাকে দেখানো, বা আমাদের পরিষেবা থেকে লিঙ্ক করা প্রোডাক্ট বা সাইট

এই নীতিতে করা পরিবর্তন

আমরা সময়ে সময়ে এই গোপনীয়তা নীতিতে পরিবর্তন করি। আমরা আপনার সুনির্দিষ্ট সম্মতি ছাড়া এই গোপনীয়তা নীতির অধীনে আপনার অধিকার খর্ব করব না। আমরা শেষ পরিবর্তনগুলি প্রকাশের তারিখটি সবসময় দেখাই এবং আর্কাইভ করা সংস্করণে অ্যাক্সেস দিই যাতে আপনি সেগুলি পর্যালোচনা করতে পারেন। যদি পরিবর্তনগুলি উল্লেখযোগ্য হয় তাহলে আমরা আরও বিশিষ্ট নোটিশ প্রদান করি (কিছু নির্দিষ্ট পরিষেবার জন্য, গোপনীয়তা নীতিতে পরিবর্তনের ইমেল বিজ্ঞপ্তি সহ)।

সম্পর্কিত গোপনীয়তা পদ্ধতিগুলি

Google-এর নির্দিষ্ট পরিষেবা

নিম্নলিখিত গোপনীয়তা বিজ্ঞপ্তিগুলি কিছু Google পরিষেবা সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে:

আপনি যদি এমন কোনও সংস্থার সদস্য হন যারা Google Workspace অথবা Google Cloud Platform ব্যবহার করে তাহলে এই পরিষেবাগুলি কীভাবে আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ব্যবহার করে তা Google Cloud গোপনীয়তা বিজ্ঞপ্তি থেকে জানুন।

অন্যান্য উপযোগী সম্পদগুলি

আমাদের পদ্ধতি এবং গোপনীয়তা সেটিংস সম্পর্কে আরও জানতে নিম্নলিখিত লিঙ্ক থেকে আপনি উপযোগী সম্পদগুলি ঘুরে দেখতে পারেন।

মুখ্য পদ

অ-ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য তথ্য

এটি হল ব্যবহারকারী সম্বন্ধে এমনভাবে রেকর্ড করা তথ্য যাতে এটি থেকে কোনও ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য ব্যবহারকারীকে শনাক্ত করা বা উল্লেখ পাওয়া যায় না।

অধিভুক্ত

অ্যাফিলিয়েট হল এমন একটি একক যা Google-এর কোম্পানি গ্রুপের আয়ত্তাধীন, এবং এর মধ্যে নিম্নলিখিত কোম্পানি রয়েছে যেগুলি ইউরোপীয় ইউনিয়নে পরিষেবা প্রদান করে: Google Ireland Limited, Google Commerce Ltd, Google Payment Corp এবং Google Dialer Inc. ইত্যাদি। ইউরোপীয় ইউনিয়নে ব্যবসায়িক পরিষেবাকারী কোম্পানিগুলি সম্পর্কে আরও জানুন।

অ্যাপ্লিকেশান ডেটা ক্যাসে

একটি অ্যাপ্লিকেশান ডেটার ক্যাসে হল একটি ডিভাইসে থাকা একটি ডেটার ভান্ডার৷ এটি হতে পারে, উদাহরণস্বরূপ, কোনো ইন্টারনেট সংযোগ ছাড়াই চালানোর জন্য একটি ওয়েব অ্যাপ্লিকেশান সক্ষম করতে এবং সামগ্রী দ্রুত লোড করা সক্ষম করার দ্বারা অ্যাপ্লিকেশানটির কর্মক্ষমতা উন্নত করতে পারেন৷

অ্যালগরিদম

কোনও কম্পিউটার সমস্যা সমাধানের কাজ করার সময় যে প্রক্রিয়া বা নিয়মাবলী অনুসরণ করে।

কুকিজ

আপনি যখন কোনও ওয়েবসাইট ঘুরে দেখেন তখন সার্ভার আপনার কম্পিউটারে একটি ছোট ফাইল সেভ করে যার মধ্যে অনেকগুলি স্ট্রিং থাকে, এটিই হল কুকি। আপনি যখন ওয়েবসাইটটি আবার ঘুরে দেখেন তখন সাইটটি কুকি দিয়ে আপনার ব্রাউজারকে শনাক্ত করতে পারে। কুকিতে ব্যবহারকারীদের অভিরুচি এবং অন্যান্য তথ্য সেভ করে রাখা যেতে পারে। আপনি নিজের ব্রাউজারকে কনফিগার করতে পারেন যাতে আপনার কম্পিউটারে কোনও কুকিজ সেভ করা না হয় বা কুকিজ পাঠানো হলে আপনাকে জানিয়ে দেওয়া হয়। তবে, ওয়েবসাইটের কিছু বৈশিষ্ট্য বা পরিষেবা কুকি ছাড়া যথাযথভাবে কাজ নাও করতে পারে। আপনি যখন আমাদের পার্টনারদের সাইট বা অ্যাপ ব্যবহার করেন তখন Google কীভাবে কুকিজ ব্যবহার করে এবং Google কুকিজ সমেত, কীভাবে ডেটা ব্যবহার করে সেই বিষয়ে আরও জানুন।

ডিভাইস

ডিভাইস হল একটি কম্পিউটার যেটি সব Google পরিষেবাতে ব্যবহার করা যেতে পারে। যেমন, ডেস্কটপ কম্পিউটার, ট্যাবলেট, স্মার্ট স্পিকার এবং স্মার্টফোন ইত্যাদি সবগুলিকে ডিভাইস হিসেবে বিবেচনা করা হয়।

পিক্সেল ট্যাগ

পিক্সেল ট্যাগ হল এক প্রকারের প্রযুক্তি যা কোনও নির্দিষ্ট অ্যাক্টিভিটি ট্র্যাক করার জন্য কোনও ওয়েবসাইটে অথবা কোনও ইমেলের মূল অংশে রাখা থাকে, যেমন যখন কোনও ওয়েবসাইট দেখা হয় বা যখন কোনও ইমেল খোলা হয়। পিক্সেল ট্যাগকে প্রায়ই কুকির সাথে ব্যবহার করা হয়।

বিশিষ্ট শনাক্তকারী

বিশিষ্ট শনাক্তকারী হল কয়েকটি অক্ষর দিয়ে তৈরি একটি স্ট্রিং যেটিকে কোনও ব্রাউজার, অ্যাপ বা ডিভাইসকে নির্দিষ্টভাবে শনাক্ত করার জন্য ব্যবহার করা হয়। ডিভাইসের শনাক্তকারীগুলি কতদিন স্থায়ী হবে, ব্যবহারকারীরা সেগুলিকে রিসেট করতে পারবেন কিনা এবং কিভাবে সেগুলিকে অ্যাক্সেস করা হবে, এগুলির উপর ভিত্তি করে এটি বিভিন্ন রকমের হয়।

অনন্য শনাক্তকারীগুলি, সুরক্ষা এবং জালিয়াতি শনাক্তকরণ, আপনার ইমেলের ইনবক্স ইত্যাদির মতো পরিষেবাগুলি সিঙ্ক করা, আপনার অভিরুচিগুলি মনে রাখা এবং আপনার নিজের মতো সাজিয়ে নেওয়া বিজ্ঞাপন দেখানো সমেত বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। যেমন, কুকিগুলিতে সেভ করা বিশিষ্ট শনাক্তকারী, আপনার ব্রাউজারে সাইটগুলিকে আপনার পছন্দের ভাষায় কন্টেন্ট দেখাতে সাহায্য করে। আপনি নিজের ব্রাউজারকে কনফিগার করতে পারেন যাতে আপনার কম্পিউটারে কোনও কুকিজ সেভ করা না হয় বা কুকিজ পাঠানো হলে আপনাকে জানিয়ে দেওয়া হয়। Google কীভাবে কুকিজ ব্যবহার করে সম্পর্কে আরও জানুন।

ব্রাউজারগুলি ছাড়াও অন্যান্য প্ল্যাটফর্মে, কোনও ডিভাইস বা সেই ডিভাইসে থাকা কোনও অ্যাপকে শনাক্ত করতে বিশিষ্ট শনাক্তকারী ব্যবহার করা হয়। যেমন, Android ডিভাইসে প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাতে বিজ্ঞাপন আইডির মতো একটি বিশিষ্ট শনাক্তকারী ব্যবহার করা যেতে পারে এবং সেটি আপনার ডিভাইসের সেটিংসে পরিচালনা করা যেতে পারে। কোনও ডিভাইস প্রস্তুতকারক একটি ডিভাইসের সাথে বিশিষ্ট শনাক্তকারী (অনেক সময় সেটিকে ইউনিভার্সালি ইউনিক আইডি বা UUID বলা হয়ে থাকে) অন্তর্ভুক্ত করতে পারে, যেমন মোবাইল ফোনের IMEI নম্বর। যেমন, আপনার ডিভাইসে আমাদের পরিষেবা কাস্টমাইজ করতে বা আমাদের পরিষেবার সম্পর্কে ডিভাইসে হওয়া সমস্যাগুলি বিশ্লেষণ করতে একটি ডিভাইসের বিশিষ্ট শনাক্তকারী ব্যবহার করা যেতে পারে।

ব্যক্তিগত তথ্য

আপনাকে ব্যক্তিগতভাবে শনাক্ত করে এমন তথ্য আপনি আমাদের দিয়েছেন, যেমন আপনার নাম, ইমেল আইডি বা বিলিং তথ্য বা অন্যান্য ডেটা যা Google যুক্তিসঙ্গতভাবে এই ধরনের তথ্যের সাথে লিঙ্ক করতে পারে, যেমন, আমরা আপনার Google অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করি এমন তথ্য।

ব্রাউজারের ওয়েব সঞ্চয়স্থান

ব্রাউজার ওয়েব স্টোরেজ ওয়েবসাইটগুলিকে কোনও ডিভাইসে একটি ব্রাউজারের মধ্যে ডেটা মজুত রাখতে দেয়। যখন "স্থানীয় স্টোরেজ" মোডে ব্যবহার করা হয়, তখন এটি সব সেশন জুড়ে ডেটা মজুত করার সুবিধা সক্ষম করে। এর ফলে, ব্রাউজারটি বন্ধ করে আবার খোলার পরেও ডেটা ফেরত পাওয়া যেতে পারে। HTML 5 হল একটি প্রযুক্তি যা ওয়েব স্টোরেজের সুবিধা দেয়।

রেফারার ইউআরএল

একটি রেফারার ইউআরএল (ইউনিফর্ম রিসোর্স লোকেটর) হল কোনও ওয়েব ব্রাউজারের মাধ্যমে একটি গন্তব্য ওয়েবপৃষ্ঠাতে পাঠানো তথ্য, বিশেষ করে যখন আপনি সেই পৃষ্ঠার লিঙ্কে ক্লিক করেন। ব্রাউজারের মাধ্যমে ঘুরে দেখা শেষ ওয়েবপৃষ্ঠার ইউআরএলটি রেফারার ইউআরএল-এ সেভ করা থাকে।

সংবেদনশীল ব্যক্তিগত তথ্য

চিকিৎসা সংক্রান্ত গোপনীয় তথ্য, জাতিগত অথবা নৃতাত্ত্বিক উৎস, রাজনৈতিক বা ধর্মীয় বিশ্বাস অথবা যৌনতার মতো ব্যক্তিগত তথ্যের জন্য এটি একটি নির্দিষ্ট বিভাগ।

সার্ভার লগ

বেশীরভাগ ওয়েবসাইটের মত, যখন আপনি আমাদের সাইটে যান আমাদের সার্ভার স্বয়ংক্রিয়ভাবে পৃষ্ঠার অনুরোধ তৈরি করা রেকর্ড করে৷ এই “সার্ভার লগ” আপনার ওয়েব অনুরোধ, ইন্টারনেট প্রটোকল ঠিকানা, ব্রাউজারের প্রকার, ব্রাউজারের ভাষা, আপনার অনুরোধের ভাষা এবং সময় এবং আপনার ব্রাউজারকে স্বতন্ত্রভাবে শনাক্ত করতে পারে এক অথবা একাধিক কুকিজকে বৈশিষ্টসূচকভাবে অন্তর্ভুক্ত করে৷

"মোটরকার" খোঁজা সম্পর্কে একটি সাধারণ লগ এন্ট্রি এইরকম দেখতে হয়:

123.45.67.89 - 25/Mar/2003 10:15:32 -
http://www.google.com/search?q=cars -
Firefox 1.0.7; Windows NT 5.1 -
740674ce2123e969
  • 123.45.67.89 এটি হল ব্যবহারকারীর আইএসপি দ্বারা ব্যবহারকারীর জন্য ধার্য করা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ব্যবহারকারীর পরিষেবার উপর নির্ভর করে, ব্যবহারকারী যখন প্রতি বার ইন্টারনেটে কানেক্ট করবেন তখন পরিষেবা প্রদানকারী ব্যবহারকারীর জন্য প্রত্যেকবার একটি আলাদা অ্যাড্রেস নির্দিষ্ট করতে পারে।
  • 25/Mar/2003 10:15:32 এটি হল কোয়েরির তারিখ এবং সময়।
  • http://www.google.com/search?q=cars এটি হল অনুরোধ করা ইউআরএল, সার্চ কোয়েরি সহ।
  • Firefox 1.0.7; Windows NT 5.1 এটি হল ব্যবহার করা ব্রাউজার এবং অপারেটিং সিস্টেম।
  • 740674ce2123a969 এটি হল এই নির্দিষ্ট কম্পিউটারে প্রথমবার Google ঘুরে দেখার সময় সেটিকে ধার্য করা একটি বিশিষ্ট কুকি আইডি। (ব্যবহারকারী কুকিজ মুছে ফেলতে পারেন। ব্যবহারকারী শেষ বার Google ঘুরে দেখার পর যদি কম্পিউটার থেকে কোনও কুকি মুছে দেন তাহলে পরের বার তিনি সেই নির্দিষ্ট কম্পিউটারে আবার Google ঘুরে দেখলে তার ডিভাইসে অন্য একটি কুকি ধার্য করা হবে)।

Google অ্যাকাউন্ট

আপনি কোনও Google অ্যাকাউন্ট-এর জন্য সাইন-আপ করে এবং আমাদের কিছু ব্যক্তিগত তথ্য (বিশেষভাবে আপনার নাম, ইমেল আইডি এবং একটি পাসওয়ার্ড) প্রদান করে, আমাদের কিছু পরিষেবা অ্যাক্সেস করতে পারেন। আপনি যখন Google পরিষেবা অ্যাক্সেস করেন তখন আপনাকে শনাক্ত করতে অ্যাকাউন্টের এই তথ্য ব্যবহার করা হয়, যাতে অন্যরা অনধিকার অ্যাক্সেস করতে না পারে। আপনি যেকোনও সময়ে Google অ্যাকাউন্ট সেটিংস থেকে আপনার অ্যাকাউন্ট এডিট করতে বা মুছে ফেলতে পারেন।

IP ঠিকানা

ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি ডিভাইস ইন্টারনেট প্রটোকল (IP) ঠিকানা নামে পরিচিত একটি নম্বরের দ্বারা নির্ধারিত হয়৷ এই নম্বরগুলি সাধারণত ভৌগোলিক ব্লকগুলির মাধ্যমে নির্ধারিত হয়৷ একটি IP ঠিকানা প্রায়শই কোন জায়গা থেকে একটি ডিভাইস ইন্টারনেটের সাথে সংযুক্ত করছে তা নির্ধারণ করতে ব্যবহার করা হয়৷

অতিরিক্ত তথ্য

অনলাইনে যারা আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ

যেমন, আপনি যখন কোনও ইমেল লেখার সময় To, Cc বা Bcc ফিল্ডে কোনও ঠিকানা লেখেন, আপনি যাদের সাথে সবচেয়ে বেশি যোগাযোগ করেন, Gmail তাদের ভিত্তিতে ঠিকানার সাজেশন দেবে।

অন্যান্য সাইট বা অ্যাপে আপনার অ্যাক্টিভিটি

এই অ্যাক্টিভিটি আপনার Google পরিষেবার ব্যবহার করা থেকে আসতে পারে; যেমন, আপনার অ্যাকাউন্টকে Chrome-এর সাথে সিঙ্ক করা বা Google-এর সাথে পার্টনার হয়েছে এমন সাইট এবং অ্যাপ ঘুরে দেখা। অনেক ওয়েবসাইট এবং অ্যাপ তাদের কন্টেন্ট এবং পরিষেবা উন্নত করার জন্য Google-এর সাথে পার্টনার হয়। যেমন, কোনও ওয়েবসাইট আমাদের বিজ্ঞাপন পরিষেবা (যেমন AdSense) বা বিশ্লেষণের সরঞ্জাম (যেমন Google অ্যানালিটিক্স) ব্যবহার করতে পারে অথবা অন্যান্য কন্টেন্ট (যেমন YouTube-এর ভিডিও) এম্বেড করতে পারে। এই পরিষেবাগুলি আপনার অ্যাক্টিভিটির তথ্য Google-এর সাথে শেয়ার করতে পারে এবং আপনার অ্যাকাউন্ট সেটিংস ও ব্যবহার করা প্রোডাক্টের ভিত্তিতে (যেমন, যখন কোনও পার্টনার আমাদের বিজ্ঞাপন পরিষেবাগুলির সাথে Google অ্যানালিটিক্স ব্যবহার করে) এই তথ্য আপনার ব্যক্তিগত তথ্যের সাথে যুক্ত হতে পারে।

যখন আপনি আমাদের অংশীদারদের সাইট বা অ্যাপ ব্যবহার করেন তখন Google কীভাবে সে ডেটা ব্যবহার করে সেই সম্পর্কে আরও জানুন

অপব্যবহার শনাক্তকরণ

যখন আমাদের সিস্টেমে আমরা স্প্যাম, ম্যালওয়্যার, অবৈধ কন্টেন্ট এবং অন্যান্য অপব্যবহার ইত্যাদির মতো নীতি লঙ্ঘনের বিষয়ে জানতে পারি তখন আমরা আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারি বা অন্য কোনও উপযুক্ত ব্যবস্থা নিতে পারি। নির্দিষ্ট পরিস্থিতিতে, আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে লঙ্ঘনের বিষয়ে অভিযোগও জানাতে পারি।

অপব্যবহারের বিরুদ্ধে সুরক্ষা

যেমন, যদি আমাদের মনে হয় যে আপনার অ্যাকাউন্টের গোপন তথ্য চুরি হয়েছে (এই ধাপে আমরা আপনার অ্যাকাউন্টের সুরক্ষার জন্য ব্যবস্থা নিতে আপনাকে সাহায্য করতে পারব) তাহলে আমরা সুরক্ষা সম্পর্কিত ঝুঁকির বিষয়ে তথ্যের সাহায্যে আপনাকে তা জানিয়ে দিতে পারব।

অন্যান্য টেকনোলজি এবং কমিউনিকেশন কোম্পানিগুলির মতোই, Google নিয়মিতভাবে ব্যবহারকারীদের ডেটা প্রকাশ করার জন্য সমগ্র বিশ্বের সরকার ও আদালতগুলি থেকে অনুরোধ পায়। এসব আইনি অনুরোধ মেনে চলতে গিয়ে Google-এ আপনার সেভ করা ডেটার গোপনীয়তা এবং নিরাপত্তার প্রতি শ্রদ্ধা রেখে ব্যবস্থা নেওয়া হয়। আমাদের আইনি দল প্রত্যেকটি অনুরোধের ধরন নির্বিশেষে সেটির পর্যালোচনা করে, এবং যখন কোনও অনুরোধ অতিশয় বিস্তৃত বলে মনে হয় অথবা সঠিক প্রক্রিয়া অনুসরণ করে না তখন আমরা প্রায়ই সেগুলি ফেরত পাঠিয়ে দিই। আমাদের ট্রান্সপারেন্সি রিপোর্ট সম্পর্কে আরও জানুন।

আপনার ডিভাইসের আশেপাশে থাকা জিনিসগুলির বিষয়ে তথ্য

যদি আপনি Android-এ Google-এর লোকেশন ভিত্তিক পরিষেবা ব্যবহার করেন তাহলে আমরা সেই সব অ্যাপের পারফরম্যান্স উন্নত করতে পারি যেগুলি আপনার লোকেশনের উপর নির্ভর করে, যেমন Google ম্যাপ। যদি আপনি Google-এর লোকেশন ভিত্তিক পরিষেবা ব্যবহার করেন তাহলে আপনার ডিভাইস তার লোকেশন, সেন্সর (যেমন, অ্যাকসিলরোমিটার), আশেপাশের মোবাইল টাওয়ার এবং ওয়াই-ফাই অ্যাক্সেস পয়েন্ট (যেমন, ম্যাক অ্যাড্রেস এবং সিগনালের জোর) ইত্যাদির বিষয়ে Google কে তথ্য পাঠায়। এই সব জিনিস আপনার লোকেশন নির্ধারণ করতে সাহায্য করে। আপনি ডিভাইসের সেটিংস ব্যবহার করে Google-এর লোকেশন ভিত্তিক পরিষেবা চালু করতে পারেন। আরও জানুন

আপনার ডিভাইসের সেন্সর ডেটা

আপনার ডিভাইসে এমন সেন্সর ডেটা থাকতে পারে যেগুলি আপনার লোকেশন ও গতিবিধি আরও ভালভাবে বোঝার জন্য ব্যবহার করা যেতে পারে। যেমন, আপনার গতি নির্ধারণ করতে একটি অ্যাকসিলরোমিটার, বা যাতায়াতের দিক অনুমান করতে জাইরোস্কোপ ব্যবহার করা যেতে পারে।

আপনার Google অ্যাকাউন্টের সাথে সিঙ্ক করা

আপনার Google অ্যাকাউন্টের সাথে আপনি Chrome সিঙ্ক্রোনাইজেশন চালু করে থাকলে তবেই Chrome-এ আপনার ব্রাউজিংয়ের ইতিহাস সেভ করা হয়। আরও জানুন

আপনি যে বিজ্ঞাপনগুলিকে সবচেয়ে উপযোগী বলে মনে করবেন

যেমন, আপনি যদি YouTube-এ বেকিং সম্পর্কিত কোনও ভিডিও দেখেন তাহলে আপনি ওয়েব ব্রাউজ করার সময় হয়ত বেকিং সম্পর্কিত আরও বিজ্ঞাপন দেখতে পাবেন। আপনার আনুমানিক লোকেশন নির্ধারণ করতে আমরা আপনার বর্তমান আইপি ঠিকানাও ব্যবহার করতে পারি যাতে, আপনি যদি "পিৎজা" খুঁজে থাকেন তাহলে আমরা আপনাকে আশেপাশের পিৎজা ডেলিভারি পরিষেবাগুলির বিজ্ঞাপন দেখাতে পারি। Google-এর বিজ্ঞাপন সম্পর্কে এবং আপনাকে কেন নির্দিষ্ট বিজ্ঞাপন দেখানো হয়, তার বিষয়ে আরও জানুন।

আমাদের পরিষেবাগুলি পৌঁছে দেওয়া

আমাদের পরিষেবা প্রদান করার জন্য আমরা আপনার তথ্য যেভাবে ব্যবহার করি সেগুলি হল:

  • আপনার অনুরোধ করা ডেটা পাঠানোর জন্য আমরা আপনার ডিভাইসকে দেওয়া নির্দিষ্ট আইপি অ্যাড্রেসটি ব্যবহার করি; যেমন, একটি YouTube ভিডিও লোড করা
  • আপনার Google অ্যাকাউন্টে অ্যাক্সেস থাকা ব্যক্তি হিসাবে আপনাকে প্রমাণিত করতে আমাদের সাহায্য করার জন্য আমরা আপনার ডিভাইসে কুকিজ-এ সেভ করা বিশিষ্ট শনাক্তকারী ব্যবহার করি
  • Google ফটোতে আপনার আপলোড করা ফটো এবং ভিডিওগুলি দিয়ে, আপনি শেয়ার করতে পারেন এমন অ্যালবাম, অ্যানিমেশন এবং অন্যান্য ক্রিয়েশনকে তৈরি করায় সাহায্য করতে ব্যবহার করা হয়। আরও জানুন
  • আপনি পেয়ে থাকা ফ্লাইট নিশ্চিতকরণ ইমেলটি দিয়ে "চেক-ইন" বোতামটি তৈরি করা যেতে পারে যা আপনার Gmail-এ দেখানো হয়
  • আপনি আমাদের থেকে পরিষেবা অথবা প্রোডাক্ট কেনার সময় আমাদের শিপিংয়ের ঠিকানা অথবা পৌঁছে দেওয়ার নির্দেশাবলীর মতো তথ্য প্রদান করতে পারেন। আমরা এই তথ্য আপনার অর্ডার প্রসেস করতে, সম্পূর্ণ করতে এবং আপনাকে প্রোডাক্ট বা পরিষেবা পৌঁছে দিতে এবং আপনি যে প্রোডাক্ট বা পরিষেবা কেনেন সে সম্পর্কে সাহায্য করতে ব্যবহার করি।

আমাদের ব্যবহারকারী

যেমন, আমাদের অনলাইন কন্টেন্ট মডারেশন পদ্ধতি সম্পর্কে স্বচ্ছতা এবং দায়বদ্ধতা আরও বৃদ্ধি করতে, সেইসাথে অপব্যবহার রোধ করার জন্য, Google তার বিভিন্ন পরিষেবা থেকে কন্টেন্ট সরানোর অনুরোধ সংক্রান্ত ডেটা Lumen-এর সাথে শেয়ার করে। গবেষণায় সহায়তা করার জন্য এইসব অনুরোধ সংগ্রহ করা এবং বিশ্লেষণ করা হয়। ইন্টারনেট ব্যবহারকারীদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে এই গবেষণা করা হয়। আরও জানুন

আমাদের সংগ্রহ করা তথ্য একত্রিত করা

আমাদের সংগ্রহ করা তথ্য আমরা কীভাবে একত্রিত করি তার কিছু উদাহরণ হল:

  • যখন আপনি নিজের Google অ্যাকাউন্টে সাইন-ইন করেন এবং Google-এ খোঁজেন তখন আপনি Gmail বা Google ক্যালেন্ডারের মত অন্যান্য Google প্রোডাক্টগুলিতে থাকা কন্টেন্ট থেকে প্রাসঙ্গিক তথ্য সহ সর্বজনীন ওয়েব থেকে খোঁজার ফলাফল দেখতে পারেন। এতে আপনার আসন্ন ফ্লাইট, রেস্টুরেন্ট এবং হোটেল রিজার্ভেশনের স্ট্যাটাস বা আপনার ফটো ইত্যাদি থাকতে পারে। আরও জানুন
  • আপনি যদি Gmail-এর মাধ্যমে কারও সাথে যোগাযোগ করেন এবং তাকে Google দস্তাবেজে বা Google ক্যালেন্ডারে কোনও ইভেন্টে যোগ করতে চান তাহলে আপনি তার নামটি লেখা শুরু করার সময় Google তার ইমেল ঠিকানাটি নিজে থেকে ভরে দেওয়ার মাধ্যমে এই কাজটি সহজ করে তোলে। এই বৈশিষ্ট্যটি আপনার পরিচিতদের সাথে আপনার জিনিসগুলি শেয়ার করা সহজ করে তোলে। আরও জানুন
  • আপনার সেটিংসের উপর নির্ভর করে, Google অ্যাপ আপনাকে নিজের মতো করে সাজানো কন্টেন্ট দেখানোর জন্য অন্যান্য Google প্রোডাক্টে আপনার সেভ করা ডেটা ব্যবহার করতে পারে। যেমন, যদি আপনার খোঁজার তথ্য আপনার ওয়েব এবং অ্যাপ অ্যাক্টিভিটিতে সেভ করা থাকে তাহলে আপনাকে Google অ্যাপ আপনার আগ্রহের বিষয়ে খবর এবং অন্যান্য তথ্য দেখাতে পারে; যেমন, আপনার অ্যাক্টিভিটির ভিত্তিতে, খেলাধূলার স্কোর। আরও জানুন
  • আপনি যদি আপনার Google অ্যাকাউন্টকে আপনার Google হোমের সাথে লিঙ্ক করেন তাহলে আপনি নিজের তথ্য পরিচালনা করতে পারেন এবং Google অ্যাসিস্ট্যান্ট-এর মাধ্যমে আপনার কাজ সম্পন্ন করতে পারেন। যেমন, আপনার Google ক্যালেন্ডারে আপনি ইভেন্ট যোগ করতে পারেন বা দিনভরের সময়সূচী পেতে পারেন, আপনার আসন্ন ফ্লাইটের স্ট্যাটাস আপডেট জানতে পারেন বা আপনার ফোনে ড্রাইভিংয়ের নির্দেশাবলীর মতো তথ্য পাঠাতে পারেন। আরও জানুন

উন্নত করা

যেমন, ব্যবহারকারীরা আমাদের পরিষেবাগুলির সাথে কীভাবে ইন্টারঅ্যাক্ট করেন তা বিশ্লেষণ করতে আমরা কুকিজ ব্যবহার করি। এবং সেই বিশ্লেষণ আমাদের আরও ভাল প্রোডাক্ট তৈরি করতে সাহায্য করতে পারে। যেমন, কোনও নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে ব্যবহারকারীদের অনেক বেশি সময় লাগছে বা সব ধাপ সম্পন্ন করতে তাদের সমস্যা হচ্ছে কিনা জানতে এটি আমাদেরকে সাহায্য করতে পারে। আমরা তারপর সেই বৈশিষ্ট্যকে নতুনভাবে ডিজাইন করতে এবং প্রোডাক্টটি সবার জন্য উন্নত করতে পারি।

যখন অনেক বেশি লোক নির্দিষ্ট কিছু খুঁজতে শুরু করেন, এটি তখন সেই সময়ের জনপ্রিয় বিষয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে পারে। Google Trends কোনও নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও বিষয় খোঁজার জনপ্রিয়তা অনুমান করতে Google-এ করা ওয়েব সার্চের নমুনা নেয় এবং সেই ফলাফলকে সঙ্কলিত শব্দাবলী হিসেবে সর্বজনীনভাবে প্রকাশ করে। আরও জানুন

কল করা ও কল নেওয়ার জন্য বা মেসেজ পাঠানো ও পাওয়ার জন্য ব্যবহার করা পরিষেবা

এই পরিষেবাগুলির কয়েকটি উদাহরণ হল:

  • Google Voice, কল করতে ও রিসিভ করতে, টেক্সট মেসেজ পাঠাতে ও ভয়েসমেল ম্যানেজ করতে
  • Google Meet, ভিডিও কল করতে ও রিসিভ করতে
  • Gmail, ইমেল পাঠাতে ও পেতে
  • Google Chat, মেসেজ পাঠাতে ও পেতে
  • Google Duo, ভিডিও কল করতে ও রিসিভ করতে এবং মেসেজ পাঠাতে ও পেতে
  • ফোন প্ল্যানের জন্য Google Fi

যেমন, আপনি যখন আপনার Google অ্যাকাউন্টে সাইন-ইন করেন এবং ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ চালু থাকে, তাহলে আপনার পূর্ববর্তী সার্চ এবং অন্যান্য Google পরিষেবাগুলিতে করা অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে আপনি আরও প্রাসঙ্গিক সার্চ ফলাফল পেতে পারেন। আপনি এখান থেকে আরও জানতে পারবেন। আপনি সাইন-আউট হয়ে গেলেও আপনি কাস্টমাইজ করা সার্চ ফলাফল পেতে পারেন। যদি আপনি সার্চের এই স্তরের কাস্টমাইজেশন না চান তাহলে আপনি গোপনভাবে সার্চ এবং ব্রাউজ করতে পারেন অথবা সাইন-আউট করেও নিজের মতো করে সাজানো খোঁজার সুবিধা বন্ধ করতে পারেন।

ডিভাইস

যেমন, কোনও অ্যাপ ইনস্টল করতে বা Google Play থেকে কিনে থাকা কোনও সিনেমা দেখতে আপনি কোন ডিভাইসটি ব্যবহার করতে চান তা বেছে নেওয়ায় আপনাকে সাহায্য করতে আমরা আপনার ডিভাইসের তথ্য ব্যবহার করতে পারি। আপনার অ্যাকাউন্টের সুরক্ষার জন্যও আমরা এই তথ্য ব্যবহার করতে পারি।

Google অ্যানালিটিক্স ফার্স্ট-পার্টি কুকিজ-এর উপর নির্ভর করে, যার অর্থ কুকিজ Google অ্যানালিটিক্স গ্রাহক দ্বারা সেট করা হয়। আমাদের সিস্টেম ব্যবহার করে, Google অ্যানালিটিক্স এর মাধ্যমে সৃষ্টি হওয়া ডেটাকে Google অ্যানালিটিক্স গ্রাহক এবং Google দ্বারা, অন্যান্য ওয়েবসাইটে ঘুরে দেখা সম্পর্কিত থার্ড-পার্টি কুকিজের সাথে লিঙ্ক করা যেতে পারে। যেমন, আরও প্রাসঙ্গিক বিজ্ঞাপন তৈরি করতে বা তার ট্রাফিক বিশ্লেষণের জন্য একজন বিজ্ঞাপনদাতা তার Google অ্যানালিটিক্স ডেটা ব্যবহার করতে চাইতে পারেন। আরও জানুন

তাদের পক্ষে করা বিজ্ঞাপন ও গবেষণামূলক পরিষেবা

যেমন, বিজ্ঞাপনদাতারা তাদের লয়ালটি কার্ড প্রোগ্রাম থেকে ডেটা আপলোড করতে পারে যাতে তারা বিজ্ঞাপন প্রচারগুলির পারফরম্যান্স ভালভাবে বুঝতে পারে। আমরা বিজ্ঞাপনদাতাদের কাছে শুধুমাত্র এমন সমষ্টিগত রিপোর্ট প্রদান করি যা থেকে কোনও স্বতন্ত্র ব্যক্তির সম্পর্কে তথ্য প্রকট হয় না।

থার্ড পার্টি বা তৃতীয় পক্ষ

যেমন, স্বত্তাধিকারীদের কন্টেন্ট আমাদের পরিষেবাগুলিতে কীভাবে ব্যবহার করা হয়েছে তার বিষয়ে "ব্যবহারের পরিসংখ্যান" রিপোর্ট করার জন্য আমরা আপনার তথ্যকে প্রক্রিয়া করি। যদি অন্যরা আপনার নাম খোঁজেন এবং ফলাফলে আমরা সেই ওয়েবসাইটগুলি দেখাই যেখানে আপনার সম্পর্কে সর্বজনীনভাবে উপলভ্য তথ্য রয়েছে তাহলেও আমরা আপনার তথ্য প্রক্রিয়া করতে পারি।

নিজের মতো করে সাজানো বিজ্ঞাপন

বিজ্ঞাপনদাতা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আপনাকে নিজের মতো করে সাজানো বিজ্ঞাপনও দেখানো যেতে পারে। ধরুন আপনি যদি কোনও বিজ্ঞাপনদাতার ওয়েবসাইটে কেনাকাটা করেন তাহলে আপনাকে আরও বিজ্ঞাপন দেখানোর জন্য তারা সেই ঘুরে দেখা সংক্রান্ত তথ্য ব্যবহার করতে পারে। আরও জানুন

নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা

আমাদের পরিষেবাগুলির নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা বজায় রাখতে সাহায্য করার জন্য আমরা আপনার তথ্য যেভাবে ব্যবহার করি সেগুলির মধ্যে কয়েকটি হল:

  • অটোমেটেড অপব্যবহারের বিরুদ্ধে সুরক্ষার জন্য আইপি অ্যাড্রেস এবং কুকিজ-এর ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ করা। এই অপব্যবহার বিভিন্ন রূপে হয়, যেমন Gmail ব্যবহারকারীদের স্প্যাম পাঠিয়ে, প্রতারণামূলকভাবে বিজ্ঞাপনগুলিতে ক্লিকের দ্বারা বিজ্ঞাপনদাতাদের থেকে টাকা চুরি করে বা ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অফ সার্ভিস (DDoS) অ্যাটাক লঞ্চ করার দ্বারা কন্টেন্টকে সেন্সর করে।
  • আপনার অজান্তে কেউ আপনার ইমেল অ্যাক্সেস করেছে কিনা জানতে Gmail-এর "শেষ অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি" বৈশিষ্ট্যটি আপনাকে সাহায্য করতে পারে। এই বৈশিষ্ট্যটি আপনাকে Gmail-এ সাম্প্রতিক অ্যাক্টিভিটি সম্পর্কে তথ্য দেখায়, যেমন কোন আইপি অ্যাড্রেস থেকে আপনার মেল অ্যাক্সেস করা হয়েছে, সংশ্লিষ্ট লোকেশন এবং অ্যাক্সেসের তারিখ ও সময়। আরও জানুন

নির্দিষ্ট পার্টনার

যেমন, আমরা YouTube ক্রিয়েটর এবং বিজ্ঞাপনদাতাদের, তাদের YouTube ভিডিও বা বিজ্ঞাপনের দর্শক সম্পর্কে জানতে কুকিজ বা অনুরূপ প্রযুক্তি ব্যবহার করে পরিমাপের কোম্পানিগুলির সাথে কাজ করার অনুমতি দিই। আরেকটি উদাহরণ হল আমাদের শপিং পৃষ্ঠাগুলিতে থাকা মার্চেন্ট, যারা তাদের প্রোডাক্ট তালিকা কতজন লোক দেখেছে তা বুঝতে কুকিজ ব্যবহার করে। এই পার্টনারদের সম্পর্কে এবং তারা আপনার তথ্য কীভাবে ব্যবহার করে তার বিষয়ে আরও জানুন

নিশ্চিত ও উন্নত করা

যেমন, আমাদের বিজ্ঞাপনের পারফরম্যান্স বাড়ানোর জন্য, আমাদের বিজ্ঞাপনগুলির সাথে ব্যবহারকারীরা কীভাবে ইন্টারঅ্যাক্ট করেন তা আমরা বিশ্লেষণ করি।

নিশ্চিত করা যে আমাদের পরিষেবা ইপ্সিত উদ্দেশ্যে কাজ করছে

যেমন, কোনও সমস্যা আছে কিনা জানতে আমরা সবসময় আমাদের সিস্টেমগুলি নিরীক্ষণ করি। এবং যদি আমরা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যে কোনও সমস্যা খুঁজে পাই তাহলে সমস্যা শুরু হওয়ার আগে সংগৃহীত অ্যাক্টিভিটির তথ্য পর্যালোচনা করার মাধ্যমে আমরা আরও দ্রুত সমস্যার সমাধান করতে পারি।

পেমেন্টের তথ্য

যেমন, যদি আপনি Google অ্যাকাউন্টে একটি ক্রেডিট কার্ড বা অন্য পেমেন্ট পদ্ধতি যোগ করেন তাহলে আপনি আমাদের সব পরিষেবা জুড়ে জিনিস কিনতে সেটি ব্যবহার করতে পারেন; যেমন, Play স্টোর থেকে অ্যাপ। আপনার পেমেন্ট প্রক্রিয়া করতে সাহায্য করার জন্য আমরা আপনাকে অন্যান্য তথ্য দেওয়ার জন্যও বলতে পারি, যেমন ব্যবসার ট্যাক্স আইডি। কিছু ক্ষেত্রে আপনার পরিচয় যাচাই করার প্রয়োজন হতে পারে এবং তা করার জন্য আমরা আপনাকে সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য বলতে পারি।

আপনি যে বয়সের শর্ত মেনে চলেন তা যাচাই করতে, প্রয়োজন হলে আমরা আপনার পেমেন্টের তথ্যও ব্যবহার করতে পারি, যেমন, আপনি একটি ভুল জন্মতারিখ লিখেছেন যার অর্থ আপনার এখনও Google অ্যাকাউন্ট তৈরি করার বয়স হয়নি। আরও জানুন

ফোন নম্বর

যদি আপনার অ্যাকাউন্টে আপনি ফোন নম্বর যোগ করেন তাহলে আপনার সেটিংসের ভিত্তিতে Google-এর সব পরিষেবা জুড়ে সেটি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করে যেতে পারে। যেমন, যদি আপনি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করায় সাহায্য করতে, আপনার পরিচিতদের আপনাকে খুঁজে পেতে এবং আপনার সাথে যোগাযোগ করায় সাহায্য করতে এবং আপনাকে আরও প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাতে, আপনার ফোন নম্বর ব্যবহার করা যেতে পারে। আরও জানুন

বিষয়বস্তু ও বিজ্ঞাপন দেখা এবং সেগুলির সাথে ইন্টারঅ্যাকশন করা

যেমন, আমরা কন্টেন্ট ও বিজ্ঞাপন দেখা এবং সেগুলির সাথে ইন্টারঅ্যাকশন করা সম্পর্কে ডেটা সংগ্রহ করি, যাতে আমরা বিজ্ঞাপনদাতাদের একত্রিত করা তথ্য দিতে পারি; যেমন আমরা তাদের বিজ্ঞাপন কোনও পৃষ্ঠায় দেখিয়েছি কিনা এবং কোনও দর্শক সেই বিজ্ঞাপনটি দেখেছেন কিনা। আমরা অন্যান্য ইন্টারঅ্যাকশনকেও পরিমাপ করতে পারি; যেমন, কোনও বিজ্ঞাপনের উপর আপনি কীভাবে মাউস চালিয়েছেন বা বিজ্ঞাপন দেখানো হয় এমন পৃষ্ঠাতে আপনি কোনও ইন্টারঅ্যাকশন করেছেন কিনা।

ভয়েস এবং অডিওর তথ্য

যেমন, Google Search, Assistant এবং Maps-এর সাথে আপনি ইন্টার‍্যাক্ট করার সময় Google-এর মাধ্যমে কোনও অডিও রেকর্ডিং আপনার Google অ্যাকাউন্টে সেভ করতে চান কিনা তা বেছে নিতে পারবেন। আপনার ডিভাইস "Ok Google"-এর মতো চালু করার অডিও কমান্ড শনাক্ত করলে, Google অ্যাক্টিভেশনের কয়েক সেকেন্ড আগে থেকেই ভয়েস ও অডিও রেকর্ড করা শুরু করে। আরও জানুন

মার্কিন যুক্তরাষ্ট্রের গোপনীয়তা আইন

এইসব আইনে রয়েছে:

  • ক্যালিফোর্নিয়া কনজিউমার প্রাইভেসি অ্যাক্ট (CCPA);
  • ভার্জিনিয়া কনজিউমার ডেটা প্রোটেকশন অ্যাক্টে (VCDPA);
  • কলোরাডো প্রাইভেসি অ্যাক্ট (CPA);
  • কানেকটিকাট অ্যাক্ট কনসার্নিং পার্সোনাল ডেটা প্রাইভেসি ও অনলাইন মনিটরিং (CTDPA); এবং
  • উটাতে কনজিউমার প্রাইভেসি অ্যাক্ট (UCPA)

লোকজন

যেমন, আমরা Google-এর কন্টেন্ট সরিয়ে দেওয়া সংক্রান্ত নীতি বা প্রযোজ্য আইন মেনে আমাদের পরিষেবা থেকে কন্টেন্ট সরিয়ে দেওয়ার অনুরোধ সম্পর্কে তথ্য প্রক্রিয়া করি। এর সাথে আমরা আপনার অনুরোধ মূল্যায়ন করতে, স্বচ্ছতা বজায় রাখতে এবং আরও ভালভাবে দায়িত্ব পালন করতে, কন্টেন্ট সরিয়ে দেওয়া সংক্রান্ত অনুরোধে জালিয়াতি এবং অপব্যবহার রোধ করতে এটি করে থাকি।

সংবেদনশীল শ্রেণী

আপনাকে নিজের মতো করে সাজানো বিজ্ঞাপন দেখানোর সময় আমরা আপনার অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে আপনার জন্য আগ্রহের হতে পারে এমন বিষয়গুলি ব্যবহার করি। যেমন, আপনি "রান্না ও রেসিপি" বা "এয়ার ট্রাভেল" ইত্যাদির মতো বিষয়ে বিজ্ঞাপন দেখতে পারেন। আমরা জাতি, ধর্ম, যৌন অভিমুখ বা স্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয়গুলি ব্যবহার করি না বা সেগুলির উপর ভিত্তি করে নিজের মতো করে সাজানো বিজ্ঞাপন দেখাই না। এবং আমাদের পরিষেবা ব্যবহার করেন এমন বিজ্ঞাপনদাতাদের উপর আমরা একই শর্ত প্রয়োগ করি

সঠিকভাবে কাজ করতে কুকিজ-এর উপর নির্ভর করা

যেমন, আমরা 'lbcs' নামক একটি কুকি ব্যবহার করি যা আপনার জন্য একটি ব্রাউজারে অনেকগুলি Google দস্তাবেজ খুলতে পারে। এই কুকিটি ব্লক করে দিলে Google দস্তাবেজ প্রত্যাশা অনুযায়ী কাজ করবে না। আরও জানুন

সমগ্র বিশ্বে ছড়িয়ে থাকা সার্ভার

যেমন, আমরা এমন ডেটা সেন্টার ব্যবহার করি যা সমগ্র বিশ্বে ছড়িয়ে রয়েছে, যাতে আমাদের প্রোডাক্টগুলি ব্যবহারকারীদের জন্য নিরন্তর উপলভ্য থাকে।

সর্বজনীনভাবে অ্যাক্সেসযোগ্য উৎস

যেমন, Google-এর AI মডেলকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এবং Google Translate, Bard ও ক্লাউড AI সুবিধার মতো প্রোডাক্ট ও ফিচার তৈরি করার জন্য আমরা অনলাইনে সর্বজনীনভাবে উপলভ্য বা অন্যান্য সর্বজনীন সোর্স থেকে তথ্য সংগ্রহ করতে পারি। অথবা, আপনার ব্যবসার তথ্য ওয়েবসাইটে দেখা গেলে, আমরা Google পরিষেবায় সেটি ইন্ডেক্স করতে ও দেখাতে পারি।

Google অ্যাপ থাকা Android ডিভাইস

Google অ্যাপ থাকা Android ডিভাইসের মধ্যে অন্তর্ভুক্ত হয় Google বা আমাদের কোনও পার্টনারের বিক্রয় করা ডিভাইস; যেমন, ফোন, ক্যামেরা, গাড়ি, ওয়্যারেবল এবং টিভি ইত্যাদি। এই ডিভাইসগুলিতে Google Play পরিষেবা এবং আগে থেকে ইনস্টল করা অন্যান্য অ্যাপ ব্যবহার করা হয়; যেমন Gmail, ম্যাপ, আপনার ফোনের ক্যামেরা ও ফোনের ডায়ালার, টেক্সট-টু-স্পিচ রূপান্তর, কীবোর্ড ইনপুট এবং সুরক্ষামূলক বৈশিষ্ট্য। Google Play পরিষেবা সম্পর্কে আরও জানুন।

Google-এর নির্দিষ্ট পরিষেবা

যেমন, আপনি Blogger থেকে আপনার ব্লগ অথবা Google সাইট থেকে আপনার একটি Google সাইট মুছে ফেলতে পারেন। এছাড়া আপনি Play স্টোরে অ্যাপ, গেম ও অন্যান্য কন্টেন্টের বিষয়ে আপনার দেওয়া রিভিউ মুছে দিতে পারেন।

Google-এর সাথে পার্টনার হওয়া

Google-এর নয় এমন ওয়েবসাইট এবং অ্যাপ যেগুলি বিজ্ঞাপন দেখানোর জন্য Google-এর সাথে পার্টনার হয়েছে, সেগুলির সংখ্যা ২০ লক্ষের বেশি। আরও জানুন

Google অ্যাপ্লিকেশানগুলি
প্রধান মেনু